Advertisment

FIFA World Cup 2018: গিমেনেজের মাথায় উরুগুয়ের জয়গাথা, ইরানকে জয় উপহার মরক্কোর

গতকাল স্পেন-পর্তুগাল মহারণই ছিল বিশ্বকাপের ফ্রাইডে ব্লকব্লাস্টার। কিন্তু তার আগেও জোড়া ম্যাচে চোখ ছিল ফুটবল ফ্যানেদের। উরুগুয়ের বিরুদ্ধে নেমেছিল মিশর। মরক্কো খেলল ইরানের বিরুদ্ধ।

author-image
IE Bangla Web Desk
New Update
Match highlights

FIFA World Cup 2018: গিমেনেজের মাথায় উরুগুয়ের জয়গাথা, ইরানকে জয় উপহার মরক্কোর

গতকাল স্পেন-পর্তুগাল মহারণই ছিল বিশ্বকাপের ফ্রাইডে ব্লকব্লাস্টার। কিন্তু তার আগেও জোড়া ম্যাচে চোখ ছিল ফুটবল ফ্যানেদের। উরুগুয়ের বিরুদ্ধে নেমেছিল মিশর। মরক্কো খেলল ইরানের বিরুদ্ধ।

Advertisment

উরুগুয়ে আর মিশরের ম্যাচটা মূলত লাইমলাইটে এসেছিল একটা মানুষের জন্যই। তিনি মিশরের মুকুট-হীন সম্রাট মহম্মদ সালাহ। শেষ মরসুমে লিভারপুলের জার্সিতে ৪৪টি গোল করে বর্ষসেরা ফুটবলার হওয়ার পর থেকেই ফুটবলবিশ্বের অন্যতম চর্চিত বাসিন্দা হয়ে যান। কিন্তু ২৬ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সের্জিও র‌্যামোসের কড়া ট্যাকেলে চোখের জলেই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। এই চোটের পর থেকেই সালাহর জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

আরও পড়ুন: FIFA World Cup 2018 Egypt vs Uruguay: উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামছেন মহম্মদ সালাহ

প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পর মিশর এবছর ফের বিশ্বকাপ খেলল। তারা শেষ বিশ্বকাপ খেলেছিল ১৯৯০ সালে। উরুগুয়ে-মিশর ম্যাচের ২৪ ঘণ্টা আগেও খবর ছিল যে, সালাহ ফিট, তিনি খেলবেন। কিন্তু এদিন তাঁকে মাঠে নামাননি কোচ হেক্টর কুপার। এই ম্যাচটা প্রায় ড্র হতেই বসেছিল। কিন্তু ৮৯ মিনিটে সব হিসেব বদলে দেন জোসে গিমিনেজ। কার্লোস স্যাঞ্চেজের ভাসানো ফ্রি-কিক থেকে মাথা ছুঁইয়ে গোল করে বেরিয়ে যান তিনি। গিমিনেজের সৌজন্যেই উরুগুয়ে শেষ মুহূর্তের গোলে ১-০ জিতে যায়।

অন্যদিকে মরক্কো বনাম ইরান ম্যাচ ৯৪ মিনিট পর্যন্ত নিস্ফলাই ছিল। কিন্তু অতিরিক্ত সময়ের পাঁচ মিনিটের মধ্যে আজিজ বুহাদুজ হেড করে নিজের গোলেই বল জড়িয়ে দেন। বল ক্লিয়ার করতে গিয়েই বিপত্তি ডেকে আনেন সেন্ট পিটার্সবার্গে। মরক্কোর আত্মঘাতী গোলই ইরানকে জয় উপহার দিয়ে দিল।

Advertisment