Advertisment

Boycott Afghanistan: তালেবানের দলকে বয়কট! আফগানিস্তানের বিরুদ্ধে উঠেপড়ে লাগল ব্রিটিশ, প্রোটিয়ারা

SA sports minister urges to boycott Afghanistan: বুধবার, ১৬০ ব্রিটিশ রাজনীতিবিদ ইসিবি-কে চিঠি লিখে লাহোরে হতে চলা আফগানিস্তানের বিরুদ্ধে গ্রুপ ম্যাচ বয়কটের আহ্বান জানিয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Afganistan Cricket Team, আফগানিস্তান ক্রিকেট দল

Afganistan Cricket Team: আফগানিস্তান ক্রিকেট দল। (ছবি- টুইটার)

দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী প্রোটিয়াদেরকে আফগানিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ বয়কট করার আহ্বান জানালেন। আফগানিস্তানে রয়েছে তালেবান সরকার। তারা নারীদের খেলাধূলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আফগানিস্তানের মহিলা দল ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই কারণেই ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ বয়কট করার জন্য প্রোটিয়াদের প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাকেঞ্জি।

Advertisment

ম্যাককেঞ্জি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে ভণ্ড বলেও কটাক্ষ করেছেন। তাঁর অভিযোগ, আইসিসি তার সদস্য দেশগুলোর পুরুষ ও মহিলা ক্রিকেটের উন্নয়নের জন্য সমান উদ্যোগ কখনও নেয়নি। ম্যাকেঞ্জি বলেন, 'আফগানিস্তানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ম্যাচগুলো খেলা উচিত কি না, সে ব্যাপারে ক্রীড়ামন্ত্রী হিসেবে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি না। যদি আমি সিদ্ধান্ত নিতে পারতাম, তবে না বলতাম।'

দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী আরও বলেন, 'বর্ণবাদের জেরে খেলাধূলার সমান সুযোগ না পাওয়া একটি জাতি থেকে আসা একজন পুরুষের কাছে, আজ যখন মহিলারা বিশ্বের বিভিন্ন জায়গায় একই আচরণের শিকার হচ্ছেন, তখন অন্যদিকে মুখ ফিরিয়ে থাকা ভণ্ডামি এবং অনৈতিক কাজ হবে।' 

সদস্য দেশগুলোর পুরুষ ও মহিলা ক্রিকেটের উন্নয়নের জন্য নিজস্ব নির্দেশিকা মেনে না চলার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে ভণ্ড বলেও অভিহিত করেছেন ম্যাকেঞ্জি। তিনি উল্লেখ করেছেন যে শ্রীলঙ্কা ক্রিকেটকে ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত আইসিসি সরকারি হস্তক্ষেপের জন্য নিষিদ্ধ করেছিল। আর, সেই সূত্র ধরেই ম্যাকেঞ্জি বলেন, 'আফগানিস্তানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা চাপে না। অথচ, সেখানে খেলাধূলার প্রশাসনে সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ করা হচ্ছে।' 

Advertisment

এতেই না থেমে দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী বলেন, 'ক্রিকেট দক্ষিণ আফ্রিকা, অন্যান্য দেশের ফেডারেশন, আইসিসি এবং ক্রিকেট খেলা বিশ্বকে, বিশেষ করে ক্রীড়াঙ্গনে উপস্থিত নারীদের কাছে কী বার্তা পাঠাতে চায় তা তাদেরকে সাবধানতার সঙ্গে ভাবতে হবে। আমি আশা করি সমর্থক, খেলোয়াড়, প্রশাসক-সহ ক্রিকেটের সঙ্গে জড়িত সকলের বিবেক আফগানিস্তানের মহিলাদের প্রতি সংহতি প্রকাশ করে দৃঢ় অবস্থান নেবে।'

আরও পড়ুন- 'গৌতম গম্ভীর একটা ভণ্ড লোক, যা বলেন তা করেন না', ভারতের হেড কোচকে চরম গালমন্দ মনোজের

বুধবার, ১৬০ জন ব্রিটিশ রাজনীতিবিদ ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)-কে চিঠি লিখে লাহোরে হতে চলা আফগানিস্তানের বিরুদ্ধে গ্রুপ ম্যাচ বয়কট করার আহ্বান জানিয়েছেন। এর ফলে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার আইসিসিকে তাদের নিজস্ব নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন। এই নিয়ম হল কোনও পূর্ণ সদস্য দেশ যদি তাদের পুরুষ ও মহিলা দলকে মাঠে নামাতে না পারে, তবে সেই দেশকে বাধ্যতামূলকভাবে বরখাস্ত করা হবে। এই আইনে আফগানিস্তানকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন ব্রিটিশ রাজনীতিবিদরা।

cricket Cricket News Champions Trophy Taliban South Africa Cricket Team Afghanistan Cricket Team England Cricket Team ICC
Advertisment