/indian-express-bangla/media/media_files/2025/06/09/OMREuBF4wz7l6t3hkBdG.jpg)
ট্রফি জয় করার পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Cristiano Ronaldo: দ্বিতীয়বার উয়েফা নেশনস লিগ (UEFA Nations League 2025) জয় করল পর্তুগাল ফুটবল দল (Portugal Football Team)। ইতিপূর্বে, ২০১৯ সালে তারা এই খেতাব জয় করেছিল। এই জয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে অন্যতম সেরা প্রাপ্তি, সেকথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এমনকী তিনি নিজেও স্বীকার করেছেন, ক্লাব ফুটবলে তিনি যতগুলো খেতাব জয় করেছেন, তার চেয়ে অনেক মূল্যবান এই ট্রফি।
রোনাল্ডো ইতিমধ্যে ৪০ বছর বয়সে পা রেখেছেন। এরমধ্যে ২৩ বছরের বর্ণাঢ্য ফুটবল কেরিয়ার। এই ২৩ বছরে তিনি ক্লাব ফুটবলে ছোট-বড় মিলিয়ে মোট ৩২টি ট্রফি জয় করেছেন। আর পর্তুগালের হয়ে তিনি এই নিয়ে তৃতীয়বার জয় করলেন। প্রসঙ্গত, ২০১৬ সালে তিনি প্রথমবার এই খেতাব জয় করেছিলেন।
Cristiano Ronaldo: ক্লাব বিশ্বকাপে খেলতেই কি আল-নাসের 'অধ্যায় শেষ' করলেন রোনাল্ডো?
টাইব্রেকারে জয় পর্তুগালের
রবিবাসরীয় রাতে স্পেন এবং পর্তুগালের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। শেষপর্যন্ত টাইব্রেকারে এই ম্য়াচের ফলাফল নির্ধারিত হয়। এই ম্য়াচে পর্তুগিজ আর্মাডা ৫-৩ গোলে জয়লাভ করেছে। ইতিপূর্বে, ১২০ মিনিটের খেলায় দুটো দলই জোড়া গোল করেছিল। সবথেকে বড় কথা, এই ম্য়াচে পর্তুগাল ২ বার পিছিয়ে পড়েছিল। কিন্তু, কীভাবে ফিরে আসতে হয়, সেটা দেখিয়ে দিল পর্তুগাল। প্রথমে সমতা ফেরালেন নুনো মেন্ডেজ এবং দ্বিতীয়বার খোদ রোনাল্ডো।
কান্না. ভেঙে পড়লেন রোনাল্ডো
অন্তিম ফলাফল ঘোষণা হতে না হতেই কান্নায় ভেঙে পড়েন রোনাল্ডো। এ কান্না আনন্দের, এ কান্না সাফল্যের। সিআর সেভেন বললেন, 'এই মুহূর্তে আমার যে কতখানি আনন্দ হচ্ছে, সেটা মুখে বলে প্রকাশ করতে পারব না। বর্তমান প্রজন্মের কথা ভেবে খুব ভাল লাগছে। ওরা একটা বড় শিরোপার যোগ্য ছিল। এটা আমার পরিবারের কাছেও অনেক বড় প্রাপ্তি। আমার স্ত্রী, সন্তান, ভাই এবং বন্ধুরা এই ম্য়াচ দেখতে এসেছে।'
কেন কেঁদে ফেললেন রোনাল্ডো?
সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'পর্তুগালের জার্সিতে কোনও ম্য়াচে জয়, আমার কাছে সবসময়ই যথেষ্ট গুরুত্বপূর্ণ। ক্লাবের হয়ে আমি একাধিক ট্রফি জয় করেছি। কিন্তু, পর্তুগালের জয়ের চেয়ে বড় জয় আমার কাছে আর কিছু নেই। আর তাই কেঁদে ফেলেছি। এটা আনন্দের জল। এই জয়টা আমার কর্তব্য।'