Mohun Bagan Super Giant: আইএসএল টুর্নামেন্টে (ISL 2024-25) লিগ শিল্ড এবং খেতাব ইতিমধ্যেই চলে এসেছে। এবার এশিয়া মহাদেশে নিজেদের পরিচয় আলাদা করে গড়ে তুলতে চাইছে মোহনবাগান সুপার জায়ান্ট। আর সেই লক্ষ্যেই তারা শুরু করে দিয়েছে দলগঠনের কাজ। ইতিমধ্যে শোনা যাচ্ছিল যে আগামী মরশুমে মেহতাব সিংকে (Mehtab Singh) নাকি সবুজ-মেরুন ব্রিগেড টার্গেট করতে পারবে। কিন্তু, মেহতাব কি সত্যিই মোহনবাগান ক্লাবে যোগ দেবেন? তা নিয়ে ইতিমধ্য়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।
Mohun Bagan New Footballer: সুখের সংসারে এবার ভাঙন? মোহনবাগান ছাড়তে চলেছেন তারকা ফুটবলার
আনোয়ারের পরিবর্তে মেহতাব?
গত কয়েকদিন ধরে বাগান শিবিরে কান পাতলে একটাই নাম শুনতে পাওয়া যাচ্ছে। আনোয়ার আলির পরিবর্তে নাকি মোহনবাগান টিম ম্যানেজমেন্ট মেহতাব সিংকে টার্গেট করছে। প্রসঙ্গত, আনোয়ারের সঙ্গে মোহনবাগানের ৫ বছরের চুক্তি ছিল। কিন্তু, সেই চুক্তি ভেঙেই আনোয়ার ইস্টবেঙ্গল দলে যোগ দিয়েছিলেন। ব্যাপারটা নিয়ে যথেষ্টই জলঘোলা হয়েছিল। আজ থাক সেসব কথা।
Mohun Bagan News Update: নতুন মরশুমে বড় সিদ্ধান্ত গ্রহণ করছে মোহনবাগান! মাথায় হাত সমর্থকদের
মেহতাব সিংকে নিয়ে গুঞ্জন বাগান শিবিরে
তো, এই মেহতাব সিংকে নিয়ে মেরিনার্সদের মধ্যে ইতিমধ্যেই জোর গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। একথা নিঃসন্দেহে বলা যেতে পারে যে মোহনবাগান দলে আপাতত একজন ভাল মানের সেন্টার ব্যাক দরকার। অনেকেই হয়ত এক্ষেত্রে দীপেন্দু বিশ্বাসের কথা বলতে পারেন। দীপেন্দুর খেলা ইতিমধ্যেই গোটা দেশের নজর কেড়েছে।
Mohun Bagan Robson Robinho: মোহনবাগানে আদৌ যোগ দেবেন রবসন? ফাঁস হল 'অন্দর কী বাত'
তবে আশা করা হচ্ছে, মোহনবাগান সুপার জায়ান্টের মতো একটা শক্তিশালী দল দীপেন্দুর পাশাপাশি আরও একজন সেন্টার ব্যাককে বিকল্প হিসেবে স্কোয়াডে রাখতে চাইবে। সন্দেশ ঝিংগানের বয়স আপাতত অনেকটাই বেড়ে গিয়েছে। চিঙ্গলসানা সিংও নিজের যোগ্যতার প্রতি সুবিচার করতে পারেননি। এই পরিস্থিতিতে মোহনবাগান যে কার্যত বাধ্য হয়েই মেহতাব সিংয়ের দিকে হাত বাড়াতে পারে, তা বলা যায়।
East Bengal vs Mohun Bagan: 'গরিব' বলেই বার বার ব্যর্থ ইস্টবেঙ্গল? 'ধনী' মোহনবাগানের তুলনা টেনে বিস্ফোরক অ্যালভিটো
মেহতাবকে দলে নেওয়া বুদ্ধিমানের কাজ
যদি মেহতাবকে একান্তই সই করাতে পারে, তাহলে বর্তমান মোহনবাগান সুপার জায়ান্ট দলটা আরও ভাল জায়গায় পৌঁছতে পারবে। আসন্ন মরশুমে মোহনবাগানের সামনে রয়েছে এএফসি চ্যালেঞ্জ লিগ। রয়েছে সুপার কাপ। এছাড়া ২০২৫-২৬ আইএসএল মরশুম তো রয়েইছে। এই প্রত্যেকটা টুর্নামেন্টেই মোহনবাগান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। সেইদিক থেকে বিচার করলে মেহতাবকে দলে নেওয়া অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে। শেষপর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই আপাতত দেখার।