Advertisment

FIFA 2018 World Cup Final: এমবাপের জন্য ফের মাঠে নামতে চাইছেন পেলে

রাশিয়া বিশ্বকাপের শুরু থেকেই ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের সঙ্গে তুলনা টানা হচ্ছিল ফ্রান্সের তরুণ তারকা কিলিয়ান এমবাপের। ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপ হাতে নিয়ে এমবাপে বুঝিয়ে দিলেন তুলনা কত’টা প্রাসঙ্গিক।

author-image
IE Bangla Web Desk
New Update
Kylian Mbappe

FIFA 2018 World Cup Final: এমবাপের জন্য ফের মাঠে নামতে চান পেলে।

রাশিয়া বিশ্বকাপের শুরু থেকেই ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের সঙ্গে তুলনা টানা হচ্ছিল ফ্রান্সের তরুণ তারকা কিলিয়ান এমবাপের। ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপ হাতে নিয়ে এমবাপে বুঝিয়ে দিলেন তুলনা কত’টা প্রাসঙ্গিক।

Advertisment

রবিবাসরীয় ফাইনালের ৬৫ মিনিটে এমবাপে গোল করেন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। ১৯৫৮ বিশ্বকাপে পেলেও ফাইনালে গোল করেছিলেন। তখন তাঁর বয়স ছিল ১৭। এমবাপের বয়স ১৯। ৬০ বছর পর বিশ্বকাপের ফাইনালে ফের এক তরুণের পা থেকে গোল এল। আর সেই নজির গড়লেন এমবাপে।

আরও পড়ুন: FIFA World Cup 2018 Awards: বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

১৯৫৮-র বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলে স্টার হয়ে গিয়েছিলেন পেলে। টুর্নামেন্টে হাফ ডজন গোল করেছিলেন তিনি। আর এমবাপে বিশ্বকাপ শেষ করলেন চার গোলে। হয়ে গেলেন টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলার। এমবাপের প্রশংসায় এক মজার টুইট করলেন তিনবারের বিশ্বকাপ জয়ী ফুটবলের সম্রাট। পেলে লিখলেন, “ কিলিয়ান যদি এভাবে আমার রেকর্ড ছুঁতে আরম্ভ করে, তাহলে আমাকে ফের বুটের ধুলো ঝেড়ে মাঠে নামতে হবে।”

আরও পড়ুন :FIFA World Cup 2018: ম্যাচ পিছু পাচ্ছেন ১৬ লাখ টাকা, পুরোটাই চ্যারিটি করবেন এমবাপে

রাশিয়া বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে এহেন এমবাপের জোড়া গোলেই ফ্রান্স ৪-৩ হারিয়ে দিয়েছিল আর্জেন্তিনাকে। তখনই পেলের একটা রেকর্ডে ভাগ বসান এমবাপে।পেলের পর দ্বিতীয় তরুণ ফুটবলার হিসেবে বিশ্বকাপে জোড়া গোল করেন এমবাপে। পেলে তখনও তাঁকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন। সেবারও মজা করে পেলে লিখেছিলেন, এমবাপের এই ফর্ম যেন ব্রাজিলের বিরুদ্ধে না-দেখা যায়।

Advertisment