New Update
/indian-express-bangla/media/media_files/2025/03/07/RXH6a7BbHjt1qIK9i1LC.jpg)
FIFA Club World Cup: ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফি সব অংশগ্রহণকারী ক্লাবে ঘুরছে। জুনে এই প্রতিযোগিতার আগে ফুটবল ভক্তদের পুরস্কার দেখার সুযোগ দেওয়া হচ্ছে। (ছবি- ফিফা)
FIFA Club World Cup: ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফি সব অংশগ্রহণকারী ক্লাবে ঘুরছে। জুনে এই প্রতিযোগিতার আগে ফুটবল ভক্তদের পুরস্কার দেখার সুযোগ দেওয়া হচ্ছে। (ছবি- ফিফা)
FIFA Eyes 64-Team Expansion for 2030 World Cup – Major Football Shift: আগামী ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে ৬৪ দলকে অন্তর্ভুক্ত করার কথা ভাবছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। বিশ্বকাপ ইতিমধ্যেই ৩২ থেকে ৪৮ দলের টুর্নামেন্ট হয়ে গিয়েছে। আগামী বছরের যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় হতে চলা আসরেই ৪৮টি দল খেলবে। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপের শতবার্ষিকী উপলক্ষে তারা সেবারের টুর্নামেন্ট ৬৪ দলের মধ্যে করার প্রস্তাব বিবেচনা করছে। ২০৩০ বিশ্বকাপ আয়োজিত হবে মরক্কো, স্পেন এবং পর্তুগালে।
এর পাশাপাশি, ১৯৩০ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ ছিল উরুগুয়ে, সেবার আর্জেন্তিনাকে ফাইনালে হারিয়ে উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। আর প্যারাগুয়েতে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনের অফিস। তাই দক্ষিণ আমেরিকার এই তিনটি দেশকেও ২০৩০ বিশ্বকাপ আয়োজনের সঙ্গে যুক্ত করা হয়েছে। ফিফার তরফেই জানানো হয়েছে, বিশ্বকাপ আয়োজনের শততম বর্ষে মোট ৬টি দেশে হবে আয়োজন।
ফিফার একজন মুখপাত্র সংবাদ সংস্থাকে বলেন, 'আগামী বছরের বিশ্বকাপ ইতিমধ্যেই ৩২ দল থেকে ৪৮ দলের করা হয়েছে। ২০৩০ সালের ফিফা বিশ্বকাপকে ৬৪ দলের করার প্রস্তাব ফিফা কাউন্সিলের এক সদস্য স্বতঃস্ফূর্তভাবে উত্থাপন করেছিলেন। সেটা গত ৫ মার্চ, বুধবার। ওই দিন ফিফা কাউন্সিলের বৈঠক হয়েছে। সেই সভার বিবিধ এজেন্ডার শেষের দিকে প্রস্তাবটি উঠেছে। ফিফার দায়িত্বই হল, তাদের কাউন্সিল সদস্যদের দেওয়া যে কোনও প্রস্তাব বিশ্লেষণ এবং বিবেচনা করা।'
বৃহস্পতিবার সংবাদমাধ্যম জানিয়েছে, উরুগুয়ের প্রতিনিধি ইগনাসিও আলোনসো এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। প্রস্তাবটি পেশের পর অনেক প্রতিনিধিই নাকি অবাক হয়ে গিয়েছিলেন। বেশিরভাগই এনিয়ে কিছু মতামত দেননি। কিন্তু, তিন জন বক্তব্য পেশ করেছেন। ফলে, ফিফা বিষয়টি নিয়ে আলোচনা করবে। সবচেয়ে বড় কথা, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবটা বেশ ভালো লেগেছে। তিনি জানিয়েছেন, প্রস্তাবটা অত্যন্ত আকর্ষণীয়। তাই সেটা আরও ভালোভাবে বিবেচনা করা উচিত।
আরও পড়ুন- সুনীলের প্রত্যাবর্তন! আট মাসের অবসর ভেঙে ফের জাতীয় দলে ছেত্রী
অংশগ্রহণকারী দেশের সংখ্যা বাড়লে বিশ্বকাপের মূল পর্বে ম্যাচ সংখ্যাও বাড়বে। ২০২৬ সালেই ম্যাচ সংখ্যা বেড়ে ১০৪ হচ্ছে। ২০৩০-এ স্বভাবতই সেটা অনেকটাই বাড়বে। এই পরিস্থিতিতে ফিফার অতীতের সিদ্ধান্তগুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইউরোপের ফুটবল সংস্থা। ফিফায় প্রস্তাব উঠেছিল, বিশ্বকাপ চার বছরের বদলে দুই বছর অন্তর করা হোক। সেই প্রস্তাব ইউরোপীয় ফুটবল কর্তাদের বিরোধিতায় শেষ পর্যন্ত বাতিল হয়ে গিয়েছে।