দোহায় বাংলাদেশের বিরুদ্ধে জোড়া গোল করে মেসিকে পেরিয়ে গেলেন সুনীল ছেত্রী। আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় গোলদাতাদের তালিকায় সুনীল ছেত্রী আপাতত রোনাল্ডোর পরেই দ্বিতীয় স্থানে উঠে এলেন। জাতীয় দলের জার্সিতে সুনীল ছেত্রীর বর্তমান গোল সংখ্যা দাঁড়াল ৭৪-এ। শীর্ষে থাকা রোনাল্ডোর আন্তর্জাতিক গোলসংখ্যা ১০৩টি।
সোমবারই টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপের যোগ্যতা নির্ণায়ক পর্বে প্রথমবার জিতল। ২-০ গোলে হারাল বাংলাদেশকে। দুটো গোলই সুনীল ছেত্রীর।
আরো পড়ুন: দ্রাবিড়ের কোচিংয়ে সামনের মাসেই শ্রীলঙ্কায় টিম ইন্ডিয়া, কবে কবে ম্যাচ জানিয়ে দিল সোনি
সর্বকালীন আন্তর্জাতিক গোলস্কোরারদের তালিকাতেও সুনীল ছেত্রী উঠে এলেন ১১নম্বর স্থানে। আন্তর্জাতিক ফুটবলে আর দুটি গোল করলেই ভারতের সুপারস্টার পেরিয়ে যাবেন একসঙ্গে তিনজনকে- হাঙ্গেরির স্যান্ডর কশিস, জাপানের কুনিশিগে কামামোতো এবং কুয়েতের বাশার আব্দুল্লাকে। এঁদের প্রত্যেকের আন্তর্জাতিক গোলসংখ্যা ৭৫টি।
সুনীল ছেত্রীকে এই তালিকায় চ্যালেঞ্জের মুখে রেখেছেন আরব আমিরশাহির আলি মাবখোউৎ। যিনি গত সপ্তাহেই মালয়েশিয়ার বিরুদ্ধে নিজের ৭৩তম আন্তর্জাতিক গোল করেছেন। গত বৃহস্পতিবার মেসি চিলির বিরুদ্ধে আর্জেন্টিনার জার্সিতে ৭২ তম গোল করেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন