প্রহর পেরিয়ে আসছে বিশ্বকাপ ফাইনালের মঞ্চের। পরস্পর মুখোমুখি ফ্রান্স এবং আর্জেন্টিনা। গত ৬০ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্ৰথম দল হিসেবে খেতাব ডিফেন্ড করতে নামছে ফ্রান্স। অন্যদিকে, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মেসি, আর্জেন্টিনা কাপ জয়ের একদম মুখে দাঁড়িয়ে।
Advertisment
গোটা বিশ্ব আপাতত ফুটবল জ্বরে কাঁপছে। কে হতে পারে চ্যাম্পিয়ন, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চুলচেরা বিশ্লেষণ যেমন চলছে, তেমন ভবিষ্যতবাণীও করা চলছে উদ্দামভাবে। আর ভবিষ্যৎবাণী করছে জন্তু-জানোয়াররাও। ২০১০-এ হিট হয়েছিল পল, দ্য অক্টোপাসের ভবিষ্যৎবাণী। এবার সেই জায়গা নিয়েছে কচ্ছপ, বিড়াল, কুকুর, মাছ এবং ঈগল। টুইটারে শেয়ার করা ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে কুকুর, বিড়াল, ঈগল এবং কচ্ছপ আগাম জানিয়ে দিচ্ছে ম্যাচের ফলাফল।
রোমিও নামের ঈগলটি ফাইনালে জয়ের জন্য বেছে নিয়েছে আর্জেন্টিনাকে। রকি নামের কচ্ছপেরও বিশ্বকাপ জয়ের জন্য ফেবারিট লিও মেসির আর্জেন্টিনা। দুই বিড়াল, স্যাম এবং ফ্রডোও সম্ভাব্য বিজয়ী হিসেবে বেছে নিয়েছে আর্জেন্টিনীয়দের।
ইদ্রিস নামের হ্যামস্টারের পছন্দ আলবিসিলেস্তেরা। তবে ফ্রান্সও বাছাইয়ের ক্ষেত্রে পিছিয়ে নেই। শুরুম্যান নামের শামুক জানাচ্ছে এবারের চ্যাম্পিয়ন ফ্রান্স-ই।
ফ্রান্স এই নিয়ে চতুর্থ নম্বর বিশ্বকাপ ফাইনালে খেলতে নামছে। ১৯৯৮-এর পর ফ্রান্স বিজয়ী হয়েছে ২০১৮-য়। ২০০৬-এ হয়েছিল রানার্স আপ। অন্যদিকে, আর্জেন্টিনা এই নিয়ে ছয়বার বিশ্বকাপের ফাইনালে নামছে। ১৯৭৮ এবং ১৯৮৬-তে চ্যাম্পিয়ন হয়েছিল লাতিন আমেরিকান দলটি। রানার্স আপ হয়েছে ১৯৩০, ১৯৯০ এবং ২০১৪-য়।