Advertisment

জাপানি বোমায় তছনছ শক্তিশালী স্পেন! বিশ্বকাপ থেকে লজ্জার বিদায়ে মুখ পুড়ল জার্মানির

বেলজিয়ামের পর বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গেল জার্মানিরও

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

জাপান: ২ (দোয়ান, টানাকা)

স্পেন: ১ (মোরাতা)

Advertisment

জার্মানি: ৪ (সের্জিও গ্যবরি, কাই হাভার্টজ-২, নিকলাস ফুলক্রুগ)

কোস্তারিকা: ২ (তাজেদা, ন্যুয়ের-আত্মঘাতী)

কয়েকঘন্টা আগেই বিশ্বকাপ থেকে অবিশ্বাস্যভাবে বিদায় ঘটে গিয়েছে ফেভারিট বেলজিয়ামের। এবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে প্রস্থান ঘটল জার্মানিরও। কোস্তারিকার সঙ্গে ৪-২ জিতেও শেষমেশ গ্রুপ থেকে বিদায় ঘটল অন্য ম্যাচে স্পেনকে জাপান হারিয়ে দেওয়ায়।

খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে জাপান বধ করেছিল জার্মানিকে। সেই একই ভেন্যুতে এবার জাপানের কাছে হেরে বসল স্পেন। বিশ্বকাপের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ নাটকীয় রাত হয়ে থাকল বৃহস্পতিবার। যেখানে এশিয়ান ফুটবলের দৈত্যরা দ্বিতীয়ার্ধে দুর্ধর্ষ কামব্যাক ঘটিয়ে স্পেনকে উড়িয়ে দিল ২-১'এ। ২০১০-এর চ্যাম্পিয়ন স্পেনকে হারানোর সঙ্গেই ২০১৪-র চ্যাম্পিয়ন জার্মানির বিদায় নিশ্চিত হয়ে গেল একই রাতে। এই নিয়ে টানা দুটো বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছুটি হয়ে গেল জার্মানির।

আরও পড়ুন: অঘটনের বিদায় বেলজিয়ামের, কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন লুকাকু-ডি ব্রুইনরা

একই রাতে চার দলেরই বিশ্বকাপ ভাগ্য পেন্ডুলামের মত দুলল কখনও জার্মানি, কখনও স্পেন, কোস্তারিকা, আবার কখনও জাপানের দিকে। চার দলের সামনেই নকআউটে ওঠার সুযোগ ছিল। দুই ইউরোপীয় শক্তিকে হারানোর সুবাদে ছয় পয়েন্ট নিয়ে জাপান গ্রুপের শীর্ষ থেকে পরের রাউন্ডে কোয়ালিফাই করল। জার্মানির সঙ্গে একই পয়েন্টে (৪) আটকে থাকল স্পেন। তবে গোল পার্থক্যে শেষমেশ বাজিমাত করল স্পেন। স্পেন ৭-০ গোলে চূর্ণ করেছিল কোস্তারিকাকে। সেই ফলাফল ই শেষমেশ গ্রুপের রানার্স হওয়ার ক্ষেত্রে নির্ণায়ক হয়ে দাঁড়াল স্পেনের কাছে।

কোস্তারিকা আবার জাপানকে হারানোয় শেষ ষোলোয় ওঠার দৌড়ে ছিল কেলর নাভাসের দলও। দ্বিতীয়ার্ধের একটা সময়ে কোস্তারিকা ২-১ গোলে এগিয়েও গিয়েছিল জার্মানদের বিরুদ্ধে। তবে শেষমেশ ৪-২ গোলে হেরে বসে কোস্তারিকা। তারা শেষ পর্যন্ত ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের লাস্ট বয় হিসাবে ফিনিশ করল।

