IPL-RCB: আরসিবির নেতৃত্বে সত্যিই কি কোহলিই ফিরতে চাননি?– চাঞ্চল্যকর মন্তব্য সতীর্থ জিতেশ শর্মার

Jitesh Sharma shares why he felt Virat Kohli did not want to captain RCB again and how Rajat Patidar emerged as the best choice. Read the full story! কেন আরসিবির অধিনায়কত্বে ফিরতে চাননি বিরাট কোহলি? কীভাবে রজত পাতিদারকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল? জিতেশ শর্মার প্রকাশিত তথ্য জানুন!

Jitesh Sharma shares why he felt Virat Kohli did not want to captain RCB again and how Rajat Patidar emerged as the best choice. Read the full story! কেন আরসিবির অধিনায়কত্বে ফিরতে চাননি বিরাট কোহলি? কীভাবে রজত পাতিদারকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল? জিতেশ শর্মার প্রকাশিত তথ্য জানুন!

author-image
IE Bangla Sports Desk
New Update
RCB-IPL: আরসিবি দলের সদস্যরা

RCB-IPL: আরসিবি দলের সদস্যরা। (ছবি- আইপিএল)

RCB’s Leadership Drama: Why Virat Kohli Didn’t Want to Captain Again! রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) নতুন ক্রিকেটার জিতেশ শর্মা জানালেন, তিনি আগেই বুঝতে পেরেছিলেন যে বিরাট কোহলি আরসিবির অধিনায়কত্ব ফিরিয়ে নিতে চান না। 

Advertisment

২০১৩ থেকে ২০২১ পর্যন্ত আরসিবির নেতৃত্বে ছিলেন কোহলি, তবে ২০২১ সালে তিনি অধিনায়কত্ব ছেড়ে দেন ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে। ২০২৪ সালে RCB ফাফ ডু প্লেসিসকে ছেড়ে দেওয়ার পর গুঞ্জন উঠেছিল, হয়তো কোহলি আবার দলকে নেতৃত্ব দেবেন।

কোহলি কেন অধিনায়ক হতে চাননি? জিতেশ শর্মার বক্তব্য

এই প্রসঙ্গে ক্রিক্সট্যাসি পডকাস্টে জিতেশ শর্মা বলেন, 'সকলের মত আমিও ঘোষণা হওয়ার পরই জানতে পারি যে রজত পাতিদার অধিনায়ক হচ্ছেন।' জিতেশ শর্মা আরও বলেন, 'যদি কেউ ক্রিকেটটা খেলে, তবে সে কিছু বিষয় বুঝতে পারে। বিরাট ভাই অধিনায়ক হতে চাননি– সেটা আমি বুঝতে পেরেছিলাম। আমি জানি না কেন অধিনায়ক হতে চাননি, কারণ আমি ম্যানেজমেন্টের অংশ নই। তবে গত ২-৩ বছর ধরে তিনি নেতৃত্ব দেননি, তাই মনে হয়েছিল এবারও দেবেন না।' 

Advertisment

কোহলির বদলে পাতিদার অধিনায়ক কেন?

এই ব্যাপারে আরসিবি (RCB)-র ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট বলেন, 'বিরাট কোহলি অবশ্যই নেতা হিসেবে ভাবনার মধ্যে ছিলেন। কিন্তু, রজত পাতিদারের প্রতিও প্রচুর ভালোবাসা রয়েছে। কোহলির জন্য ক্যাপ্টেনের ট্যাগ লাগানোর দরকার নেই– কারণ তিনি স্বভাবেই একজন নেতা।' 

১১ কোটি টাকায় আরসিবিতে যোগ দেওয়া জিতেশ কী বললেন?

আরসিবির নতুন উইকেটকিপার-ব্যাটার জিতেশ শর্মা (১১ কোটি টাকায় কেনা হয়েছে) জানান, 'রজত অনেক বছর ধরে আরসিবিতে খেলছে, ও অধিনায়কত্বের যোগ্য। আমি ওঁর পাশে থেকে ওঁকে সাহায্য করব।'

আরও পড়ুন-  লখনউ সুপার জায়ান্টসে আদৌ যোগ দিচ্ছেন শার্দুল ঠাকুর? পোস্ট মুছতেই তুঙ্গে জল্পনা!

ভক্তদের প্রশ্ন: কোহলি কি ভবিষ্যতে নেতৃত্বে ফিরবেন?

কোহলি ২০২১ সালের পর থেকে আরসিবির অধিনায়ক হননি এবং ২০২৪ টি-২০ বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে ভক্তরা এখনও আশায় আছেন, কোহলি ভবিষ্যতে আরসিবির দায়িত্ব নিতে পারেন! কোহলি ভক্তদের একাংশ আবার তাঁদের প্রিয় তারকাকে আরসিবির কোচ বা মেন্টর হিসেবেও দেখতে চান। তবে, সেটা অবসরের পরে। কোহলি ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন, জাতীয় দল বা একদিনের ক্রিকেট থেকে আপাতত তাঁর অবসর নেওয়ার প্রশ্ন নেই। তবে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি গতবছর টি-২০ বিশ্বকাপ  জয়ের পরই অবসর  নিয়েছেন।

cricket IPL Cricket News Indian Premier League (IPL) Royal Challengers Bangalore Royal Challengers Bengaluru RCB