MS Dhoni Becomes Top Brand Ambassador in 2024, Surpasses SRK & Big B: পাত্তাই পেলেন না শাহরুখ, অমিতাভ! অবসরের ৫ বছর পরেও ধোনি-ম্যাজিকে ঝাপসা দুই কিংবদন্তি

MS Dhoni news: অমিতাভ, শাহরুখকে টেক্কা দিয়ে আবারও রেকর্ড মহেন্দ্র সিং ধোনির, সেরার সেরা নজির সামনেই। স্বীকার করতে বাধ্য হল বিভিন্ন আন্তর্জাতিক সমীক্ষকরাও।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Dhoni beats SRK and Amitabh in 2024 brand endorsements, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, মহেন্দ্র সিং ধোনি

MS Dhoni: শাহরুখ, অমিতাভকেও টেক্কা দিলেন ধোনি। (ছবি: এসআরকে ইউনিভার্স এবং আইপিএল)

MS Dhoni Beats SRK & Big B: Top Brand Ambassador of 2024: ইতিহাস তৈরি করলেন মহেন্দ্র সিং ধোনি। পিছনে ফেলে দিলেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খানকেও। তিনিই হলেন সেই ভারতীয় তারকা যিনি ২০২৪ সালে সবচেয়ে বেশি ব্র্যান্ড এনডোর্সমেন্ট পেয়েছেন। ধোনি পেয়েছেন মোট ৪২টি ব্র্যান্ড এনডোর্সমেন্ট। অমিতাভ বচ্চন পেয়েছেন ৪১টি। তিনি আছেন তালিকার দ্বিতীয় স্থানে। শাহরুখ খান রয়েছেন তৃতীয় স্থানে। তিনি পেয়েছেন ৩৪টি ব্র্যান্ড এনডোর্সমেন্ট।

Advertisment

ভারতীয় ক্রিকেটে ধোনি অন্যতম মহাতারকা। ২০১৯ সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে ভারত হেরে গিয়েছিল নিউজিল্যান্ডের কাছে। সেটাই ছিল ধোনির শেষ ম্যাচ। তবে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পাঁচ বছর পরও তিনি ভারতীয় ক্রিকেটের অন্যতম শিরোনাম। আর, সেই কারণেই সংবাদমাধ্যমকে এক ব্র্যান্ড কৌশল বিশেষজ্ঞ বলেছেন যে এমএস ধোনি শুধুমাত্র একজন ক্রিকেটার বা ক্রীড়া ব্যক্তিত্বই নন। তিনি তার চেয়েও বেশি কিছু। তিনি তাঁর শান্ত মনোভাব এবং অ-বিতর্কিত ব্যক্তিত্বের জন্যও ব্র্যান্ড দুনিয়ার কাছে রীতিমতো আকর্ষণীয়। 

ওই ব্র্যান্ড বিশেষজ্ঞ বলেন, 'ক্রিকেটে ক্রিকেটারের শেষ তিনটি ম্যাচই দর্শকরা মনে রাখে। ওই তিনটি ম্যাচে কোনও ক্রিকেটার যত ভালো, তিনি তত ভালো ক্রিকেটার হিসেবে স্বীকৃতি পান। কিন্তু, ধোনি সেই মাপকাঠিটাকে ছাপিয়ে গেছেন। তিনি কেবল সাধারণ ক্রীড়াবিদ নন। একজন সংযত, শান্ত, অ-বিতর্কিত ব্যক্তিত্ব। যা ব্র্যান্ডের পছন্দ।' 

ধোনিকে শীঘ্রই আইপিএল খেলতে দেখা যাবে। ২০২৫ মরশুমে তিনি গত কয়েক বছরের মত চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর হয়ে খেলবেন। আইপিএল নিলামের আগেই আনক্যাপড খেলোয়াড় হিসেবে তাঁকে ৪ কোটি টাকায় ধরে রেখেছিল সিএসকে। ধোনি যেহেতু পাঁচ বছর ধরে জাতীয় দলে খেলেন না, সেই জন্যই তাঁকে আনক্যাপড খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়েছে। তিনি সিএসকের একনম্বর উইকেটরক্ষক-ব্যাটার। গোটা আইপিএলে ফ্র্যাঞ্চাইজির প্রথম একাদশে খেলবেন, সেটাও নিশ্চিত। 

Advertisment

আরও পড়ুন- বুমরা হয়ত নেই তৃতীয় টেস্টেই, বেনজির দুঃসংবাদে ঝাঁঝরা হয়ে গেল টিম ইন্ডিয়া

অবশ্য গতবারই সিএসকে তাঁকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছে। সিএসকের দাবি, ধোনির সংকেত পেয়েই তাঁকে অধিনায়কের পদ থেকে সরানো হয়েছে। ধোনির বদলে সিএসকে অধিনায়ক করেছে রুতুরাজ গায়কোয়াড়কে। ধোনি অধিনায়ক থাকাকালীন দক্ষিণের দলটি পাঁচবার আইপিএল জিতেছে। আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজির মধ্য়ে দুটি দলই পাঁচবার ট্রফি জিতেছে। তার একটি হল সিএসকে। অন্যটি হল মুম্বই ইন্ডিয়ান্স। তার মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স আবার পাঁচবারই ট্রফি জিতেছে রোহিত শর্মার অধিনায়কত্বে।

Chennai Super Kings CSK amitabh bachchan MS DHONI Mahendra Sing Dhoni IPL Cricket News shah-rukh-khan