Advertisment

বিশ্বকাপ ও এশিয়ান কাপের কোয়ালিফায়ার স্থগিত

২০০২-এর সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়া আট পয়েন্ট নিয়ে গ্রুপ এইচে উত্তর কোরিয়া এবং লেবাননের সঙ্গে একই জায়গায়। শীর্ষে তুর্কিমেনিস্তান।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

২০২২ এর বিশ্বকাপ এবং ২০২৩ এর এশিয়ান কাপের যোগ্যতা নির্ণায়ক পর্ব বাতিল করল এশিয়ান ফুটবল সংস্থা। এএফসি ও ফিফা-র তরফে যৌথ বিবৃতি প্ৰকাশ করে বুধবার জানানো হয়েছে করোনা অতিমারীর কারণে সবার সুস্থতার কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছর এই দুই টুর্নামেন্টের সূচি নতুন করে প্রকাশ করা হবে।

Advertisment

করা স্বাস্থ্য নিরাপত্তা সুনিশ্চিত করার পরে দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, চিনে ঘরোয়া ফুটবল শুরু হয়েছে। এশিয়া জোন থেকে বিশ্বকাপের কোয়ালিফায়িং পর্বের দ্বিতীয় রাউন্ডে মোট ৪০টি দেশ অংশ নেবে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরে মার্চ ও জুনে এক প্রস্থ খেলা পিছিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন

রাজস্থান রয়্যালসের মাস্টার মাইন্ড করোনা আক্রান্ত, আইপিএল শুরুর আগেই ধাক্কা

প্রতিটি গ্রুপের প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী দল যোগ্যতা নির্ণায়ক পর্বের তৃতীয় রাউন্ডে উঠবে। গ্রুপ এফ-এ জাপান যেমন চার ম্যাচে চারটিতেই জিতে প্রথম স্থানে। একটিও গোল হজম করেনি জাপান।

২০০২-এর সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়া আট পয়েন্ট নিয়ে গ্রুপ এইচে উত্তর কোরিয়া এবং লেবাননের সঙ্গে একই জায়গায়। শীর্ষে তুর্কিমেনিস্তান।

গ্রুপ বি-তে টানা চারটে জিতে অস্ট্রেলিয়া শীর্ষে। কুয়েত ও জর্ডনের থেকে দু পয়েন্ট এগিয়ে। গ্রুপ এ-তে টানা পাঁচ ম্যাচ জিতে এক নম্বরে সিরিয়া। চীন ও ফিলিপিন্সের থেকে পয়েন্টের ফারাক আট পয়েন্টের।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Football FIFA
Advertisment