Sony Norde Mohun Bagan: মোহনবাগানের আবেগে আঘাত আইলিগ জয়ী ক্লাবের! সোনিকে অন্য দলে মানতে পারবেন তো মেরিনার্সরা?

Sony Norde: একটা সময় মোহনবাগানের প্রাণভ্রমরা ছিলেন সোনি নর্ডি। ওডাফা ওকোলির পর তিনি বাগান সমর্থকদের হৃদয়ের মণিকোঠায় পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিলেন।

Sony Norde: একটা সময় মোহনবাগানের প্রাণভ্রমরা ছিলেন সোনি নর্ডি। ওডাফা ওকোলির পর তিনি বাগান সমর্থকদের হৃদয়ের মণিকোঠায় পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sony Norde Mohun Bagan (1)

মোহনবাগানের জার্সিতে সোনি নর্ডি

Mohun Bagan: একটা সময় তিনি ছিলেন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের প্রাণভ্রমরা। তাঁর পা থেকে গোল দেখার জন্য সবুজ-মেরুন সমর্থকরা অধীর আগ্রহে বসে থাকতেন? নাম, সোনি নর্ডি (Sony Norde)। শুধু নাম বললে ভুল হবে, বাগান সমর্থকদের কাছে এটা ছিল আবেগেরই সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ। এমনকী, হাইতির এই ফুটবলার যখন ক্লাব ছেড়েছিলেন, সেইসময় মেরিনার্সদের চোখের জলে ভিজেছিল গোটা বাগান। যাওয়ার আগে সোনি প্রতিশ্রুতিও দিয়ে গিয়েছিলেন যে ভারতে মোহনবাগান ছাড়া অন্য কোনও ক্লাবের জার্সিতে আই-লিগ খেলবেন না। 

Advertisment

কিন্তু, সময় বদলে গিয়েছে। ২০১৯ সালে ভারত ছেড়েছিলেন সোনি। এরপর কেটে গিয়েছে ৬ বছর। তাও মাঝেমধ্যেই মোহনবাগানের সাফল্যে তাঁর মুখে প্রশংসা শুনতে পাওয়া গিয়েছে। শোনা যাচ্ছে, সোনি নাকি আবারও ভারতীয় ফুটবলে কামব্যাক করতে পারেন। এমনকী, খেলবেন আই-লিগও! বিশ্বাস হচ্ছে না? তাহলে বাকি প্রতিবেদনটা পড়ে নিন।

Mohun Bagan vs East Bengal: মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বড় খবর, কলকাতা লিগে একই গ্রুপে দুই প্রধান

গত কয়েকদিন ধরেই সোনি নর্ডিকে নিয়ে ভারতীয় ফুটবলে আবারও গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC) নাকি তাঁকে খেলার জন্য প্রস্তাব দিয়েছে। সম্প্রতি আই-লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ফুটবল ক্লাবটি। তারা আপাতত এই মিড-ফিল্ড জেনারেলকে সই করানোর চিন্তাভাবনা শুরু করেছে। বেশ কয়েকটি সূত্রের খবর, আপাতত প্রাথমিক পর্যায়ের কথাবার্তা হয়েছে। তবে এই ট্রান্সফার নিয়ে এখনও পর্যন্ত কোনও অফিশিয়াল কনফার্মেশন পাওয়া যায়নি।

Advertisment

Mohun Bagan: সবুজ-মেরুন ফ্যানদের জন্য খুশির খবর, ভারতীয় দলে সুযোগ পেলেন মোহনবাগান তারকা

বর্তমানে সোনি নর্ডি ইন্দোনেশিয়ার লিগ-১ টুর্নামেন্ট খেলতে ব্যস্ত। এই টুর্নামেন্টে তিনি মালুট ইউনাইটেড এফসি দলের জার্সিতে খেলেন। শোনা যাচ্ছে, মালুটের সঙ্গে সোনি নর্ডির চুক্তি বাড়ানো নিয়ে একপ্রস্থ কথাবার্তা নাকি হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে তিনি আবারও ভারতীয় ফুটবলে প্রত্যাবর্তন করবেন কি না, তা নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়েছে।

Mohun Bagan Super Giant: ভারতে ফিরছেন তারকা গোলমেশিন! তবুও খেলবেন না মোহনবাগানের হয়ে?

মোহনবাগান ক্লাবে সোনির কেরিয়ার

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১৪-১৫ আই-লিগ মরশুমে মোহনবাগান ক্লাবে যোগ দিয়েছিলেন সোনি নর্ডি। ওই মরশুমে তিনি সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে ৯ গোল করেন। পাশাপাশি ১৩ গোলের ক্ষেত্রে অ্যাসিস্টও করেছিলেন। ২০১৫ সালের ৩১ মে আই-লিগ খেতাব জয় করেছিল মোহনবাগান। এই জয়ের পিছনে সোনির অবদান ছিল অনস্বীকার্য। এরপর তিনি মোহনবাগানের জার্সিতে ২০১৫-১৬ ফেডারেশন কাপও খেলেছিলেন। সেই মরশুমে মেরিনার্সরা আইজল এফসি'কে ৫-০ গোলে পরাস্ত করে ফেড কাপ জয় করেছিল। এরপর ২০১৬ সালে আয়োজিত এএফসি কাপে তিনি গ্রুপ পর্বের পরপর তিনটে ম্য়াচে মোহনবাগানের হয়ে গোল করেছিলেন। মাজিয়া এসসি-র বিরুদ্ধে ৫-২ গোলে, দক্ষিণ চিনের বিরুদ্ধে ৪-০ গোলে এবং ইয়াঙ্গন ইউনাইটেডের বিরুদ্ধে ৩-২ গোলে জয়লাভ করেছিল মোহনবাগান।

Mohun Bagan New Footballer: মেহতাবকে নিয়ে আদৌ কোনও লাভ হবে মোহনবাগানের? প্রশ্ন মেরিনার্সদের

ডান পায়ের হাঁটুতে চোটের কারণে বেশ অনেকদিন ধরেই ভুগছিলেন সোনি নর্ডি। অবশেষে ২০১৮ সালের জানুয়ারি মাসে মোহনবাগান তাঁকে ছেড়ে দিয়েছিল। তবে সোনির জন্য মেরিনার্সদের হৃদয়ে ভালবাসা আজও অমলিন হয়ে রয়েছে।

Mohun Bagan Sony Norde Diamond Harbour FC