অস্ট্রেলিয়াকে চুরমার করে ৪ গোল ফ্রান্সের! দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু গতবারের চ্যাম্পিয়নদের

অস্ট্রেলিয়াকে দুমড়ে মুচড়ে জয় পেল ফ্রান্স

অস্ট্রেলিয়াকে দুমড়ে মুচড়ে জয় পেল ফ্রান্স

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ফ্রান্স: ৪ (রাবিয়ত, জিরুদ-২, এমবাপে)
অস্ট্রেলিয়া: ১ (গডউইন)

ওয়ার্ল্ড কাপের তৃতীয় দিনের শুরুটা আর্জেন্টিনার মহা-অঘটনের হারে শুরু হলেও বাকি দিন শেষ হল কোনও অঘটন ছাড়াই। লেওয়ানডস্কি পেনাল্টি মিস করলেন। পোল্যান্ড-মেক্সিকো ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হল। দিনের শেষ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স ৪-১ গোলে বিধ্বস্ত করল অস্ট্রেলিয়াকে।

Advertisment

ম্যাচে প্ৰথমেই গোল হজম করে বসেছিল ফ্রান্স। নয় মিনিটের মধ্যেই ০-১ পিছিয়ে যাওয়ায় নতুন করে অঘটনের ইঙ্গিত পেয়েছিল বিশ্বকাপ। তবে সেখান থেকে কামব্যাক করে ফ্রান্স গ্রুপ-ডি'র ম্যাচে বিধ্বস্ত করল অস্ট্রেলিয়াকে।

আরও পড়ুন: আর্জেন্টিনা হারতেই জার্সি বদল মেসি-সমর্থকদের! বিড়ম্বনা থেকে বাঁচতে একী কাণ্ড, দেখুন ভাইরাল ভিডিও

Advertisment

করিম বেনজিমার অনুপস্থিতিতে কিলিয়ান এমবাপে একটি গোল করেন। জিরুদ জোড়া গোল করে যান। জিরুদের দ্বিতীয় গোলে এসিস্ট এমবাপের। জাতীয় দলের হয়ে সবমিলিয়ে ৫১ গোল হয়ে গেল তারকা স্ট্রাইকারের। ছুঁয়ে ফেললেন থিয়েরি অরির গোলসংখ্যা।

গত ওয়ার্ল্ড কাপে গোলই করতে পারেননি আর্সেনালের এই প্রাক্তনী। শনিবার ডেনমার্কের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। সেই ম্যাচে অরিকে পিছনে ফেলার মোক্ষম সুযোগ পাবেন তিনি।

ম্যাচের নয় মিনিটেই উইঙ্গার ম্যাথু লকির পাস থেকে সকারুজদের এগিয়ে দিয়েছিলেন ক্রেগ গডউইন। ২৭ মিনিটে শক্তিশালী হেডে ফরাসি মিডফিল্ডার আদ্রিয়ান রাবিয়ত সমতা ফেরান। তারপরে জিরুদের প্ৰথম গোলে সহায়তাও করেন তিনি।

আরও পড়ুন: মেসিকে তীব্র অপমান সৌদি সমর্থকদের! বিরাট অঘটনের পরেই রোনাল্ডোকে টেনে কটূক্তি কিংবদন্তিকে, দেখুন ভিডিও

ফ্রান্সের মাঝমাঠে এবার পল পোগবা, এনগলো কান্তের মত তারকারা নেই। ২০১৮ বিশ্বকাপ জয়ে কান্তে মাঝমাঠের ইঞ্জিন হয়ে উঠেছিলেন। তাঁদের বদলে অনেকটাই দায়িত্ব সামলাতে হচ্ছে রাবিয়তকে। সেই দায়িত্ব পালনে তিনি সফল। এমনিতেই চোটে আঘাতে জর্জরিত ফ্রান্স শিবির। একাধিক তারকা এবার নেই। ফরাসি কোচ দিদিয়ের দেশ এবার পাবেন না লুকাস হার্নান্দেজকেও। অস্ট্রেলিয়া ম্যাচেই তিনি হাঁটুতে চোট পেয়ে বসলেন।

france Australia FIFA World Cup. Football FIFA World Cup Qatar World Cup 2022