/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/06/FIFA-World-Cup-2018-Round-of-sixteen.jpg)
FIFA World Cup 2018: দেখে নিন ভারতীয় সময়ে কোয়ার্টার ফাইনালের পূর্ণ সূচি
ক্রমেই ছোট হচ্ছে বিশ্বকাপ। গত ১৪ জুন শুরু হওয়া ৩২ দলের লড়াই এখন দাঁড়িয়েছে আট দলের মধ্যে। প্রি-কোয়ার্টারের পালা শেষ হয়েছে গত মঙ্গলবার। আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকে শুরু ব্লকবাস্টার কোয়ার্টার ফাইনাল।
এখন শুরু শেষ চারে ওঠার লড়াই। সেমি ফাইনালের আসন সংরক্ষণ করার জন্য রণক্ষেত্রে নামবে উরুগুয়ে, ফ্রান্স, ব্রাজিল, বেলজিয়াম, সুইডেন, ইংল্যান্ড, রাশিয়া ও ক্রোয়েশিয়া। দেখে নেওয়া যাক শেষ আটে কবে, কোথায় কার সঙ্গে খেলবে কারা।
#WorldCup Quarter-Finals:
???? Friday
???????? Uruguay vs France ????????
???????? Brazil vs Belgium ???????????? Saturday
???????????????????????????? England vs Sweden ????????
???????? Russia vs Croatia ????????— FIFA World Cup (@WorIdCupUpdates) July 3, 2018
প্রথম ম্যাচ,৬ জুলাই, শুক্রবার: উরুগুয়ে বনাম ফ্রান্স, সন্ধে সাড়ে সাতটা। ভেন্যু, নিঝনি নভগোরদ স্টেডিয়াম। নক-আউটে উরুগুয়ে২-১ হারিয়েছে পর্তুগালকে । ফ্রান্স ৪-৩ হারিয়েছে আর্জেন্তিনাকে।
দ্বিতীয় ম্যাচ, ৬ জুলাই, শুক্রবার: ব্রাজিল বনাম বেলজিয়াম, রাত সাড়ে এগারোটা। ভেন্যু, কাজান এরিনা। নক-আউটে ব্রাজিল ২-০ হারিয়েছে মেক্সিকোকে।বেলজিয়াম ৩-২ হারিয়েছে জাপানকে।
তৃতীয় ম্যাচ, ৭ জুলাই, শনিবার: সুইডেন বনাম ইংল্যান্ড, সন্ধে সাড়ে সাতটা। ভেন্যু, সামারা এরিনা। সুইডেন ১-০ জিতেছিল সুইজারল্যান্ডের বিরুদ্ধে। ইংল্যান্ড টাই-ব্রেকারে ৪-৩ জিতেছিল কলম্বিয়ার বিরুদ্ধে।
চতুর্থ ম্যাচ, ৭ জুলাই, শনিবার: রাশিয়া বনাম ক্রোয়েশিয়া, রাত সাড়ে এগারোটা। ভেন্যু, ফিস্ত স্টেডিয়াম। স্পেনকে হারিয়ে শেষ আটে এসেছে রাশিয়া। পেনাল্টি শুট আউটে ৪-৩ জেতে আয়োজক দেশ। ক্রোয়েশিয়া টাই-ব্রেকারে ডেনমার্ককে ৩-২ হারিয়েছিল।