ফাইনালে মেসিকে মার্ক করার দায়িত্ব পাচ্ছেন ডিফেন্সিভ মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি। রাশিয়া বিশ্বকাপে কান্তে খেলেননি। তাঁর জায়গায় নেমে মেসিকে প্রায় রুখে দিয়েছিলেন তিনি। এবার আরও একবার মহাম্যাচে মহানায়ককে আটকানোর দায়িত্বে তিনি।
ম্যাচের আগে তিনি বলে দিয়েছেন, "মেসিকে আটকাতে পারলে সেটা ভালো ব্যাপার হবে। এটা কঠিন। তবে আমরা সকলে একসঙ্গে বসে প্ল্যানিং করছি। কীভাবে কাপ জেতা যায়, তাঁর স্ট্রাটেজি কষছি। কারণ বিপক্ষে মেসি থাকবেন। ওঁর পাশে মাঠে আরও দশজন থাকবে।"
আরও পড়ুন: মেসির ‘অপয়া’ রেফারিই বিশ্বকাপের ফাইনালের দায়িত্বে, অপছন্দের ব্যক্তিকে দেখে হয়ত খুশি নন মহাতারকা
মরোক্কার বিরুদ্ধে নিজের জাত চিনিয়েছেন চুয়ামেনি। বল রিকভারি তো বটেই (১১ বার), ফ্রান্সের হয়ে সবথেকে বেশি বার সফল পাস বাড়ানোর ক্ষেত্রে তিনি তৃতীয় সর্বোচ্চ (৪০টি)। ভারানে এবং কোনাতের পরে।
মেসিকে আটকানোর দায়িত্ব যাঁর পায়ে, তিনি মহারণে নামার আগে কিছুটা বিতর্কও তৈরি করে গেলেন। বলে দিলেন, ফাইনালে মেসিকে ছাপিয়ে যাবেন এমবাপে। জানিয়ে দিলেন, মেসির সামনেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন এমবাপে। "আমার কাছে কিলিয়ান-ই বেস্ট। রবিবার ও সেটা প্রমাণ করবে।" বলে দিয়েছেন ফরাসি তারকা।
আরও পড়ুন: ও ফুটবলটাই বোঝে না! ফাইনালের আগে এমবাপেকে জ্বলিয়ে পুড়িয়ে অপমান আর্জেন্টিনীয় গোলকিপারের
ফাইনালে তিনি মাঝমাঠে পাশে পাবেন আদ্রিয়ান রাবিয়তকে। যিনি মরোক্কা ম্যাচে ফ্লুয়ের কারণে খেলতে পারেননি। প্লে-মেকার গ্রিজম্যানের সঙ্গে চুয়ামেনি-রাবিয়ত জুটির পারফরম্যান্সের উপরেই নির্ভর করছে ফ্রান্সের ভাগ্য। মেসিকে থামিয়ে এমবাপেদের বল সাপ্লাই করতে হবে তাঁদের।
চুয়ামেনি জানাচ্ছেন, "আমাদের ভালোভাবে ডিফেন্ড করতে হবে। নিজেদের সর্বোচ্চ কোয়ালিটি মেলে ধরতে হবে। কারণ এটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল। সামনে থাকবেন মেসি। তাছাড়া সাইড লাইনে অনেক কোয়ালিটি প্লেয়ারও থাকবে। আমাদের প্রস্তুত থাকতে হবে। সুযোগের সদ্ব্যবহার করে ইতিহাস গড়তে হবে। দেখা যাক কী ঘটে।"