Advertisment

চ্যাম্পিয়ন হয়ে টাকার পাহাড়ে মেসির আর্জেন্টিনা! ফিফার পুরস্কার মূল্য চমকে দেবে সবাইকে

হাজার হাজার কোটি টাকা উড়ল বিশ্বকাপ ফাইনালের পর। জানুন কোন দল কত অর্থ পেল

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

যবনিকাপাত ঘটেছে বিশ্বকাপের মহামঞ্চে। ফাঁকা স্টেডিয়াম, গ্যালারি, হোটেল, রাস্তা ঘাট নিয়ে মরু রাজ্যে একা হয়ে থাকবে কাতার। এমনিতেই ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনো এবারের বিশ্বকাপকে 'বেস্ট এভার' বলে দিয়েছেন। অনেক বিতর্ক, আলোচনা সরিয়ে এবার ফাইনালের মহামঞ্চে নজর ছিল গোটা বিশ্বের। সেখানে স্বপ্নের রাতে চ্যাম্পিয়ন হয়েছে মেসির আর্জেন্টিনা।

Advertisment

লুসেইল স্টেডিয়াম অনেক স্বপ্ন যেমন বাস্তবের মাটিতে নেমে এল, তেমনই অনেক স্বপ্নের অপমৃত্যুও ঘটল। আর্জেন্টিনা এবং ফ্রান্স টুর্নামেন্টের সেরা দুই দল হিসাবেই ফাইনালের মঞ্চে পা দিয়েছে। শেষবারের মত বিশ্বকাপ জিততে মরিয়া ছিলেন লিওনেল আন্দ্রেস মেসি। তাঁর হাতে কাপ ওঠার পর আপাতত সর্বশ্রেষ্ঠ তকমা নিয়ে আর কোনও আলোচনাই হবে না। সমস্ত আলোচনায় ফুলস্টপ ফেলে দিলেন তিনি। ২০১৪-য় বিশ্বকাপ জয়ের একদম কাছে এসেও জার্মানির সুপার-তিকিতাকায় স্বপ্নভঙ্গ হয়েছিল মহানায়কের। আট বছর পর সেই শাপমোচনের সুযোগ পেলেন তিনি। শেষবারের বিশ্বকাপে।

আরও পড়ুন: মেসির ‘অপয়া’ রেফারিই বিশ্বকাপের ফাইনালের দায়িত্বে, অপছন্দের ব্যক্তিকে দেখে হয়ত খুশি নন মহাতারকা

অন্যদিকে, ২০০২-এর ব্রাজিলের পর এবার যদি ফ্রান্স নিজেদের বিশ্বকাপ খেতাব ডিফেন্ড করার সুযোগ ছিল ফরাসিদের। মেসির সরে যাওয়ার মঞ্চেই শ্রেষ্ঠ উদীয়মান মহাতারকা হিসাবে উন্মোচিত হলেন কিলিয়ান এমবাপে। যিনি একাই ম্যাচ ঘুরিয়ে দিচ্ছিলেন একক ক্যারিশমায়।

আর রবিবার ইতিহাস গড়ার মঞ্চেই বিশাল পুরস্কার জয়ের সাক্ষী থাকল গোটা বিশ্ব। আন্তর্জাতিক একাধিক প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা পুরস্কার বাবদ পেল ৪২ মিলিয়ন মার্কিন ডলার (৩৪৭ কোটি টাকা)। রানার্স আপ হিসাবে ফ্রান্স পেল ৩০ মিলিয়ন মার্কিন ডলার (২৪৮ কোটি টাকা)।

আরও পড়ুন: ফাইনালের আগেই ফ্রান্স শিবিরে অশান্তি! একনম্বর স্ট্রাইকারকে বাদ দিয়েই মেসি-বধের স্ট্র্যাটেজি কোচ দেশের

শনিবার তৃতীয় স্থান দখলের লড়াইয়ে নেমেছিল ক্রোয়েশিয়া এবং মরক্কো। তৃতীয় স্থান অর্জন করে ক্রোয়েশিয়া পেল ২৭ মিলিয়ন মার্কিন ডলার (২৩৯ কোটি টাকা)। চতুর্থ স্থানে থাকা মরক্কোর পকেটে ঢুকল ২৫ মিলিয়ন মার্কিন ডলার (২০৬ কোটি টাকা)।

কোয়ার্টার ফাইনালে যে চার দলের স্বপ্নভঙ্গ হয়েছিল সেই ব্রাজিল, নেদারল্যান্ডস, ইংল্যান্ড এবং পর্তুগাল ঘরে ফিরবে ১৭ মিলিয়ন মার্কিন ডলার নিয়ে। একইসঙ্গে প্রি কোয়ার্টার-ফাইনালে পৌঁছনো বাকি দলগুলো- মার্কিন যুক্তরাষ্ট্র, সেনেগাল, অস্ট্রেলিয়া, স্পেন, পোল্যান্ড, জাপান, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়াকে দেওয়া হবে ১৩ মিলিয়ন মার্কিন ডলার করে।

আরও পড়ুন: মেসির হাতে কাপ উঠলেও সেলিব্রেট করবে না আর্জেন্টিনায় লিওনেলের গ্রাম! কারণ জানলে দুঃখ হবে খুব

গ্রুপ পর্বে অংশগ্রহণকারী বাকি দল কাতার, ইকুয়েডর, ওয়েলশ, ইরান, উরুগুয়ে, তিউনিশিয়া, কানাডা, ডেনমার্ক, সৌদি আরব, কোস্তারিকা, জার্মানি, ক্যামেরুন, সার্বিয়া, ঘানা, মেক্সিকো পাবে ৯ মিলিয়ন মার্কিন ডলার করে।

সবমিলিয়ে টাকার ছড়াছড়ি বিশ্বকাপ ফাইনালের মঞ্চে।

Lionel Messi FIFA World Cup Argentina france FIFA FIFA World Cup. Football Qatar World Cup 2022
Advertisment