Advertisment

Sidhu has supported Kohli, Rohit: 'মানুষ কোহলির স্ত্রীকে নিয়েও টানাটানি করছে,' বিরাট-রোহিতের পাশে দাঁড়িয়ে তোপ সিধুর

Sidhu has supported Rohit & Kohli: সিধু মনে করিয়ে দিয়েছেন যে, মার্ক টেলর, আজহারউদ্দিন ও সৌরভ গাঙ্গুলিকে ফর্মে ফিরে আসার জন্য দীর্ঘ 'সময়' দেওয়া হয়েছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli leaving India

Virat Kohli-Anushka Sharma: বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। (ফাইল ছবি)

Sidhu has supported Rohit & Kohli: মানুষ বিরাট কোহলির স্ত্রীকে নিয়েও টানাটানি করছে। তা সহ্য হচ্ছে না ক্রিকেট কিংবদন্তি নভজ্যোত সিং সিধুর। অস্ট্রেলিয়ায় সদ্যসমাপ্ত বর্ডার-গাভাসকর ট্রফিতে বিরাট কোহলি ও রোহিত শর্মা অত্যন্ত খারাপ খেলেছেন। তারপরই শুরু হয়েছে দোষারোপের খেলা। বেশ কিছুদিন ধরেই বিরাটের পারফরম্যান্স খারাপ। সেই কারণে বিরাটের স্ত্রীকেও নেটিজেনদের একাংশ অতীতে গালমন্দ করেছেন। যাতে ক্ষুব্ধ সিধু। তিনি বলেছেন, 'মানুষ বিরাট কোহলির স্ত্রীকেও টেনে এনেছে! দোষারোপের খেলা চলছে।' এমনটাই অভিযোগ ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটারের।

Advertisment

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পাঁচটি টেস্টে কোহলি মাত্র ১৯০ রান করেছেন। যার মধ্যে প্রথম ম্যাচে অপরাজিত থেকে সেঞ্চুরি ছিল। রোহিত আবার শেষ টেস্টে খারাপ ফর্মের জন্য মাঠেই নামেননি। ভারত অধিনায়ক সিরিজের ৫ ইনিংসে মাত্র ৩১ রান করেছেন। ব্যাট হাতে তাঁদের পারফরম্যান্স সমালোচনা এবং দলে তাঁদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

এই পরিস্থিতিতে প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান নভজ্যোত সিং সিধু ব্যাটিং জুটি কোহলি-রোহিতের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন যে, বিরাট আর রোহিতকে অনুরাগীদের আরও সময় দেওয়া উচিত। দুই তারকাকে আরও 'সম্মান' করা উচিত। এই প্রসঙ্গে সিধু মার্ক টেলর ও সৌরভ গাঙ্গুলির মত প্রাক্তন খেলোয়াড়দের উদাহরণও তুলে ধরেছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন যে, মার্ক টেলর ও সৌরভ গাঙ্গুলিকে ফর্মে ফিরে আসার জন্য দীর্ঘ 'সময়' দেওয়া হয়েছিল।

এই প্রসঙ্গে সিধু বলেন, 'যদি কেউ ২ মাস ধরে খারাপ ফর্মে থাকে, তাহলে তাঁদের উপেক্ষা করা যায় না। একথা ঠিক যে শুধু খ্যাতির ওপর নির্ভর করা যায় না। প্রত্যেককেই রিফ্রেশ করতে হয়। তবে এজন্য অবশ্যই প্রত্যেককে সময় দিতে হবে। মার্ক টেলর দেড় বছর ব্যর্থ হয়েছেন। মহম্মদ আজহারউদ্দিন ব্যর্থ হয়েছেন। সৌরভ গাঙ্গুলি বলেছেন যে আমি ৮ ইনিংসে ব্যর্থ হতে পারি। কিন্তু, ফিরে আসতে কেবল একটি ইনিংস লাগে।'

Advertisment

আর, সেসব মনে করিয়ে দিয়েই সিধু অনুরোধ করেছেন যাতে কোহলি আর রোহিতকে অযথা দোষারোপ না করা হয়। সিধু মনে করিয়ে দিয়েছেন যে, কিছুদিন আগেই ভারতের টি২০ বিশ্বকাপ জয়ে কোহলি-রোহিত জুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ফের ভারত সীমিত ওভারের মরশুমের প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতিতে রোহিত ও কোহলির পাশে থাকাই উচিত বলে মনে করছেন প্রাক্তন ভারতীয় তারকা। তাঁর অভিযোগ, এই দুটি ক্রিকেট জুটির সমালোচনা করতে গিয়ে সমালোচকরা হামেশাই ব্যক্তিগত সীমা টপকে যান। এমনকী, কোহলির স্ত্রীর প্রতি আক্রমণ করতেও সমালোচকরা পিছপা হননি।

এই প্রসঙ্গে সিধু বলেন, 'ওরা তো ৬ মাস আগেই বিশ্বকাপ জিতেছে। আর এখন, পুরো ওয়ানডে ক্রিকেট আছে। এই সময় ওই দু'জনকে নিশানা করা উচিত না। লাল বলের ক্রিকেটে কে আর ধারাবাহিকতা দেখিয়েছে? দোষারোপ করা সবচেয়ে সহজ কাজ। পাথর ছুড়ে মারা সহজ। কিন্তু, এমন কয়েকজন আছেন যারা ছুটে আসা পাথর দিয়েই ঘর বানান। এই দু'জন তারই প্রধান উদাহরণ।'

সিধু বলেন, 'কোহলি এই প্রথম সমালোচিত হচ্ছে না। ওঁর স্ত্রীকেও টেনে আনা হয়েছে। এটা ঠিক না। আমাদের অবশ্যই নায়কদের সম্মান করতে হবে। ধৈর্য ধরুন। সবাই কঠিন সময়ের মধ্য দিয়ে যায়।' দুই খেলোয়াড়ের টেস্ট ফর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সিধু বলেন, কোহলি তাঁর দুর্বলতাগুলোর ওপর নজর দেবে। ভিডিও দেখে সমস্যাগুলো বুঝে নেবে। আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। আর, রোহিতকে 'ওঁর ফিটনেসের জন্য পরিশ্রম করতে হবে।'

আরও পড়ুন- তালেবানের দলকে বয়কট! আফগানিস্তানের বিরুদ্ধে উঠেপড়ে লাগল ব্রিটিশ, প্রোটিয়ারা

সিধু বলেন, 'ও বাড়ি গিয়ে ওঁর ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে ওঁর ব্যাট ওঁর শরীর থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে। ও এই সমস্যার সমাধান করে নেবে। রোহিতকে ওঁর ফিটনেস নিয়ে কাজ করতে হবে। ও একজন দুর্দান্ত খেলোয়াড়।'

Navjyot Sidhu Navjyot Singh Sidhu Cricket News cricket Virat Kohli Champions Trophy Rohit Sharma
Advertisment