Advertisment

IND vd BAN: ৫৬ বছরের লজ্জার রেকর্ড ছারখার কানপুর টেস্টে! মাথা নিচু করার মত কীর্তি বাংলাদেশি ওপেনারের

IND Vs BAN, 2nd Test Day 1: প্রথম দিন টসে জিতে বাংলাদেশের বিরুদ্ধে ফিল্ডিং নিয়েছিল টিম ইন্ডিয়া। প্ৰথম সেশনেই আকাশ দীপের ধাক্কায় দুই উইকেট হারায় বাংলাদেশ।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
IND vs BAN: ভারত বনাম বাংলাদেশ সিরিজের একটি দৃশ্য

IND vs BAN: ভারত বনাম বাংলাদেশ সিরিজের একটি দৃশ্য (টুইটার)

India Vs Bangladesh, 2nd Test Day 1: টসে জিতে রোহিত শর্মা কানপুর টেস্টে প্ৰথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন বাংলাদেশকে। আর মেঘলা আবহাওয়ায় সিরাজ-বুমরার ওপেনিং স্পেল ভালোভাবেই রুখে দেন দুই ওপেনার।

Advertisment

জাকির হাসান এবং সাদমান ইসলাম ওপেনিং জুটিতে ২৬ রান তুলে ফেলেছিলেন। তবে ওয়ান চেঞ্জে বল করতে এসেই বাংলাদেশি ইনিংসে আঘাত হানেন আকাশ দীপ। আর বাংলার পেসারের কাছে আউট হয়ে গ্রিনপার্কে অনভিপ্রেত রেকর্ড গড়ে ফেললেন জাকির।

আরও পড়ুন: কানপুরে বেধড়ক ঠ্যাঙানি খেয়ে হাসপাতালে টাইগার রবি, পুলিশ মিথ্যাবাদী বলল বাংলাদেশ সমর্থককে

কী রেকর্ড?

ক্রিকেট ইতিহাসের পরিসংখ্যান বলছে, কানপুরে শূন্য রানে আউট হয়ে টেস্টে ভারতের বিপক্ষে মন্থরতম ডাক করার কীর্তি গড়লেন জাকির। ২৪ বল ক্রিজে কাটিয়েও কোনও রান করতে পারেননি তিনি। আকাশ দীপকে রোহিত শর্মা আক্রমণে আনতেই আউট হয়ে যান জাকির।

ভারতের বিপক্ষে কোনও টেস্ট দলের প্ৰথম সাত ব্যাটারের মধ্যেও মন্থরতম ডাক করার নজির হয়ে গেল জাকিরের। চলতি শতকে এতদিন এই লজ্জার নজিরের শীর্ষে ছিলেন মিচেল মার্শ। পুনেতে ২০১৬/১৭-এর বর্ডার-গাভাসকার সিরিজে মার্শ ২১ বলে শূন্য করেছিলেন।

সবমিলিয়ে ভারতের বিরুদ্ধে মন্থরতম ডাক করা তালিকায় শীর্ষে ছিলেন ইয়ান চ্যাপেল। ১৯৬৮ সালের সিডনিতে ইয়ান চ্যাপেল ২২ বলে ডাক করেছিলেন। এছাড়াও জাকির খান বাংলাদেশের হয়ে চতুর্থ মন্থরতম ব্যাটার যিনি রানের খাতা খুলতে সবথেকে বেশি বল নিয়েছেন।

ভারতের বিপক্ষে সবথেকে বেশি বল হজম করে ডাক করার কীর্তি

জাকির হাসান (বাংলাদেশ) - কানপুরে ২৪ বল, ২০২৪

ইয়ান চ্যাপেল (অস্ট্রেলিয়া) - সিডনিতে ২২ বল,

১৯৬৮ স্টিভ ওয়া (অস্ট্রেলিয়া) - সিডনিতে ২১ বল, ১৯৮৬

শন মার্শ (অস্ট্রেলিয়া)- পুনেতে ২১ বল, ২০১৭

ক্যামেরন গ্রিন (অস্ট্রেলিয়া) - সিডনিতে ২১ বল, ২০২১

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে বেশি বলে ডাক হওয়ার নজির:

মঞ্জুরুল ইসলাম - শ্রীলঙ্কার বিপক্ষে ৪১ বল (২০০২)

রাজিন সালেহ - শ্রীলঙ্কার বিপক্ষে ২৯ বল (২০০৭)

আফতাব আহমেদ - নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫ বল (২০০৮)

জাকির হাসান - ভারতের বিরুদ্ধে ২৪ বল (২০২৪)*

যাইহোক, বৃহস্পতিবার লাঞ্চের পরেই খেলার পরিসমাপ্তি ঘোষণা করা হয় মন্দ আলোর কারণে। প্ৰথম দিন ৩৫ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এর মধ্যেই স্কোরবোর্ডে ১০৭ তোলার ফাঁকে ৩ উইকেট হারিয়েছে টাইগার শিবির। প্ৰথম সেশনে আকাশ দীপ দুই ওপেনার সাদমান ইসলাম, জাকির হাসানকে আউট করার পর দ্বিতীয় সেশনের শুরুতেই অশ্বিন তুলে নেন ক্যাপ্টেন নাজমুল শান্তকে।

Bangladesh Cricket Cricket News Indian Cricket Team Indian Team Bangladesh Cricket Team India Cricket Team Team India
Advertisment