Advertisment

FIFA WORLD CUP 2018:বেনজির! দল নির্বাচনে থ্রি লায়ন্সের গর্জন ফেসবুক ভিডিওয়

FIFA WORLD CUP 2018: চমৎকার ফেসবুক ভিডিও বানিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল ইংল্যান্ড! বেনজির এই ভিডিও দেখুন এখানেও!

author-image
IE Bangla Web Desk
New Update
England FB video

দেখুন ফেসবুকে কী সুন্দর ভিডিও বানিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল ইংল্যান্ড!

১৯৯৬-র বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড ২৩ জনের সম্ভাব্য দল বেছে নিয়েছে রাশিয়ার জন্য। দলে তারুণ্যেরই আধিক্য। এমনকি আনকোরা মুখদেরও সুযোগ দিয়েছেন সাউথগেট। ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড, নিক পোপ ও চেলসির রুবেন লোফটাস-চিকরা এসেছেন।

Advertisment

টুর্নামেন্টের ইতিহাসে এটাই ইংল্যান্ডের তৃতীয় কনিষ্ঠতম দল। বিশ্বকাপের দল ঘোষণার দিন ইংল্যান্ড তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানেই ঘোষিত হয়েছে ২৩ সদস্যের স্কোয়াড।

আরও পড়ুন,FIFA WORLD CUP 2018: ২৩ জনের বিশ্বকাপের দলে নেইমার ছাড়া আর কারা?

ইংল্যান্ড পুরো দল

গোলকিপার: জ্যাক বাটল্যান্ড (স্টোক সিটি), জর্ডন পিকফোর্ড (এভার্টন), নিক পোপ (বার্নলে)

ডিফেন্ডার: ট্রেন্ট আলেক্সজান্দার-আর্নল্ড (লিভারপুল), গ্যারি কাহিল (চেলসি), ফাবিয়ান ডেলফ (ম্যাঞ্চেস্টার সিটি), ফিল জোনস (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), হ্যারি ম্যাগুয়ের (লেস্টার সিটি), ড্যানি রোজ (টটেনহ্যাম হটস্পার), জন স্টোনস (ম্যাঞ্চেস্টার সিটি), কিয়েরান ট্রিপিয়ার (টটেনহ্যাম), কাইল ওয়াকার (ম্যাঞ্চেস্টার সিটি), অ্যাশলে ইয়ং (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড)

মিডফিল্ডার: ডেলি আলি (টটেনহ্যাম), এরিক ডিয়ের (টটেনহ্যাম), জর্ডন হেন্ডারসন (লিভারপুল), জেসে লিনগার্ড (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), রুবেন লোফটাস চিক (চেলসি)

ফরোয়ার্ড: হ্যারি কেন (টটেনহ্যাম), মার্কাস র‌্যাশফোর্ড, রহিম স্টারলিং (ম্যাঞ্চেস্টার সিটি), জেমি ভার্ডি (লেস্টার সিটি), ড্যানি ওয়েলব্যাক (আর্সেনাল)

অন স্ট্যান্ডবাই: লুইস কুক (বোর্নমাউথ), টম হিটন (বার্নলে), অ্যাডাম লালানা (লিভারপুল), জ্যাক লিভারমোর (ওয়েস্ট ব্রোমউইচ অ্য়ালবিওন), জেমস টারকোস্কি (বার্নলে)

FIFA WORLD CUP 2018 England
Advertisment