Advertisment

Ajay Jadeja net worth: কোহলির ১০০০ কোটি ছাপিয়ে এখন বিশ্বের ধনীতম এই ভারতীয় ক্রিকেটার! বহু পিছনে শচীন-ধোনি

Former cricketer Ajay Jadeja named heir to Jamnagar throne: কোহলি, ধোনি, শচীন কেউ নন, রাজ সিংহাসনে বসা অজয় জাদেজাই ধনীতম হয়ে গেলেন। সম্পত্তির পরিমাণ দাঁড়াল প্রায় ১৫০০ কোটি টাকা।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
MS Dhoni, Virat Kohli, এমএস ধোনি, বিরাট কোহলি

Richest Cricketer: কোহলি-ধোনিকে ছাপিয়ে বিশ্বের ধনীতম ক্রিকেটার হয়ে গেলেন অজয় জাদেজা (টুইটার)

Ajay Jadeja net worth after being named royal heir to Jamnagar throne: দশেরায় দিনেই বড় সুসংবাদ পেয়েছিলেন অজয় জাদেজা। পূর্বতন রাজকীয় রাজ্যের রাজা শত্রুশুল্যসিং জাদেজা নিজের ভাইপো প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজাকে নিজের রাজত্বের উত্তরসূরি হিসাবে ঘোষণা করেছিলেন। আর নাওয়ানগরের নতুন মহারাজা হিসাবে কত সমত্তির মালিক হতে চলেছেন অজয় জাদেজা, তা নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা।

Advertisment

বিশ্ব ক্রিকেটে বর্তমানে সবথেকে ধনী ক্রিকেটার বিরাট কোহলি। কোহলির আর্থিক সম্পত্তির পরিমাণ আকাশ ছোঁয়া, প্রায় ১০০০ কোটি টাকা। বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি, আইপিএল তো বটেই এছাড়া সোশ্যাল মিডিয়া এবং এনডোর্সমেন্ট কোহলির উপার্জনের মূল আয়ের উৎস।

তবে জাদেজার সম্পত্তির পরিমাণ বেড়ে গিয়েছে তাঁর বর্তমান সম্পত্তির তুলনায় তিনগুণ। ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, মহারাজা হওয়ার পর জাদেজার সম্পত্তির মূল্য দাঁড়িয়েছে ১৪৪৫ কোটি টাকা।

জাদেজার রক্তেই রয়েছে ক্রিকেটার-রাজা-মহারাজার স্রোত। তাঁর পরিবারেরই রাজা গ্রেট রনজিৎ সিং এবং দলীপ সিং দুজনেই ছিলেন ক্রিকেটার। ভারতের ঘরোয়া ক্রিকেটের দুই টুর্নামেন্টের নাম করণও হয়েছে দুই প্রাক্তন রাজার নামে।

জাদেজা যাঁকে সরিয়ে মহারাজা হচ্ছেন, সেই ৮৩ বছরের শত্রুশল্য সিং বহুদিন বিবাহ বিচ্ছিন্ন। কোনও সন্তান সন্ততি নেই। তাঁর পরিবারের পৈতৃক সম্পত্তি হিসাবে রয়েছে একটি রাজপ্রাসাদ, বিদ্যালয় এবং বিশ্বের দুর্মূল্য সমস্ত রত্নের সম্ভার।

জাদেজা ক্রিকেট থেকে অবসর নিলেও কমেন্ট্রি থেকে মোটা টাকা উপার্জন করেন। আইপিএল তো বটেই আন্তর্জাতিক ক্রিকেটেও নিয়মিত ধারাভাষ্য করেন তিনি। গত ওয়ানডে বিশ্বকাপে তিনি আফগানিস্তান দলের মেন্টরও ছিলেন। তবে মেন্টর থাকাকালীন আফগান বোর্ডের কাছ থেকে কোনও পারিশ্রমিক নেননি বলে জানা গিয়েছে।

নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে জাদেজা ১৫ টেস্ট সহ ১৯৬টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন জাতীয় দলের হয়ে। টেস্টে ২৪ ইনিংসে ২৬.১৮ গড়ে ৫৭৬ রান করার পাশাপাশি ওয়ানডেতে ৫৩৫৯ রান করেছেন ৩৭.৪৭ গড়ে। হাঁকিয়েছেন ৩৪ টি অর্ধশতরানও।

মহারাজা হয়ে সামাজিক প্রভাব প্রতিপত্তি যেমন বাড়ল তারকা ক্রিকেটারের, তেমন সম্পত্তিতেও সকলকে ছাপিয়ে গেলেন তিনি। কেরিয়ারের শেষদিকে গড়াপেটা কাণ্ডে জড়িয়ে পড়ে অকয় জাদেজার নাম। তারপর দীর্ঘদিন বাইশ গজের মূলস্রোতের বাইরে ছিলেন। এবার সেই জাদেজাই বিশ্বের ধনীতম তারকার মর্যাদা পেয়ে গেলেন এক লহমায়। কপাল এভাবেই বোধহয় সহায় হয়।

Virat Kohli MS DHONI Cricket News Ajay sachin Teldulkar Richest Royal Family
Advertisment