কাশ্মীর ইস্যুতে রীতিমতো বেকায়দায় পাকিস্তান। আন্তর্জাতিক মহলে কাশ্মীর-ইস্যুতে সরব হয়েছিল পড়শি দেশ। তবে তা পাত্তা পায়নি বিশ্বের প্রথমসারির দেশের কাছে। এমন সময়ে ইমরান খান সহ পাকিস্তানের মন্ত্রীসভার একাধিক সদস্য উস্কানি মূলক কথাবার্তা জারি রেখেছেন। সেই পথেই হেঁটেছেন পাকিস্তানের সেলিব্রিটিকুলও। শাহিদ আফ্রিদি, সরফরাজ আহমেদের আগেই কাশ্মীর ইস্যুতে বিতর্কিত কথা বলেছিল। এবার সেই পথে হাঁটলেন প্রাক্তন পাক ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ। রীতিমতো কেটে ফেলার হুমকি দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর কথা বলার এই ভিডিও রীতিমতো ঝড় তুলে দিয়েছে।
ভাইরাল ভিডিওতে জাভেদ মিঁয়াদাদকে দেখা যাচ্ছে, পাকিস্তানের জাতীয় দলের জার্সি গায়ে উস্কানিমূলক মন্তব্য করছেন তিনি। তাঁর চারপাশে কাশ্মীর ইস্যুতে পথে নামা পাকিস্তানিরা। মিঁয়াদাদের হাতে একটি ধারালো তরোয়াল। খাপ থেকে তরোয়াল বের করে মিঁয়াদাদকে বলতে শোনা যাচ্ছে, "কাশ্মীরী ভাই-বোনেরা কোনও চিন্তা কোরো না। আমরা তোমাদের পাশেই রয়েছি। আগে ব্য়াট হাতে ছক্কা হাকিয়েছি। এবার আমার হাতে তলোয়ার রয়েছে।" ভয়ঙ্কর ভিডিওতে আরও সংযোজন, "ব্য়াট দিয়ে যদি ছক্কা মারতে পারি, তাহলে তলোয়ার হাতে মানুষও মারতে পারব। ব্যাট, তলোয়ার- দুটোই ধার রয়েছে।"
আরও পড়ুন বর্ডারে শান্তির পতাকা ওড়ানোর পরিকল্পনা মিঁয়াদাদের
Former Pakistan cricketer Javed Miandad threatening India while holding a sword: Pehle main balle se chakka marta tha, ab talwar se insaan maaronga (If I can hit six with a bat, why can't I swing sword.. I used to hit sixes with bat, now I'll kill humans with sword)... pic.twitter.com/blmK1XnbKS
— Navneet Mundhra (@navneet_mundhra) September 1, 2019
ঘটনাচক্রে, কিছুদিন আগেই টুইটার ভিডিওতে মিঁয়াদাদ বর্ডারে এসে শান্তির পতাকা ওড়ানোর বার্তা দিয়ে গোটা বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছিলেন। সমস্ত ধরনের মানুষকে কাশ্মীরের সমর্থনে রুট মার্চের কথাও বলেন তিনি। মনে করা হচ্ছে, সেই রুট-মার্চেই অস্ত্র হাতে বেরিয়েছিলেন বিতর্কিত ক্রিকেটার। সেখানেই মানুষ মারার কথা বলেছেন তিনি।
এর আগেও একাধিকবার মিঁয়াদাদ কাশ্মীর ইস্যুতে বিস্ফোরক কথাবার্তা বলেছেন। ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের উস্কানি দিয়ে কাশ্মীরীদের হাতে অস্ত্র তুলে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। কেন্দ্রীয় সরকারের কাশ্মীরের সাম্প্রতিক ৩৭০ ধারা বাতিলের পরে মিঁয়াদাদ বলেছিলেন, কাশ্মীরি ভাইবোনদের আর বাড়িতে বসে থাকা উচিত নয়। ভারতকে বোম মারার কথাও বলেছেন তিনি।
Read the full article in ENGLISH