রাতটা ছিল জাপানের। ফের একবার দুর্ধর্ষ অঘটন ঘটিয়ে গেল উদীয়মান সূর্যের দেশ। দ্বিতীয়ার্ধে জাপান কোচের রণনীতিই ঘুরিয়ে দিল ম্যাচের মোড়। জাপান কোচ হাজিমে মোরিয়াসুর শেষ দুই ম্যাচের দল নির্বাচন ব্যাপক প্রশ্নের মুখে পড়েছিল। জার্মানির বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে একইভাবে কামব্যাক করেছিল জাপান। তবে জাপানকে জয় এনে দেওয়া অধিকাংশ ফুটবলারকেই কোস্তারিকা ম্যাচে বাইরে রেখে দল সাজিয়েছিলেন জাপান কোচ। হারার পরে প্রবল সমালোচিত হন মোরিয়াসু।

আরও পড়ুন: ১টা-২টো নয়, টানা ২৭ পাসে এল আর্জেন্টিনার এই অবিশ্বাস্য গোল! ভিডিওয় দেখুন মেসিদের বিস্ময় কীর্তি

বৃহস্পতিবারও প্ৰথম একাদশ থেকে একাধিক তারকা ফুটবলারকে বাইরে রেখে দল সাজিয়েছিলেন তিনি। স্পেন সেই সুযোগ দিয়ে প্রথমার্ধে দাপট দেখিয়ে গেল। ১১ মিনিটেই আলভারো মোরাতার হেড স্পেনকে লিড এনে দিয়েছিল। এতে গ্রুপ পর্ব থেকেই জাপানের বিদায়ের আশঙ্কা গাঢ় হয়।

তবে বিরতির পর নিজের ভুল শুধরে নিতেই জাপান কোচের বাজিমাত। প্ৰথমে তিনি জার্মানি ম্যাচের নায়ক রিতসু দোয়ানকে নামান। আর নেমেই সুপার সাব হিসাবে পুরো গ্রুপের সমীকরণ বদলে দেন একাই। নামার কয়েক মিনিটের মধ্যেই গোল করে যান তিনি।

তার আগে পর্যন্ত জার্মানি এবং স্পেনের শেষ ষোলোয় পৌঁছনোর দিকেই এগোচ্ছিল জোড়া ম্যাচ। জাপান যেমন স্পেনকে মোটেই বিব্রত করতে পারছিল না, তেমনই এল বায়েত স্টেডিয়ামে কোস্তারিকাকে আক্রমণে ফালাফালা করছিল জার্মানরা। ডেভিড রামের ক্রস থেকে সের্জিও গ্যবরি হেড করে জার্মানিকে ম্যাচের প্রায় শুরুতেই এগিয়ে দেন। সেই সময়ে জাপান হারের মুখে থাকায় জার্মানিও শেষ ষোলোয় পৌঁছনোর বিষয়ে আত্মবিশ্বাসী ছিল।

তবে বিরতির পর সব হিসাব-নিকেশ উল্টে যায়। ৪৮ মিনিটে দোয়ান সমতা সূচক গোল করার পরে টানাকা স্পেন গোলকিপার উনাই সিমনকে বিট করে বল পাঠিয়ে দিয়েছিলেন জালে। বাই লাইন ক্রস করেছে কিনা, তা ভার প্রযুক্তিতে খতিয়ে দেখা হয়। ভার জাপানের পক্ষেই রায় দেয়।

১-২'এ পিছিয়ে পড়ার পরে স্পেন আক্রমণে তেজ বাড়ায়। তবে জাপানি দেওয়াল আর ভাঙতে পারেনি। রেকর্ড গড়া জয়ের পথে শেষদিকে বেশ কিছু নখ-দাঁত কামড়ানো মুহূর্ত সামলাতে হয় জাপানকে। তবে শেষহাসি হাসে জাপানই। অন্য ম্যাচে ৪-২ গোলে জার্মানি কোস্তারিকাকে হারালেও তাতে লাভ হয়নি।।এক সপ্তাহ আগে জার্মানিকে হারানোর পর এবার তাদের বিদায়ের কাহিনীও লিখে দিল জাপান, স্পেনকে হারিয়ে।

FIFA World Cup. Football Germany FIFA World Cup Japan Qatar World Cup 2022 Spain
Advertisment