অলরাউন্ডার ছিলেন। প্রকৃত অর্থেই দেশের স্পিন কিংবদন্তি। সেই প্রবাদপ্রতিম স্পিনার বাপু নাদকার্নিই চলে গেলেন না দেখার দেশে। দেশের ক্রিকেটে রেখে গেলেন অজস্র স্মৃতি। যা প্রকৃত অর্থেই মণি মাণিক্য। মৃত্যুকালে বাপু নাদর্কানির বয়স হয়েছিল ৮৬ বছর। পরিবারের তরফে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন।
১৯৫০ থেকে ৬০-এর মধ্যে জাতীয় দলের জার্সিতে ৪১টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। সেই বাপু নাদকার্নিই শুক্রবার সন্ধেয় মুম্বইয়ে নিজের মেয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন বাদ পড়লেও আর্থিক ক্ষতি হবে না! ধোনির সম্পত্তি চোখ টাটাবে
মুম্বইয়ের ক্রিকেটে খেলে কিংবদন্তি আখ্যা পেলেও আসলে তিনি নাসিকে। বিশ্বক্রিকেটে তিনি প্রসিদ্ধ কৃপণতম বোলিং করার নিরিখে। ওভার পিছু তিনি রান দিয়েছেন ১.৬৭ রান। যা আজও রেকর্ড। তাঁর স্পিন রহস্যের মায়াজাল ভেদ করতে পারেননি তাবড় তাবড় ব্যাটসম্যানরাও।

১৯৬৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইতে (তৎকালীন মাদ্রাজ) ৩২ ওভার বোলিং করে ৫ রান দিয়েছিলেন। এর মধ্যে ২৭ ওভারে ব্যাটসম্যানরা কোনও রানই তুলতে পারেননি। শুধু তাই নয়, ২১টি ওভার ছিল পরপর মেডেন। সেই রেকর্ড আজও কোনও বোলার ভাঙতে পারেননি। তারও আগে পাকিস্তানের বিরুদ্ধে ১৯৬০-৬১ হোম সিরিজে কানপুরে তাঁর বোলিং গড় ছিল ৩২-২৪-২৩-০ এবং দিল্লিতে ৩৪-২৪-২৪-১। টেস্টে তাঁর মোট উইকেট সংখ্যা ৮৮টি।
… and when needed to spend time at the crease to delay the result he had the capacity to block every ball, frustrate the bowling opposition and just remain there without scoring anything .. prayers https://t.co/VLCRqNItkZ
— Amitabh Bachchan (@SrBachchan) January 17, 2020
https://platform.twitter.com/widgets.jsআরও পড়ুন মধুচক্রের ফাঁদে ভারতীয় ক্রিকেটার, নিশানায় সুন্দরী অভিনেত্রী
অবশ্য শুধু বোলিংয়েই নন, ব্যাট হাতেো মুগ্ধতা ছড়িয়েছেন। টেস্টে ব্যাট হাতে তিনি করেছেন ১৪১৪ রান। এর মধ্যে একটি শতরান সহ সাতটা হাফসেঞ্চুরিও রয়েছে। ১৯২টি প্রথম শ্রেণির ম্যাচে অংশ নিয়ে ৪০.৩৫ গড়ে ৮৮৮০ রান করেছেন। প্রথম শ্রেণির ম্যাচের উইকেট সংখ্যা ৫০০টি।
এমন নক্ষত্রের প্রয়াণে শোকাহত বিশ্বক্রিকেট। ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশাপাশি আইসিসির তরফেও দুঃখপ্রকাশ করা হয়েছে।
Read the full article in ENGLISH