Cricketer Died: ভারত-ইংল্যান্ড সিরিজের মাঝেই বিরাট দুঃসংবাদ, আচমকাই মৃত্যু হল জনপ্রিয় ক্রিকেটারের

Cricketer Death: ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজের মধ্যে ক্রিকেট দুনিয়ায় বিরাট দুঃসংবাদ এসেছে। ৪১,৮২০ রান এবং ৮৬টি শতরান করা কিংবদন্তি ক্রিকেটারের আকস্মিক মৃত্যু হয়েছে।

Cricketer Death: ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজের মধ্যে ক্রিকেট দুনিয়ায় বিরাট দুঃসংবাদ এসেছে। ৪১,৮২০ রান এবং ৮৬টি শতরান করা কিংবদন্তি ক্রিকেটারের আকস্মিক মৃত্যু হয়েছে।

author-image
Subhamay Mandal
New Update
Cricketer Death: ইংল্যান্ডের কিংবদন্তি  ক্রিকেটার আচমকাই সবাইকে কাঁদিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন

Cricketer Death: ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার আচমকাই সবাইকে কাঁদিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন

Cricketer Death News: ইংল্যান্ডের মাটিতে ভারত এবং হোম টিম ইংল্যান্ডের (India vs England) মধ্যে ৫ টেস্ট ম্যাচের সিরিজ চলছে। লিডসে প্রথম টেস্টে ভারতকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। সিরিজে এই মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বেন স্টোকসের দল। দ্বিতীয় টেস্ট ম্যাচ ২ জুলাই এজবাস্টনে শুরু হবে। কিন্তু ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজের মধ্যে ক্রিকেট দুনিয়ায় বিরাট দুঃসংবাদ এসেছে। ৪১,৮২০ রান এবং ৮৬টি শতরান করা কিংবদন্তি ক্রিকেটারের (Cricketer Death) আকস্মিক মৃত্যু হয়েছে।

Advertisment

আসলে এই দুঃসংবাদ ইংল্যান্ড থেকেই এসেছে। ইংল্যান্ডের কিংবদন্তি  ক্রিকেটার আচমকাই সবাইকে কাঁদিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই মহান ক্রিকেটার নিজের আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট কেরিয়ারে মোট ১৩৫৮ ইনিংসে ৪১,৮২০ রান করেছেন এবং যার মধ্যে ৮৬টি সেঞ্চুরি এবং ১৮৫টি হাফসেঞ্চুরি রয়েছে। ইংল্যান্ডের স্বনামধন্য ক্রিকেটারের নাম ওয়েন লারকিন। লারকিন আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে খেলার পাশাপাশি কাউন্টি ক্রিকেটে নর্থহ্যাম্পটনশায়ার, ডারহাম এবং বেডফোর্ডশায়ারের হয়ে খেলেছেন।

কিংবদন্তি ক্রিকেটারের আকস্মিক প্রয়াণ

ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার ওয়েন লারকিন শনিবার ৭১ বছর বয়সে প্রয়াত হয়েছেন। বেশ কিছুদিন ধরেই খুবই অসুস্থ ছিলেন তিনি। ওয়েন লারকিনকে নেড নামে ডাকা হত। ১৯৭৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১৩টি টেস্ট এবং ২৫টি ওডিআই ম্যাচ খেলেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইংল্যান্ড ১৯৭৯ সালের বিশ্বকাপ ফাইনাল খেলেছিল। লারকিন ফাইনাল ম্যাচে প্রথম বলেই আউট হয়ে ফেরেন। জোয়েল গারনারের বলে ক্লিন বোল্ড হন লারকিন। ওয়েস্ট ইন্ডিজ ২৩ জুন ১৯৭৯ সালে ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে ৯২ রানে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে নেয়। 

Advertisment

আরও পড়ুন ব্যাট করতে করতেই হার্ট-অ্যাটাক, ছটফটিয়ে মৃত্যুর কোলে ভারতীয় ক্রিকেটার!

৪১,৮২০ রান এবং ৮৬টি শতরান

লারকিন ৪৮২টি ফার্স্ট ক্লাস ম্যাচে ৩৪.৪৪ গড়ে ২৭,১৪২ রান করেছেন। যার মধ্যে ৫৯টি শতরান এবং ১১৬ট অর্ধশতরান রয়েছে। ৪৮৫টি লিস্ট এ ম্যাচে লারকিন ৩০.৭৫ গড়ে ১৩,৫৯৪ রান করেছেন। এর মাঝে তাঁর ব্যাট থেকে ২৬টি শতরান এবং ৬৬টি অর্ধশতরান এসেছে। ইংল্যান্ডের হয়ে ১৩টি টেস্ট এবং ২৫ট ওডিআই ম্যাচ খেলেছেন তিনি। টেস্ট কেরিয়ারে ৩টি হাফসেঞ্চুরির সাহায্য তিনি ৪৯৩ রান করেন। ওডিআই কেরিয়ারে একটি সেঞ্চুরির মাধ্যমে মোট ৫৯১ রান করেন। 

Cricketer Death India vs England