Advertisment

আইপিএলের আগেই খারাপ খবর, চলে গেলেন প্রাক্তন ক্রিকেটার পাতিল

দেশের জার্সিতে মাত্র একটিই টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯৫৫ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচই ছিল কেরিয়ারের শেষ। দেশের জার্সিতে আর খেলার সুযোগ পাননি তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আইপিএল শুরুর আগেই ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া। জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সদাশিব রাও পাতিল শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মঙ্গলবার। এদিন মহারাষ্ট্রের কোলাপুরে নিজের বাসভবনে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। রেখে গেলেন দুই কন্যা এবং স্ত্রীকে।

Advertisment

publive-image প্রাক্তন ক্রিকেটার পাতিল

কোলাপুর জেলা ক্রিকেট সংস্থার প্রাক্তন আধিকারিক রমেশ কদম সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, "গভীর রাতে মধ্যেই কোলাপুরের রুইকর কলোনিতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।"

আরও পড়ুন ধোনিকে দেখতে দাও, গেটের কাছে আকুল আর্তি! দুবাই ‘সাক্ষী’ ধোনি প্রেমের

দেশের জার্সিতে মাত্র একটিই টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি। বোলিং অলরাউন্ডার ছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯৫৫ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচই ছিল কেরিয়ারের শেষ। দেশের জার্সিতে আর খেলার সুযোগ পাননি তিনি। পাশাপাশি, ১৯৫২ থেকে ১৯৬৪ সালের মধ্যে মহারাষ্ট্রের হয়ে ৩৬টি প্রথম শ্রেণির ম্যাচও খেলেন পাতিল। ৮৬৬ রান করার পাশাপাশি ৮৬টি উইকেটও নিয়েছেন তিনি। মহারাষ্ট্রের রঞ্জি দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত দেশের ক্রিকেট।

Read full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket
Advertisment