আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচে দুই দলের ফুটবলাররা বিতর্কিতভাবে মারামারিতে জড়িয়ে পড়েছিলেন। বেনজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল বিশ্বকাপ চত্ত্বর। এমন ঘটনার খতিয়ে দেখবে এবার ফিফা। বিশ্বকাপের ইতিহাসে প্ৰথমবার রেফারির ঝোলা থেকে দুই দলের ফুটবলার, কোচিং স্টাফদের জন্য বের করতে হয়েছে ১৭বার হলুদ কার্ড।
ম্যাচের পরে স্প্যানিশ রেফারিকেও একহাত নিয়েছিলেন মেসি। বলে দেন, এমন হাইভোল্টেজ ম্যাচের দায়িত্ব নেওয়ার মত যথেষ্ট যোগ্যতা নেই লাহুজের।
আরও পড়ুন: এদিকে কী দেখছ, বোকা কোথাকার! ডাচদের অসভ্যতায় ক্ষেপে লাল মেসিও, ম্যাচের পরেই তুলকালাম
"রেফারিকে নিয়ে একদম কথা বলতে পছন্দ করি না। কারণ ওঁরা পরে প্রতিশোধ নেয়। সবসময় সৎ থাকা সম্ভব হয়না। তবে ফিফার এই বিষয়ে ভাবনা চিন্তার করার প্রয়োজন রয়েছে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মত এরকম ম্যাচে এমন একজন রেফারিকে দায়িত্ব দেওয়া উচিত হয়নি।” বলে দিয়েছিলেন সুপারস্টার।
আর্জেন্টিনা সহজে জয়ের পথে পৌঁছে গিয়েছিল ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে। প্ৰথমে নাহুয়েল মলিনা আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়ার পর মেসি পেনাল্টি থেকে ২-০ করে যান। তবে ভ্যান গালের চতুর পরিবর্তনের পরে ডাচরা ৮৩ মিনিটে এক গোল শোধ করে। তারপরে আর্জেন্টিনা কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে।
আরও পড়ুন: বিশ্বকাপের অমর ম্যাচে টাইব্রেকার ক্ল্যাসিক! মেসির স্বপ্ন বাঁচিয়ে কমলা ঝড় থামালেন মার্টিনেজ
এমন টেশশনের আবহেই লিয়েন্দ্র পারেদেস স্লাইড ট্যাকেলে বল ক্লিয়ার করার পরেই পরস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার আগে শারীরিক ফুটবলে দুই দলই একের পর এক ফাউল করতে থাকে। আর চাপের মুখে আর্জেন্টিনা ২ গোলের লিডও ধরে রাখতে পারেনি। একদম শেষ মিনিটে ডাচ বাহিনী ২-২ করে দেয়। তারপরেই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময় এবং পেনাল্টি শ্যুট আউটে।
আরও পড়ুন: লাথালাথি থেকে হাতাহাতি! ভয়ঙ্কর কাণ্ডে উত্তাল আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ! দেখুন চরম ভিডিও
আর টেনশানাক্রান্ত ম্যাচ চলাকালীন তো বটেই ম্যাচ শেষে হতেও একপ্রস্থ মারামারি হয়। আর্জেন্টিনা পরিবর্ত প্লেয়ার থেকে কোচিং স্টাফ সকলেই মাঠে নেমে পড়েছিলেন ম্যাচ শেষ হতেই।
এমনিতে কোনও ম্যাচে পাঁচটি হলুদ কার্ড ফুটবলারদের দেখালেই সেই ম্যাচের শৃঙ্খলা খতিয়ে দেখে ফিফা। আর শুক্রবার রাতে বিতর্কিত ম্যাচের পরে আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডস দুই দলের শৃঙ্খলাভঙ্গের বিষয় পর্যালোচনা করা হবে। এমনটাই জানিয়েছে ফিফা।
আরও পড়ুন: চোখের জলে বিদায় নিক মেসি! আর্জেন্টিনাকে এবার চরম অভিশাপ ব্রাজিলের বিশ্বকাপ তারকার
ফিফার তদন্তে দোষী প্রমাণিত হলে দুই দলকেই ১৫ হাজার সুইস ফ্ৰা (১৬ হাজার মার্কিন ডলার) জরিমানা দিতে হতে পারে। এর আগে দলীয় স্তরে শৃঙ্খলাভঙ্গের জন্য সৌদি আরবকে দু-বার জরিমানা করেছে ফিফা।
তবে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ আরও গুরুতর। বারবার মারামারিতে জড়িয়ে পড়ার জন্য বড় অঙ্কের জরিমানা দিতে হতে পারে আলবিসিলেস্তেদের।
শাস্তি কবে ঘোষণা করা হবে, তা এখনও ফিফার তরফে বলা হয়নি। তবে বিশ্বকাপের পরেও এই শাস্তির রায় জানানো হতে পারে। মঙ্গলবারই সেমিফাইনাল যুদ্ধে আর্জেন্টিনা নামছে ক্রোয়েশিয়ার বিপক্ষে।