/indian-express-bangla/media/media_files/2025/06/27/vinicius-junior-2025-06-27-13-40-41.jpg)
ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিশিয়াস জুনিয়র
Real Madrid Win: ক্লাব ফুটবল বিশ্বকাপে (FIFA Club World Cup 2025) আপাতত অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে রিয়াল মাদ্রিদ। শুক্রবার তারা অস্ট্রিয়ার ক্লাব সালজবার্গের বিরুদ্ধে খেলতে নেমেছিল। ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ডে এই ম্যাচের আয়োজন করা হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে জয়লাভ করেছে। রিয়ালের হয়ে একটি করে গোল করেন ভিনিশিয়াস জুনিয়র (Vinicius Junior), ফেডেরিকো ভালভার্দে এবং গঞ্জালো গার্সিয়া। আর এই জয়ের পাশাপাশি চলতি বিশ্বকাপের শেষ ১৬-য় নিজেদের আসন পাকা করে ফেলল রিয়াল মাদ্রিদ।
এই টুর্নামেন্টে গ্রুপ এইচের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ। তিন ম্য়াচে তারা মোট ৭ পয়েন্ট সংগ্রহ করেছে। আর সেকারণেই নিশ্চিত হয়ে গিয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালের টিকিট। অপর ম্য়াাচে মেক্সিকোর ফুটবল ক্লাব পাচুকাকে ২-০ গোলে পরাস্ত করেছে আল হিলাল। ৫ পয়েন্ট নিয়ে তারাও শেষ ১৬-র আসন কনফার্ম করেছে। অন্যদিকে, গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল সালজবার্গ ও পাচুকা।
Cristiano Ronaldo: নেশনস লিগ জিততেই কেন কেঁদে ফেললেন রোনাল্ডো? ফাঁস হল গোপন কথা
যাইহোক ম্য়াচের কথায় আসা যাক। এই ম্য়াচে অবিশ্বাস্য ফুটবল উপহার দিলেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিশিয়াস জুনিয়র। ৪০ মিনিটে ভিনিকে লক্ষ্য করে দুর্দান্ত একটি পাস বাড়িয়েছিলেন জুড বেলিংহাম। সেই বল রিসিভ করে বাঁ-পায়ের নিখুঁত শটে বিপক্ষের জালে বলটাকে জড়িয়ে দেন ব্রাজিলের এই উইঙ্গার। প্রথমার্ধের একেবারে শেষবেলায় দ্বিতীয় গোলটা আসে রিয়াল মাদ্রিদের। অতিরিক্ত সময়ে ভালভার্দেকে একটি দারুণ ব্যাক হিল পাস বাড়ান সেই ভিনি। সেই পাসকে কাজে লাগিয়ে উরুগুয়ের ফুটবলারের গোল করতে কোনও সমস্যা হয়নি।
ভিনিশিয়াসের ব্যাক হিল পাস দেখে মুগ্ধ সকলে
ভিনির এই ব্যাকহিল পাস অবশ্যই আলাদা প্রশংসার দাবি রাখে। কারণ অনেকেই এই পাসের সঙ্গে রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফুটবলার গুটি রডরিগেজের সঙ্গে তুলনা করতে শুরু করেন। ২০১০ সালের জানুয়ারি মাসে এমনই একটি ব্যাক হিল পাসে করিম বেঞ্জেমাকে দিয়ে গোল করিয়েছিলেন গুটি। ভিনির-র পা থেকে এমন একটি ব্যাক হিল পাস দেখার পর অনেকেই ফ্ল্যাশব্যাকে ফিরে যেতে শুরু করেছেন।
FIFA Club World Cup 2025: কেন ফিফা ক্লাব বিশ্বকাপে খেলছে না লিভারপুল? কারণ শুনলে চমকে উঠবেন
যাইহোক, ম্য়াচের দ্বিতীয়ার্ধেও রিয়াল মাদ্রিদের দাপট ছিল চোখে পড়ার মতো। যদিও তৃতীয় গোলটি আসতে প্রায় ৮৪ মিনিট কেটে যায়। সালজবুর্গের এক ডিফেন্ডার আচমকা বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করে ফেলেন। আর সেই সুযোগটাই নেয় রিয়াল। দলের স্প্যানিশ ফরোয়ার্ড গঞ্জালো গার্সিয়ার পায়ে বল আসে। তিনি গোলরক্ষকের ডান পাশ দিয়ে কার্যত লব করে বলটাকে সালজবার্গের তেকাঠির মধ্যে ঢুকিয়ে দেন।
শারীরিক অসুস্থতার কারণে এই ম্য়াচে রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে খেলতে পারেননি। কিন্তু, তাঁর অনুপস্থিতি অবশ্য রিয়াল মাদ্রিদের জয়ে কোনও প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি। প্রসঙ্গত, এই মরশুমে ভিনিশিয়াস জুনিয়র মোট ৫৫ ম্য়াচ খেলেছেন। নিজে গোল করেছেন ২২টি এবং ১৬ গোলের ক্ষেত্রে তিনি অ্যাসিস্ট করেছেন।