টি২০ বিশ্বকাপের মাত্র ৬মাস বাকি রয়েছে। বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়া নিজেদের দল গুছিয়ে নিচ্ছে। যদিও এখনো বেশ কয়েকটি পজিশনে সম্ভাব্যদের 'দেখে নেওয়া' হচ্ছে। টিম ইন্ডিয়ার পেস আক্রমণ দুনিয়ার অন্যতম সেরা- জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ সহ নতুনরা রয়েছেন।
তবে পেসারদের স্ট্যান্ড বাই লিস্টে অনেকেই জায়গা করে নিতে পারেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতের পেস আক্রমণ কেমন হতে চলেছে, তার এক ঝলক দেখা গিয়েছে। তবে এখনো শো পিস ইভেন্টের আগে নতুনদের সুযোগ দিতে চায় টিম ম্যানেজমেন্ট।
আরো পড়ুন: ফাইনালে নামার আগেই সেরার সেরা টিম ইন্ডিয়া! সব দলকে পিছিয়ে শ্রেষ্ঠ কোহলিরাই
আর বিশ্বকাপে ভারতের তুরুপের তাস হতেই পারেন পেসার সিদ্ধার্থ কউল। চলতি বছরের শুরুতেই জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য ফিটনেস টেস্ট নেওয়া হয়েছিল সিদ্ধার্থের। এমনকি টি২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে শ্রীলঙ্কা সফরে যে দ্বিতীয় সারির দল পাঠানো হবে, সেখানে রাখা হতে পারে সিদ্ধার্থ কউলকে।
ভারতীয় ক্রিকেটে সিদ্ধার্থ কউল মোটেই অপরিচিত নাম নয়। এর আগে বিরাট কোহলির সঙ্গেই ২০০৮ সালে যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। আর সিনিয়র টি২০ ওয়ার্ল্ড কাপ জিতে নিজের স্বপ্ন পূরণ করতে পারেন তিনি। জানালেন, তিনিই হতে পারেন ক্যাপ্টেন কোহলির লাকি চার্ম।
স্পোর্টসক্রীড়া-য় সিদ্ধার্থ কউল জানিয়ে দিয়েছেন, "জাতীয় দলে খেলার সময় ভীষণ উপভোগ করেছি। তবে আমর আসল স্বপ্ন আগামী কোনো বিশ্বকাপে দেশকে চ্যাম্পিয়ন করা। যেভাবে প্রস্তুতি নিচ্ছি, তাতে জাতীয় দলে সুযোগ পেলে অবশ্যই টিম ইন্ডিয়াকে বিশ্বচ্যাম্পিয়ন করতে সেরাটা উজাড় করে দেব। যুব বিশ্বকাপে যেভাবে কোহলিকে চাম্পিয়ন করতে সাহায্য করেছিলাম, সেটাই এবার সিনিয়র ক্রিকেটে করতে চাই। বিরাট কোহলি যেহেতু ক্যাপ্টেন, তাই আমি ওঁর লাকি চার্ম হতেই পারি।"
২০০৮ সালে বিরাট কোহলির নেতৃত্বে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচেই স্বপ্নের স্পেল উপহার দিয়েছিলেন সিদ্ধার্থ কউল। শেষ ওভারে তীব্র চাপের মুখে জয় এনে দেওয়া সিদ্ধার্থ ফাইনালে ৫ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন। ২০১৯ সাল থেকেই জাতীয় দলের বাইরে সিদ্ধার্থ কউল। ২০১৭ সালে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআইয়ে জাতীয় দলে ডাক পেয়েছিলেন। তারপরে ইংল্যান্ড ট্যুরেও জায়গা পেয়েছিলেন।
সবমিলিয়ে জাতীয় দলের হয়ে ৩টে করে ওডিআই এবং টি২০ ম্যাচ খেলেছেন তিনি। তার আগে ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্যদের তালিকাতেও রাখা হয় তাঁকে। শ্রীলঙ্কা সফরে সুযোগ পেলে সিদ্ধার্থ কউলকে সেরাটা মেলে ধরবেন, তা নিয়ে কোনো সন্দেহই নেই।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন