/indian-express-bangla/media/media_files/2025/04/15/2Zd9EaEEWcpnPse0C1CN.jpg)
ছবিটি প্রতীকী
Keith Stackpole Stats: ক্রিকেট বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার কিথ স্ট্যাকপোল। বয়স হয়েছিল ৮৪ বছর। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের (Australia Cricket Team) সহ অধিনায়ক ছিলেন স্ট্যাকপোল।
ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে একটি টুইট করে এই শোক সংবাদ দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে লেখা হয়েছে, আমাদের সবাই অস্ট্রেলিয়া তথা ভিক্টোরিয়ার প্রাক্তন ক্রিকেটার কিথ স্ট্যাকপোলের মৃত্যুতে শোকাহত। ক্রিকেট খেলাটা কিথ যথেষ্ট আবেগ, সাহস এবং সম্মান দিয়ে খেলেছে।
প্রসঙ্গত, ১৯৬৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ হয় কিথ স্ট্যাকপোলের। ওই বছর ২৮ জানুয়ারি তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচ খেলেছিলেন। মিডল অর্ডারে ব্যাট করার পাশাপাশি স্পিন বোলিংটাও বেশ ভালই করতেন। মাত্র ৩ বছরের মধ্যে উইল লরির সঙ্গে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হয়ে ওপেন করতে শুরু করেন কিথ।
ক্যাঙারু ব্রিগেডের হয়ে তিনি মোট ৪৩ টেস্ট ম্য়াচ খেলেন। এরমধ্যে ২,৮০৭ রান করার পাশাপাশি তিনি ১৫ উইকেটও শিকার করেছিলেন। টেস্ট ক্রিকেটে ৭ শতরানের পাশাপাশি ১৪টি হাফসেঞ্চুরি রয়েছে। কিথ একজন লেগ স্পিনার ছিলেন। ১৯৭১ সালে আয়োজিত ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ম্য়াচেও খেলেছিলেন তিনি। মেলবোর্নে আয়োজিত ওই ম্য়াচে কিথ মোট তিনটে উইকেট শিকার করেছিলেন। শেষপর্যন্ত অস্ট্রেলিয়া এই ম্য়াচে ৫ উইকেটে জয়লাভ করে।
West Indies Cricket Team: আচমকা এল চরম দুঃসংবাদ, হাউহাউ করে কেঁদে ভাসালেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা
দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন অ্যাসেজে
তবে অ্যাসেজ সিরিজে (Ashes Series) স্ট্যাকপোল কেরিয়ারের সেরা পারফরম্য়ান্সটা করেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩ টেস্ট ম্য়াচে তিনি ৫০.৬ গড়ে মোট ১,১৬৪ রান করেন। এরমধ্যে ১৯৭০ সালে ব্রিসবেনে একটি দুর্দান্ত ডবল সেঞ্চুরিও (২০৭) হাঁকিয়েছিলেন। টেস্ট ক্রিকেটে এটাই তাঁর সর্বাধিক স্কোর।
Zaheer Khan becomes father: ৪৬ বছর বয়সে বাবা হলেন এই ভারতীয় ক্রিকেটার! শেয়ার করলেন সন্তানের ছবি
১৯৭২ সালে ইয়ান চ্যাপেলের অধিনায়কত্বে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেন্সিও সামলেছিলেন কিথ। এই অ্যাসেজ সিরিজে তিনি ৫৩.৮৮ গড়ে মোট ৪৮৫ রান করেন। অজি ক্রিকেটারদের মধ্যে তিনিই সর্বাধিক রান করেছিলেন। এহেন নজরকাড়া পারফরম্য়ান্সের কারণে ১৯৭৩ সালে তাঁকে উইজডেনের বিশ্বসেরা ক্রিকেটার হিসেবে মনোনিত করা হয়েছিল। এর পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি ১০ হাজারের বেশি রান করার পাশাপাশি ১৪৮ উইকেটও শিকার করেছিলেন।
All of us at Cricket Australia are mourning the passing of former Australian and Victorian cricketer Keith Stackpole, MBE.
— Cricket Australia (@CricketAus) April 23, 2025
Keith was a passionate Victorian and a proud Australian who played the game with spirit, courage and respect. pic.twitter.com/I20gxkTnTN
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট মাইক বিয়ার্ড জানিয়েছেন, দেশের একজন কিংবদন্তি ক্রিকেটার ছিলেন কিথ। তাঁর ইতিহাস আগামীদিনেও অক্ষুণ্ণ থাকবে। ক্রিকেট ভিক্টোরিয়ার প্রেসিডেন্ট রস হেপবার্ন বলেছেন, স্ট্যাকপোল 'একজন কিংবদন্তি ক্রিকেটার'। ক্রিকেট সম্পর্কে অগাধ জ্ঞান এবং ২২ গজে লড়াইয়ের সাহস তাঁকে সকলের থেকে আলাদা করেছে। আর সেকারণেই সবাই তাঁকে সম্মান করে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us