গাড়ি দুর্ঘটনায় ট্র্যাজিক মৃত্যু ঘটেছে এন্ড্রু সাইমন্ডসের। কুইন্সল্যান্ডের টাউন্সভিলের কাছে নিজের গাড়িতে দুর্ঘটনার কবলে পড়েন। আপদকালীন কর্মীরা দ্রুত তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। প্রাপ্ত চোটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি ক্রিকেটার।
৪৬ বছরের সাইমন্ডস রেখে গেলেন স্ত্রী লরা এবং দুই সন্তান বিলি এবং চোলকে। কিংবদন্তি শ্যেন ওয়ার্নের মৃত্যুর ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে ওঠেনি ক্রিকেট মহল। তার মধ্যেই মর্মান্তিক মৃত্যু সাইমন্ডসের।
আরও পড়ুন: মৃত্যুতে অবসান সব শত্রুতার! মাঙ্কিগেট কেলেঙ্কারি সরিয়ে সাইমন্ডসের প্রয়াণে ‘কান্না’ ভাজ্জিরও
তবে শুধু সাইমন্ডস কিংবা ওয়ার্নই নয়, সাম্প্রতিক সময়ে একাধিক ক্রিকেটারের মৃত্যু ঘটেছে। দেখে নেওয়া যাক-
১) অভি বারোট: গত বছর অক্টোবরে সৌরাষ্ট্রের ক্রিকেটার অভি বারোটের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে। আহমেদাবাদে নিজের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে যাওয়ার পথে এম্বুলেন্সেই মারা যান তিনি। ভারতের যুব দলের অধিনায়ক ছিলেন বারোট। ২০১৯/২০ মরশুমে সৌরাষ্ট্রের রঞ্জি ট্রফি জয়ী দলের অংশও ছিলেন। রেখে গিয়েছেন মা এবং স্ত্রী-কে। স্ত্রী সন্তানসম্ভবা ছিলেন। যখন তাঁর মৃত্যু ঘটে।
২) মোশারফ হোসেন: গত মাসেই বাংলাদেশের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মোশারফ হোসেন মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত হন। ২০১৯ সালে ব্রেন ক্যানসার ধরা পড়ে বাংলাদেশি তারকার। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ধীরে ধীরে সেরেও উঠছিলেন তিনি। তবে ২০২০-তে হঠাৎ শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। মৃত্যুর আগে বেশ কয়েকসপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন তারকা। দ্বিতীয়বার কেমোথেরাপি নেওয়ার পরে বাড়িতেও ঘুরে এসেছিলেন। তিনি রেখে গিয়েছেন স্ত্রী এবং এক সন্তানকে।
আরও পড়ুন: প্রয়াত সাইমন্ডস! ক্রিকেট বিশ্বকে কাঁদিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া
৩) শ্যেন ওয়ার্ন: বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ লেগস্পিনার শ্যেন ওয়ার্ন বন্ধুদের সঙ্গে তাইল্যান্ডের কো সামুই দ্বীপে বেড়াতে গিয়েছিলেন। তাঁকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। দ্রুত মেডিক্যাল টিম তাঁকে বাঁচানোর চেষ্টা করে প্রায় ২০ মিনিট ধরে। সঙ্গেসঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর রিপোর্টে সম্ভাব্য হৃদরোগের কথা উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: পাল্টা ডিগবাজি শ্রেয়সের! বিষ্ফোরক মন্তব্য করেও ফিরিয়ে নিলেন KKR নেতা
ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্লকবাস্টার। গোটা ক্রিকেট বিশ্ব শোকে ভেঙে পড়েছিল তাঁর মৃত্যুতে। বাবা-মা, ভাই জেসন এবং তিন সন্তান জ্যাকসন, ব্রুক এবং সামারকে রেখে গিয়েছেন তিনি।
শুধুমাত্র এই তিনজনই নয়। ১৯৯৮-এ ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে ভারতের ক্রিকেটার রমন লাম্বা প্রয়াত হয়েছিলেন মাত্র ৩৮ বছর বয়সে। শর্ট লেগে ফিল্ডিং করারসময় মাথায় চোট পান। ২০১৪-য় শেফিল্ড শিল্ড খেলার সময় বাউন্সারে আহত হয়ে মাত্র ২৭ বছরে মৃত্যু ঘটে উঠতি অস্ট্রেলীয় তারকা ফিল হিউজেসের।