গড়াপেটায় দোষী তারকা লঙ্কান ক্রিকেটার! ক্রিকেটে ফের তোলপাড় করা খবর

গত কয়েক বছর ধরেই শ্রীলঙ্কা ক্রিকেটে দুর্নীতি র একাধিক অভিযোগ উঠেছে। জয়সার ঘটনা সেই কাণ্ডে নয়া সংযোজন।

গত কয়েক বছর ধরেই শ্রীলঙ্কা ক্রিকেটে দুর্নীতি র একাধিক অভিযোগ উঠেছে। জয়সার ঘটনা সেই কাণ্ডে নয়া সংযোজন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আগেই ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত হয়েছিলেন। অভিযুক্ত হওয়ার দু-বছর পর গড়াপেটা কাণ্ডে দোষী সাব্যস্ত হলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার নুয়ান জয়সা। আইসিসির দুর্নীতি দমন শাখা তিনটি ধারায় তাকে দোষী সাব্যস্ত করেছে।

Advertisment

আইসিসির দুর্নীতি বিধির ২.১.১, ২.১.৪ ও ২.৪.৪ ধারা ভঙ্গ করেছেন তারকা লঙ্কান ক্রিকেটার। এই ধারা অনুযায়ী, গড়াপেটা করেছেন, বা দলের অন্য কাউকে প্রস্তাব দিয়েছেন অথবা দুর্নীতির প্রস্তাব পেয়েও তা গোপন করেছেন।

আরো পড়ুন: ম্যাচের আগের রাতে কি যৌন সম্পর্ক! ওয়ার্নারের স্ত্রী জানালেন দাম্পত্য কথা

Advertisment

২০১৯ সালে সংযুক্ত আরব আমিরশাহিতে একটি টি২০ ম্যাচে গড়াপেটায় জড়িত ছিলেন, এমন অভিযোগে তাঁকে দু-বছর আগে সাসপেন্ড করে আইসিসি। বর্তমানে দোষী সাব্যস্ত হওয়ার পর সাসপেন্ড করে। আপাতত সেই শাস্তি বহাল থাকছে। কিছুদিনের মধ্যেই শাস্তির মেয়াদ ঘোষণা করে দেওয়া হবে আইসিসির পক্ষ থেকে।

publive-image

জাতীয় দলের হয়ে শুধু খেলাই নয়, ২০১৫ সালে লঙ্কান বোর্ডের তরফ থেকে জয়সা বোলিং কোচ হিসাবেও নিযুক্ত হন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারেও কর্মরত ছিলেন। এই পদ ব্যবহার করেই বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটারদের সান্নিধ্যে আসেন তিনি।

গত কয়েক বছর ধরেই শ্রীলঙ্কা ক্রিকেটে দুর্নীতি র একাধিক অভিযোগ উঠেছে। জয়সার ঘটনা সেই কাণ্ডে নয়া সংযোজন। ২০১৮ সালের ডিসেম্বরে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো জানিয়েছিলেন, আইসিসির তরফে সবথেকে দুর্নীতিগ্রস্ত ক্রিকেট খেলিয়ে দেশ হিসাবে শ্রীলঙ্কার নাম ঘোষণা করা হয়।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

ICC Sri Lanka