Shikhar Dhawan Autobiography: টিম ইন্ডিয়ার স্টার ক্রিকেটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan) এমন এক বিস্ফোরক কথা প্রকাশ করেছেন, যা ভারতীয় ক্রিকেট মহলে আলোড়ন ফেলে দিতে পারে। ‘মিস্টার আইসিসি’ নামে পরিচিত ধাওয়ান জানিয়েছেন, এক সময় তিনি একটি মেয়ের প্রেমে এতটাই ‘পাগল’ হয়ে গিয়েছিলেন যে তাঁকে লুকিয়ে হোটেলে নিয়ে যেতে শুরু করেছিলেন। সেসময় ধাওয়ান হোটেলের রুম রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে শেয়ার করতেন।
শিখর ধাওয়ান তাঁর আত্মজীবনী ‘দ্য ওয়ান: ক্রিকেট, মাই লাইফ অ্যান্ড মোর’ বইতে বহু অজানা ঘটনার কথা বলেছেন, যা আগে কেউ শোনেনি। এর মধ্যে একটি ঘটনা ২০০৬ সালের, যখন ধাওয়ান ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে ছিলেন। নিজের বইতে ধাওয়ান লিখেছেন, ‘সে অসাধারণ সুন্দরী ছিল, আর আমি আবার তাঁর প্রেমে পড়েছিলাম। আমি ওঁকে বিয়ে করতে চেয়েছিলাম।’
আরও পড়ুন বোনের বান্ধবীকেই বিয়ে, বলিউড নায়িকাদেরও রূপে হারাবেন ক্রিকেট তারকার স্ত্রী
ভক্তদের মধ্যে ‘গব্বর’ নামে পরিচিত শিখর ধাওয়ান তাঁর এই অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন এভাবে, ‘আমি সফরের শুরুতেই প্র্যাকটিস ম্যাচে হাফসেঞ্চুরি করেছিলাম। আমার ট্যুর ভালই যাচ্ছিল। প্রতিটি ম্যাচের পর আমি এলিন (ছদ্মনাম) এর সঙ্গে দেখা করতে যেতাম। পরে তাঁকে হোটেল রুমেও নিয়ে আসতাম। আমি এই রুম রোহিত শর্মার সঙ্গে শেয়ার করতাম। রোহিত প্রায়ই বিরক্ত হয়ে বলত, “তুই কি আমাকে ঘুমোতে দিবি না?”
গত বছর অবসর নেওয়া শিখর ধাওয়ান আরও লিখেছেন, ‘একদিন আমি এলিনের সঙ্গে ডিনারে যাচ্ছিলাম, তখন এই খবর পুরো টিমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এক সিলেক্টর আমাদের লবিতে একে অপরের হাত ধরা অবস্থায় দেখে ফেলেছিল। তবু আমার মনে হয়নি হাত ছেড়ে দিতে হবে, কারণ আমরা কোনও অপরাধ করিনি। ওই সফরে যদি আমি ভাল পারফর্ম করতাম, তাহলে হয়তো সিনিয়র টিমে জায়গা পেয়ে যেতাম। কিন্তু পারফরম্যান্স খারাপ হয়ে গেল।’
আরও পড়ুন গোপনে চলছিল 'উদ্দাম প্রেম', বলিউডের এই সুন্দরীর জন্যই পাগল ছিলেন টিম ইন্ডিয়ার রাজপুত্র! তারপর...
আইরিশ প্রেমিকায় মজে ধাওয়ান
২০০৬ সালের সেই প্রেমিকা শেষ পর্যন্ত শিখর ধাওয়ানের স্ত্রী হননি। তবে তাঁর প্রথম স্ত্রী ছিলেন অস্ট্রেলিয়ান আয়েশা। যদিও সেই বিয়েও এখন অতীত। বর্তমানে শিখর ধাওয়ান আইরিশ মডেল সোফি শাইনের সঙ্গে সম্পর্কে রয়েছেন।