Cricketer Demise: চোখের সামনে ছটফট করতে করতে সব শেষ, প্রাণ হারালেন জনপ্রিয় ক্রিকেটার!

Cricketer Death Video: ব্যাট করতে করতেই হৃদরোগে আক্রান্ত হলেন এক ক্রিকেটার। আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আর সেখানেই মারা যান। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে।

Cricketer Death Video: ব্যাট করতে করতেই হৃদরোগে আক্রান্ত হলেন এক ক্রিকেটার। আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আর সেখানেই মারা যান। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ranji Trophy drama: গুজরাটের বিরুদ্ধে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ লিড নেওয়ার পর কেরলের ক্রিকেটাররা আনন্দ উদযাপন করছেন

ছবিটি প্রতীকী

Cricketer Death: গত কয়েকদিনের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর একাধিক ঘটনার সাক্ষী আমরা হয়েছি। গতকালই 'কাঁটা লাগা গার্ল' শেফালি জারিওয়ালা এই হৃদরোগে (Cardiac Arrest) আক্রান্ত হয়েই মাত্র ৪২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই ঘটনায় গোটা দেশ আপাতত শোকস্তব্ধ। এবার এমনই এক ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট ময়দানও। যেখানে ম্য়াচ চলাকালীন একজন ক্রিকেটার হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়েছেন। ব্যাট করতে করতেই হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকা তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আর সেখানেই তিনি মারা যান। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে।

Advertisment

Cricketer Demise: চোখের সামনে ছটফট করতে করতে সব শেষ, প্রাণ হারালেন জনপ্রিয় ক্রিকেটার!

পঞ্জাবের এই ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ

রবিবার সকালবেলা পঞ্জাবের ফিরোজপুরে একটি ক্রিকেট ম্য়াচের আয়োজন করা হয়েছিল। ডিএবি স্কুলের মাঠে এই ম্য়াচ চলাকালীন ওই ব্যাটার একটা বিশাল বড় ছক্কা হাঁকান। এই শটটি মারার পরই আচমকা তিনি উইকেটের উপরই হাঁটু মুড়ে বসে পড়েন। এরপর নন-স্ট্রাইক এন্ডে দাঁড়িয়ে থাকা সতীর্থ ওই ক্রিকেটারের দিকে দৌড়ে আসেন। গোটা ব্যাপারটা বুঝে ওঠার আগেই ওই ব্যাটার মুখ থুবড়ে পড়ে যান। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Advertisment

Indian Cricketer Death: আচমকা হার্ট অ্যাটাক, চোখের নিমেষে শেষ সবকিছু! মারা গেলেন ভারতের তারকা ক্রিকেটার!

দেখে নিন সেই ভিডিও:

যাইহোক, এই ঘটনা দেখে বাকি ক্রিকেটাররাও ওই ব্যাটারের দিকে দৌড়ে আসেন। এরপর কেউ তাঁর হাত মালিশ করতে শুরু করেন, কেউ আবার পা। কিন্তু, হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে ওই ক্রিকেটারকে আর বাঁচানো সম্ভব হয়নি।

Cricketer Death: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের মধ্যেই দুঃসংবাদ! সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তারকা ক্রিকেটার

মৃত ক্রিকেটারের নাম হরজিৎ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ক্রিকেটারের নাম হরজিৎ সিং। তিনি ৪৯ রানে ব্যাট করছিলেন। সেইসময় তিনি আচমকা হৃদরোগে আক্রান্ত হন। মাঠে উপস্থিত বাকি ক্রিকেটাররা তাঁকে CPR দেওয়ার চেষ্টা করেন। কিন্তু, কিছুতেই কোনও লাভ হয়নি।

Cricketer Death: বিমান দুর্ঘটনাই কাড়ল প্রাণ, সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তারকা ক্রিকেটার

২০২৪ সালের জুন মাসে এমনই এক ঘটনার সাক্ষী হয়েছিল মুম্বই। ক্রিকেট ম্য়াচ চলাকালীন ৪২ বছর বয়সি এক যুবক প্রাণ হারিয়েছিলেন। তাঁর নাম ছিল রাম গণেশ তেওয়ার। একটি ফার্ম হাউসে ক্রিকেট ম্য়াচ খেলার সময় তিনিও ছক্কা হাঁকানোর পর হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে অবশ্য সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Cricketer Death News: আইপিএল ফাইনালের আগেই চরম দুঃসংবাদ, মারা গেলেন তরুণ ক্রিকেটার

সাম্প্রতিককালে গোটা দেশজুড়ে এমন মৃত্যুর খবর আকছার শুনতে পাওয়া যায়। বিশেষ করে ২০-র কোটায় যাঁদের বয়স, তারা বেশি করে এমন হৃদরোগে আক্রান্ত হচ্ছেন বলে জানা গিয়েছে। সেকারণে মাঠে নামার আগে এখন প্রত্যেক খেলোয়াড়ের গোটা শরীর পরীক্ষা করা হয়। দলের সঙ্গে রাখা হয় চিকিৎসকদের। এছাড়া মাঠের পাশেই রাখা থাকে অ্যাম্বুলেন্সও। কিন্তু, স্থানীয় টুর্নামেন্টে এত তদারকি করা অনেকসময়ই সম্ভব হয় না। চিকিৎসকদের কথায়, আর সেকারণেই এমন মৃত্যুর ঘটনা সামনে আসছে।

Heart Attack Cardiac Arrest Cricketer Death