গ্রুপ ই থেকে কে পরবর্তী রাউন্ডে তার ভাগ্যপরীক্ষা হবে আজই। আজ বুধবার ব্রাজিলের প্রতিপক্ষ সার্বিয়া আর সুইজারল্যান্ডের মুখোমুখি হতে চলেছে কোষ্টা রিকা।
ব্রাজিল এবং সুইজারল্যান্ড দুই দলেরই সংগ্রহে আপাতত চার পয়েন্ট, এবং সার্বিয়ার ঝুলিতে রয়েছে তিন পয়েন্ট।
পরবর্তী রাউন্ডে যেতে হলে মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে আজকের ম্যাচ জিততেই হবে সার্বিয়াকে। সুইজারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচটি বাদ দিলে এই বিশ্বকাপে তারা বেশ ভালই খেলেছে।
সুইজারল্যান্ডের বিরুদ্ধে ১-১ গোলে ম্যাচ ড্র করে খানিকটা মুষড়ে পড়লেও ব্রাজিল দল আপাত ছন্দে ফিরেছে কোস্টা রিকাকে ২-১ গোলে হারাবার পর। তবে ব্রাজিলের আকাশজুড়ে এখনও শঙ্কার মেঘ। কোস্টা রিকা ম্যাচে আহত হবার দরুন দলের অন্যতম উইঙ্গার ডগলাস কোস্তাকে ছাড়াই আজ মাঠে নামবে নেইমার-কুটিনহোরা।
অন্যদিকে সুইজারল্যান্ডের কাছে শোচনীয় হারের পর পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে শেষ কামড় দেবার মরীয়া চেষ্টা চালাবে দল সার্বিয়া। কোস্টা রিকা আজ সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ড্র করতে না পারলে সার্বিয়াকে লড়াইয়ে টিকে থাকতে জিততেই হবে আজকের ম্যাচ।
আরও পড়ুন- FIFA World Cup 2018: উত্তরের এই পাড়া যেন একটুকরো রিও
তবে আজকের ম্যাচে এ সেলেকাওরা সামান্য চাপে থাকলেও কোস্টা রিকা ম্যাচে দুরন্ত জয়ের পর তারা যথেষ্ট আত্মবিশ্বাসী থাকবে। সার্বিয়া আজকের ম্যাচে জিতবার জন্য আপ্রান চেষ্টা চালাবে এই ধারনায় তিতে ছকে বদল আনতেই পারেন। সেক্ষেত্রে ব্রাজিলের পরিচিত আক্রমণাত্মক ছকের বদলে দলের রক্ষনভাগ আরও শক্তিশালী করে মাঝমাঠে জোর বাড়াবে।
কে হাসবে শেষ হাসি? স্টোইকোভিক-মিত্রোভিকরা নাকি নেইমার-কুটিনহোদের সাম্বা দল? সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে আজ রাত ১১.৩০টা অবধি।