নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সারির দল ঘোষণা করায় ক্ষুব্ধ অষ্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়াহ। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বলেছেন যে ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে দক্ষিণ আফ্রিকা তাদের ১৪ সদস্যের স্কোয়াডে ৭ জন দ্বিতীয় সারির খেলোয়াড়কে রেখেছে। এটা কিউয়িদের জন্য 'অসম্মানজনক'। স্টিভ আইসিসিকেও বিষয়টি দেখার জন্য অনুরোধ করেছেন।
এই ব্যাপারে সিডনি মর্নিং হেরাল্ডকে স্টিভ বলেছেন, 'ওরা মনে হয় বিষয়টিকে ঠিক গুরুত্ব দিচ্ছে না। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড ভবিষ্যতের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিচ্ছে, তাদের সেরা খেলোয়াড়দের বসিয়ে রেখে দ্বিতীয় দল নামাতে চলেছে। আমি নিউজিল্যান্ড হলে সিরিজ খেলতাম না। আমি জানি না তারা কেন খেলছে? আপনি যখন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রতি শ্রদ্ধা দেখাবেন না, তখন তারাই বা শ্রদ্ধা দেখাবে কেন?'
স্টিভ বলেন, 'এটা অত্যন্ত সুস্পষ্ট যে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাদের পূর্ণ শক্তির দল গ্রীষ্মে অস্ট্রেলিয়ায় পাঠাচ্ছে না। তারা এখন কয়েক বছর ধরেই পূর্ণ শক্তির টেস্ট দল পাঠাচ্ছে না। নিকোলাস পুরানের মতো অনেকেই আছেন, যাঁরা টেস্ট ক্রিকেট খেলেন না। জেসন হোল্ডার, সম্ভবত তাঁদের সেরা খেলোয়াড়। তিনিও খেলবেন না। এমনকী পাকিস্তানও অস্ট্রেলিয়ায় পূর্ণাঙ্গ দল পাঠায়নি। যদি আইসিসি বা কেউ শীঘ্র পদক্ষেপ না-করে, তবে টেস্ট ক্রিকেট আর টেস্ট ক্রিকেট থাকবে না। কারণ, আপনি সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে নিজেকে পরীক্ষা করার করার সুযোগ পাচ্ছেন না।'
প্রোটিয়ারা ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের দুই ম্যাচের টেস্ট সফরের জন্য তাদের ক্যাপ্টেন হিসেবে প্রথম একাদশের বাইরের খেলোয়াড় নেইল ব্র্যান্ডকে বেছে নিয়েছে। শুধু তাই নয়, তাদের এই দলে প্রথম একাদশের বেশিরভাগ খেলোয়াড়ই থাকবেন না। পরিবর্তে ওই খেলোয়াড়রা ঘরোয়া টি-টোয়েন্টি লিগে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যে ১৪ সদস্যের স্কোয়াড বাছা হয়েছে, তার অর্ধেক এখনও একটিও টেস্ট খেলেনি।
আরও পড়ুন- রত্ন হারাল ভারত! IPL-এ বারবার বঞ্চিত তারকাই সম্পদ অস্ট্রেলিয়ার! ব্যাটে-বলে কাঁপাচ্ছেন বিগব্যাশ
আর, দক্ষিণ আফ্রিকার প্রথমসারির ক্রিকেটাররা কিন্তু, দক্ষিণ আফ্রিকার টি২০ (SA20) লিগে খেলবেন। দক্ষিণ আফ্রিকার এই টি২০ লিগ ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বিনিয়োগকারীরা গত বছর চালু করেছেন। বক্সিং ডে টেস্টে ভারতকে পরাজিত করা দলের দু'জন খেলোয়াড় বাদে সবাই সাউথ আফ্রিকা টি২০ লিগে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে, ডেভিড বেডিংহাম এবং কিগান পিটারসেন নিউজিল্যান্ড সফরে যাবেন। দক্ষিণ আফ্রিকা ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। তারপর মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভালে ৪-৮ ফেব্রুয়ারি প্রথম টেস্ট। আর, দ্বিতীয় টেস্ট হবে হ্যামিলটনের সেডন পার্কে ১৩-১৭ ফেব্রুয়ারি।