FIDE CEO: শুধুমাত্র মহিলাদের জন্য আলাদা দাবা প্রতিযোগিতা দরকার, অবাক করা মন্তব্য আন্তর্জাতিক দাবা সংস্থার শীর্ষকর্তার

FIDE CEO Emil Sutovsky argues that removing women-only chess events would deny many female players the chance to grow, calling it a false pretence. ফিডে সিইও এমিল সুতোভস্কি বলেছেন, কেবলমাত্র মহিলাদের জন্য আয়োজিত দাবা প্রতিযোগিতা বাতিল হলে অনেক মহিলা খেলোয়াড় প্রতিযোগিতার সুযোগই পাবেন না।

FIDE CEO Emil Sutovsky argues that removing women-only chess events would deny many female players the chance to grow, calling it a false pretence. ফিডে সিইও এমিল সুতোভস্কি বলেছেন, কেবলমাত্র মহিলাদের জন্য আয়োজিত দাবা প্রতিযোগিতা বাতিল হলে অনেক মহিলা খেলোয়াড় প্রতিযোগিতার সুযোগই পাবেন না।

author-image
IE Bangla Sports Desk
New Update
FIDE CEO: সাইপ্রাস মহিলা গ্র্যান্ড প্রিক্স চলাকালীন ইউক্রেনের দাবা খেলোয়াড় এবং সাংবাদিক আনাস্তাসিয়া কার্লোভিচের সঙ্গে ফিডের সিইও এমিল সুতোভস্কি

FIDE CEO: সাইপ্রাস মহিলা গ্র্যান্ড প্রিক্স চলাকালীন ইউক্রেনের দাবা খেলোয়াড় এবং সাংবাদিক আনাস্তাসিয়া কার্লোভিচের সঙ্গে ফিডের সিইও এমিল সুতোভস্কি। (ছবি: ফিডে/মার্ক লিভশিটজ)

FIDE CEO Defends Women-Only Chess Events: ‘Depriving Talents Under False Pretence’: দাবা খেলায় কি শুধুমাত্র ওপেন ক্যাটাগরিই থাকা উচিত, নাকি মহিলাদের জন্য আলাদা ইভেন্ট থাকাও জরুরি? এ নিয়ে বিরাট মন্তব্য করলেন আন্তর্জাতিক দাবা সংস্থা ফিডের সিইও এমিল সুতোভস্কি।  

Advertisment

মহিলাদের জন্য আলাদা ইভেন্ট দরকার কেন?

সাইপ্রাসের নিকোসিয়ায় ২০২৪-২৫ ফিডে উইমেনস গ্র্যান্ড প্রিক্সে বক্তব্য রাখতে গিয়ে সুতোভস্কি বলেন,
'মহিলাদের জন্য আলাদা দাবা প্রতিযোগিতা না থাকলে অনেক প্রতিভাবান খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ হারাবেন। এটি ভুল ধারণা যে শুধুমাত্র ওপেন টুর্নামেন্ট খেলেই তাঁরা ভালো করবেন।' তিনি আরও বলেন, 'মহিলা দাবাড়ুরা ওপেন ক্যাটাগরিতেও প্রতিযোগিতা করতে পারেন। তবে তাঁদের জন্য আলাদা ইভেন্ট থাকা উচিত, যাতে তাঁরা নিজেদের বিকাশ ঘটাতে পারেন।'

নারী ও পুরুষ দাবাড়ুদের রেটিং পার্থক্য

Advertisment

ফিডে সিইওর মতে, বর্তমানে পুরুষ ও নারীদের গড় রেটিং পার্থক্য বাড়ছে।

  • বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জু ওয়েনজুনের রেটিং ২,৫৬১
  • সর্বোচ্চ রেটিংধারী নারী খেলোয়াড় হৌ ইফান (২,৬৩৩), বর্তমানে আংশিক অবসরপ্রাপ্ত। তিনিই একমাত্র মহিলা দাবাড়ু যিনি ২৬০০-এর বেশি রেটিং পেয়েছেন। 
  • ১৭-১৮ বছর বয়সে ২,৫০০ রেটিং পাওয়া নারী খেলোয়াড়ের সংখ্যা কমে এসেছে

ভারতীয়দের অংশগ্রহণ

এই প্রতিযোগিতায় ভারত থেকে খেলছেন দিব্যা দেশমুখ ও হরিকা দ্রোনাভল্লি।

ওপেন ও মহিলা ক্যাটাগরির মধ্যে পার্থক্য কী?

দাবায় ওপেন ক্যাটাগরি সবার জন্য খোলা, সেখানে নারী ও পুরুষ উভয়েই অংশ নিতে পারেন। অন্যদিকে, নারী ক্যাটাগরি শুধুমাত্র মহিলা খেলোয়াড়দের জন্য। সুতোভস্কি বলেন, 'আগে ১৫-১৭ বছর বয়সে শীর্ষ দাবাড়ুরা ২,৫০০ এলো রেটিং পার করতেন, এখন মাত্র কয়েকজন ১৭-১৮ বছর বয়সে ২,৪০০ রেটিং পার করছেন।'

ক্রিকেট, ফুটবল বা টেনিসের মতো অন্যান্য খেলায় যেখানে পুরুষ ও মহিলাদের প্রতিযোগিতাগুলো আলাদা করে হয়, সেখানে দাবায় পুরুষ ও নারী উভয়ের জন্য ওপেন ক্যাটাগরি রয়েছে, যেখানে সবাই একসঙ্গে প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। তবে দাবায় একটি বিশেষ নারী ক্যাটাগরিও রয়েছে, যেখানে শুধুমাত্র মহিলা খেলোয়াড়রাই অংশ নিতে পারেন।

আরও পড়ুন- আরসিবির নেতৃত্বে সত্যিই কি কোহলিই ফিরতে চাননি?– চাঞ্চল্যকর মন্তব্য সতীর্থ জিতেশ শর্মার

সুতোভস্কি বলেন, 'যদি আমরা মহিলাদের জন্য নির্দিষ্ট প্রতিযোগিতা বাদ দিয়ে দিই, যদি মহিলাদের ভ্রমণ সহায়তা ভাতা বন্ধ করে দিই, তাহলে আমরা অনেক প্রতিভাবান নারী খেলোয়াড়কে সুযোগ থেকে বঞ্চিত করব। তাই, কোনওভাবেই কোনওকিছু বাধ্যতামূলক করা উচিত নয়।'   

Chess World Championship Sports News chess WOMEN FIDE