PSL-ই সেরা, IPL-এর বোলিং নিম্নমানের! ঝড় তুলে বেনজির মন্তব্য আকিবের

আইপিএলের থেকে পাকিস্তান সুপার লিগের বোলিংয়ের মান অনেক ভাল। এমনটাই মনে করছেন পাকিস্তানের প্রাক্তন তারকা আকিব জাভেদ।

আইপিএলের থেকে পাকিস্তান সুপার লিগের বোলিংয়ের মান অনেক ভাল। এমনটাই মনে করছেন পাকিস্তানের প্রাক্তন তারকা আকিব জাভেদ।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ক্রিকেট মহলে ঝড় তুলে দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আকিব জাভেদ। চাঞ্চল্যকরভাবে জানিয়ে দিলেন, পাকিস্তান ক্রিকেট লিগ বিশ্বের সবথেকে চমকপ্রদ লিগ। আইপিএলের সঙ্গে তুলনাই হয় না। কারণ হিসেবে জানাতে গিয়ে আকিব জাভেদের বক্তব্য, ভারতের ক্রিকেট পিচ পাকিস্তানের তুলনায় অনেক বেশি পাটা।

Advertisment

"কোভিড অথবা অন্য কোনও কারণে লিগ বাধাপ্রাপ্ত না হলে পিএসএল বিশ্বের সবথেকে ইন্টারেস্টিং লিগ। ভারতের পিচ অনেক বেশি পাটা। তবে পাকিস্তানের, যেমন লাহোরের পিচেই বোলারদের জন্য বেশ রসদ রয়েছে। আবার করাচির পিচে অনেক বেশি রান ওঠে।" পিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন আকিব জাভেদ।

"অন্যদিকে, আইপিএলে ভারতের পিচ লক্ষ্য করলে দেখা যাবে, গোটা টুর্নামেন্টেই একই ধরনের ক্রিকেট খেলা হয়ে চলেছে। পিচ যেমন বড্ড বেশি ব্যাটিং সহায়ক, তেমন বোলারদের মানও নিম্নমানের।"

Advertisment

৪৯ বছরের পাক তারকার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন পাক সাংবাদিক সাজ সাদিক। তারপরেই ভারতীয় নেটিজেনদের কাছে তীব্রভাবে ট্রোলড হন তিনি।

আরও পড়ুন: কোহলি বড্ড লড়াই করে! প্রশংসা করেও প্রকাশ্যে বিরাট কটাক্ষ সৌরভের

আইপিএল যে বিশ্বের একনম্বর টি২০ লিগ, তা মোটামুটি মান্যতা পেয়ে গিয়েছে ক্রিকেট বিশ্বে। বিশ্বের সেরা ক্রিকেটাররা যেমন ভারতে খেলতে মুখিয়ে থাকেন, তেমন ভারতের ঘরোয়া ক্রিকেটের প্রতিশ্রুতিমান তারকারাও বিদেশিদের খেলে নিজেদের মান আরও উন্নত করে নেওয়ার সুযোগ পান। বিশ্বের সমস্ত ক্রিকেট খেলিয়ে দেশেই আইপিএল পারফরম্যান্সকে জাতীয় দলে জায়গা দেওয়ার ক্ষেত্রে মান্যতা দেওয়া হয়।

আকিব জাভেদ বর্তমানে পিএসএলে লাহোর কালান্ডার্সের হেড কোচ। সপ্তম পিএসএলের জন্য প্রস্তুতি নিচ্ছে আকিব জাভেদ এন্ড কোং। প্রথমবারের মত পিএসএল খেতাব জিততে মরিয়া লাহোর ফ্র্যাঞ্চাইজি। লাহোর নিজেদের স্কোয়াড মোটামুটি ধরে রেখেছে। রয়েছেন শাহিন আফ্রিদি, রশিদ খান, হ্যারিস রউফ, ডেভিড ওয়াইজ, মহম্মদ হাফিজ। ড্রাফটিংযে লাহোর সই করিয়েছে উইকেটকিপার ব্যাটসম্যান ফিল সল্ট, হ্যারি ব্রুক এবং বর্ষীয়ান ইংরেজ অলরাউন্ডার সমিত প্যাটেলকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

pakistan IPL Pakistan Cricket