FIFA World Cup 2018 Argentina vs Iceland: ফুটবল বিশ্বকাপের সময় সারা পৃথিবী মূলত দু’ভাগে বিভক্ত হয়ে যায়। ব্রাজিল-আর্জেন্তিনার নামেই জয়ধ্বনি তোলেন এই খেলার অধিকাংশ ফ্যানেরাই।
শনিবার বিশ্বকাপ অভিযানে নামছে আর্জেন্তিনা। সবার চোখ একজন ফুটবলারের দিকেই। এই গ্রহের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসিকে ঘিরেই উত্তেজনার পারদ চড়ছে। চারদিকে শুধু একটাই নাম, এলএম টেন। আর্জেন্তিনার আশা-ভরসা এই মানুষটাকে ঘিরেই। মনে রাখবেন, গতবার ফাইনালে উঠেও পারেনি আর্জেন্তিনা।
আরও পড়ুন: FIFA World Cup 2018: মেসির হ্যাটট্রিকে হাইতি বধ আর্জেন্তিনার
এবার মরণকামড় দেবেন মেসি। এমনটাই মত ফুটবলমহলের। স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করেই হাজার ওয়াটের আলো জ্বেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার কি মেসির পালা? উত্তর মিলবে আর কয়েকঘন্টায়। আর্জেন্তিনার প্রতিপক্ষ আজ আইসল্যান্ড। বিশ্বকাপের ইতিহাসে ক্ষুদ্রতম দেশ হিসেবেই অভিষেক হচ্ছে তাদের। ইউরো কাপে দুরন্ত ফুটবলে চমকে দিয়েছিলেন জিলফি সিগুর্দসনরা। যদিও আর্জেন্তিনা তাদের থেকে ধারে, ভারে সবদিকেই এগিয়ে, তবুও মেসিদের বিরুদ্ধে চমকে দেওয়ার ক্ষমতা রাখেন বরফ দেশের দৈত্যরা।
এই প্রথম মুখোমুখি হচ্ছে আর্জেন্তিনা-আইসল্যান্ড
ইউরোপিয়ান প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে শেষ সাতটি বিশ্বকাপ গ্র্প ম্যাচের মধ্যে আর্জেন্তিনা এখন পর্যন্ত একটাই হেরেছে। চারটিতে জয় এবং দু’টো ম্যাচে ড্র হয়েছে। ২০০২-তে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেছিল তারা।
এখনও পর্যন্ত ১৭ বার বিশ্বকাপে কোয়ালিফাই করেছে আর্জেন্তিনা। এই নিয়ে টানা ১২ বার খেলছে তারা। ১৯৭৮ থেকে একমাত্র জার্মানি (পাঁচবার) আর্জেন্তিনার (চারবার) থেকে বেশিবার বিশ্বকাপ ফাইনাল খেলেছে।
আরও পড়ুন: FIFA World Cup 2018: Group of Death নয়, রাশিয়ায় এবার Groups of Death
আর্জেন্তিনা শেষ তিনটে বিশ্বকাপেই গ্র্প শীর্ষ হয়েই পরের রাউন্ডে গিয়েছে। শেষ ছ’টি বিশ্বকাপেই প্রথম ম্যাচ জিতেছে তারা।
আইসল্যান্ড ইউরো ২০১৬-র পর দ্বিতীয় মেজর টুর্নামেন্টে খেলতে নামছে। ইউরোতে শেষ আটে উঠেছিল তারা।
আইসল্যান্ডের জনবসতি ৩ লক্ষ ৩৪ হাজার। জিলফি সিগুর্দসনের পারফরম্যান্সে ভর করেই এগিয়ে যেতে চায় তারা।