/indian-express-bangla/media/media_files/2025/04/23/B1ucvL0PoU4lgqlsUeHb.jpg)
Michael Slater Jailed: গার্হস্থ্য হিংসা, চুরি-শ্বাসরোধ সহ একাধিক অপরাধে দোষী সাব্যস্ত মাইকেল স্লেটার
Michael Slater Jail Sentence: বিশ্বজুড়ে ক্রিকেট ফ্যানরা যখন IPL এবং PSL-এর মতো T20 লিগ উপভোগ করছেন, সেই সময়ই এক কিংবদন্তি ক্রিকেটারের জীবন ছারখার বিরাট দুঃসংবাদে। কিংবদন্তি সেই ক্রিকেটারকে ৪ বছরের জন্য জেলের সাজা দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার মাইকেল স্লেটারকে পারিবারিক হিংসা-সহ ৭টি অভিযোগে শাস্তি দেওয়া হয়েছে। আদালত স্লেটারের অপরাধকে তাঁর মাদকাসক্তির কারণেও বিবেচনা করে এবং জানিয়েছে যে, এর কারণেই তাঁর কেরিয়ার নষ্ট হয়ে গেছে।
৫৫ বছর বয়সী মাইকেল স্লেটারকে নয়ের দশকে শুধু অস্ট্রেলিয়াই নয় বিশ্বের সেরা ওপেনারদের একজন হিসাবে বলা হত। মার্ক টেলরের সঙ্গে তাঁর ওপেনিং জুটি প্রতিপক্ষ টিমকে কাঁদিয়ে ছাড়ত। তিনি দেশের হয়ে ৭৪টি টেস্ট এবং ৪২টি ওডিআই ম্যাচ খেলেছেন। ২০০১ সালে তাঁর শেষ টেস্ট খেলার পর, স্লেটার একজন পেশাদার ধারাভাষ্যকার হয়ে ওঠেন। গত কয়েক বছর ক্রিকেট দুনিয়া থেকে দূরে ছিলেন তিনি।
আরও পড়ুন নেমে এল শোকের ছায়া, সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তারকা ক্রিকেটার
এদিকে, মাইকেল স্লেটারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা- সহ ১৯টি অভিযোগ আনা হয়েছে। আদালত গার্হস্থ্য হিংসা, শ্বাসরোধ, চুরি, গুপ্তচরবৃত্তির ৭টি অভিযোগ সত্য বলে প্রমাণ করেছে এবং প্রাক্তন ক্রিকেটারকে ৪ বছরের জেলের শাস্তি দিয়েছে। মাইকেল স্লেটারকে অবশ্য আর জেলে থাকতে হবে না কারণ তিনি ইতিমধ্যেই ৩৭৫ দিন জেলে রয়েছেন। গত বছরের এপ্রিল থেকে জেলে রয়েছেন স্লেটার।
মাইকেল স্লেটারের বিরোধী আইনজীবী বলেছেন, প্রাক্তন এই ক্রিকেটারকে ৫ বছরের জেল দেওয়া উচিত। তিনি আদালতের কাছে স্লেটারকে প্যারোল না দেওয়ার জন্যও আবেদন করেন। অন্যদিকে, স্লেটারের আইনজীবী এর বিরোধিতা করেছেন। তিনি বলেন যে স্লেটারকে কেবল তিন বছরের কারাদণ্ড দেওয়া উচিত এবং অবিলম্বে প্যারোল দেওয়া উচিত। তিনি আদালতকে বলেছিলেন যে স্লেটার তদন্তে সহযোগিতা করেছিলেন এবং এক বছর ধরে জেলে ছিলেন।
আরও পড়ুন টেস্ট ক্রিকেটের ইতিহাসে অনন্য রেকর্ড নাইট ওয়াচম্যানের, ১৪ বছরেও ভাঙতে পারেনি কেউ
কুইন্সল্যান্ডের এক মহিলা মাইকেল স্লেটারের বিরুদ্ধে এসব অভিযোগ তোলেন। নির্যাতিতাকে হুমকি দেন তিনি। কুইন্সল্যান্ড ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক স্লেটারকে দোষী সাব্যস্ত করেন এবং বলেন যে স্লেটার একজন মদ্যপ ছিলেন, যা তাঁর অপরাধের আসল কারণ ছিল। বিচারক গ্লেন ক্যাশ বলেছেন, প্রাক্তন এই ক্রিকেটারের রিহ্যাব সহজ হবে না।