Club Match UAE, MCC Weekdays Bash XIX League: ক্রিকেট মাঠ হয়ে উঠল মারামারির ময়দান। যার সূত্রপাত হল রাবদান ক্রিকেট ক্লাবের ব্যাটার কাশিফ মুহম্মদ ও অ্যারোভিসা ক্রিকেট দলের বোলার নাসির আলির মধ্যে হাতাহাতি ঘিরে। আর, তাতে জড়িয়ে পড়লেন অন্য খেলোয়াড়রাও। সেখানে ঘুষি, লাথি, ব্যাট দিয়ে মারামারি কিছুই বাদ থাকল না। যা এমসিসি উইকডেজ ব্যাশ এক্সআইএক্স ফাইনালকে রীতিমতো যুদ্ধেক্ষেত্রে পরিণত করল।
ঘটনাটি ঘটে ১৩তম ওভারের শেষ বলে নাসির কাশিফকে আউট করার পরে। আউট হওয়া ব্যাটারকে রীতিমতো অঙ্গভঙ্গি করে কিছু বলছিলেন বোলার নাসির আলি। তেমনটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে। ব্যাটার কাশিফ মহম্মদ প্রথম চুপ ছিলেন। তারপর আঙুল উঁচিয়ে নাসিরকে মারতে ছুটে যান। শুরু হয়ে যায় জাপটাজাপটি, মারপিট। আম্পায়াররা প্রথমে দু'জনকে ছাড়ানোর চেষ্টা করলেও লাভ হয়নি। বাকিরাও এই মারপিটে জড়িয়ে পড়েন। যা কার্যত দর্শকের মত দেখতে থাকেন আম্পায়াররা।
KALESH on Cricket Pitch 🥵 pic.twitter.com/mhvNYFIp4I
— Sameer Allana (@HitmanCricket) September 25, 2024
এই ঘটনা ক্রিকেটের ইতিহাসে বিরল ঘটনা হয়ে থাকল। আবুধাবির এই ঘটনার আগে বাংলাদেশের সেলিব্রিটি ক্রিকেট লিগেও এভাবেই দুটো দলের মধ্যে মারামারি হয়েছিল। যার জেরে টুর্নামেন্ট মাঝপথেই বন্ধ করে দিয়ে হয়। সে যাই হোক, এসব বিরল ঘটনার সাক্ষী থাকলেও ক্রিকেটপ্রেমীরা এখন কানপুরে দ্বিতীয় টেস্ট নিয়েই বেশি উৎসাহী। শুক্রবারই সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছে টিম ইন্ডিয়া। গত সপ্তাহেই রোহিতবাহিনী চেন্নাইয়ের চিপকে ২৮০ রানের ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জিতে নিয়েছে। ফলে সিরিজে টিম ইন্ডিয়া ১-০ ব্যবধানে এগিয়ে।
আরও পড়ুন- ৫৬ বছরের লজ্জার রেকর্ড ছারখার কানপুর টেস্টে! মাথা নিচু করার মত কীর্তি বাংলাদেশি ওপেনারের
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি প্রথম ইনিংসে ১৩৩ বলে ১১৩ রান করেন। ৩৮ বছরের অশ্বিন দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নিয়েছেন। যা চেন্নাই টেস্ট-এর চতুর্থ দিনে ভারতের জয় নিশ্চিত করেছে। শুভমান গিল দ্বিতীয় ইনিংসে ১১৯ রানে অপরাজিত ছিলেন। ভালো খেলেছেন ঋষভ পন্থও। তবে, অশ্বিন চেন্নাই ম্যাচে মাইলস্টোন ছুঁয়েছেন। দ্বিতীয় সর্বাধিক পাঁচ উইকেট শিকারের জন্য তিনি কিংবদন্তি শ্যেন ওয়ার্নের পাশে নিজের নাম খোদাই করে নিয়েছেন। তাঁর চেয়ে এগিয়ে আছেন কেবলমাত্র শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলিধরন।