Advertisment

Argentina football racism: বর্ণবিদ্বেষের ভয়ঙ্কর অভিযোগ, কোপা জয়ের পরেই তছনছ করে দেওয়া বিতর্কে মেসির আর্জেন্টিনা

Argentina wins Copa America 2025: এনজো ফার্নান্দেজের এই ভিডিওর তীব্র নিন্দা করে ওয়েসলি ফোফানা ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, '২০২৪ সালে ফুটবল- বাধাহীন বর্ণবাদ।'

author-image
IE Bangla Sports Desk
New Update
Copa America, Argentina, কোপা আমেরিকা, আর্জেন্টিনা,

Copa America-Argentina: আর্জেন্টিনা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পর। (টুইটার)

France Argentina racism: '২০২৪ সালে ফুটবল- বাধাহীন বর্ণবাদ,' কোপা আমেরিকা জয়ের পরে এই বর্ণবাদী স্লোগান দেওয়ার জন্য আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজের নিন্দা করেছে ফ্রান্স। পাশাপাশি নিন্দা করেছে আর্জেন্টিনার অন্য খেলোয়াড়দেরও। ফ্রান্সের তরফে এই নিন্দা করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। আর্জেন্টিনার খেলোয়াড়রা ফ্রান্সের খেলোয়াড়দের উদ্দেশ্য করে এই বর্ণবাদী স্লোগান দিয়েছেন। সেনিয়ে মুখ খুলেছেন চেলসির ডিফেন্ডার ওয়েসলি ফোফানাও। তিনিও তাঁর ক্লাব সতীর্থ এনজো ফার্নান্দেজ এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলের অন্য খেলোয়াড়দের তীব্র নিন্দা করেছেন।

Advertisment

রবিবার কলম্বিয়ার বিরুদ্ধে ফাইনালে আর্জেন্টিনার ১-০ জয়ের পরে ফার্নান্দেজ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন। তাতে এক ভিডিওতে বছর ২৩-এর ফার্নান্দেজকে তাঁর সতীর্থদের সঙ্গে বর্ণবাদী এবং বৈষম্যমূলক গান গাইতে দেখা গিয়েছে। গানের কিছু কথা ছিল, 'তাঁরা ফ্রান্সের হয়ে খেলে। কিন্তু, তাঁদের বাবা-মা অ্যাঙ্গোলা থেকে এসেছে। তাঁদের মা ক্যামেরুনে থাকে। তাঁদের বাবা নাইজেরিয়ায় থাকে। কিন্তু, তাদের পাসপোর্টে ফরাসি লেখা আছে।' গানটিতে ফ্রান্স এবং রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের সঙ্গে ট্রান্সজেন্ডার মডেল ইনেস রাউ-এর সম্পর্ক নিয়ে অবমাননাকর কথা বলা হয়েছে।

আরও পড়ুন- আমার কেরিয়ার ধ্বংস করেছে ধোনি-কোহলি! আগুন জ্বালিয়ে মুখ খুলে দিলেন টিম ইন্ডিয়ার সুপারস্টার

যার কড়া জবাব দিয়েছে ফ্রান্স। আর্জেন্টিনার খেলোয়াড়দের এই গানের কথা, চেলসিতে খেলা ফরাসি কালো বর্ণের খেলোয়াড়দের উত্তেজিত করেছে। চেলসিতে ক্রিস্টোফার এনকুঙ্কু, মালো গুস্তো, অ্যাক্সেল ডিসাসি, বেনোইট বাদিয়াশিল-সহ বেশ কয়েকজন ফরাসি কালো খেলোয়াড় আছেন। সোশ্যাল মিডিয়ায় এনজো ফার্নান্দেজের এই ভিডিওর তীব্র নিন্দা করে ওয়েসলি ফোফানা ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, '২০২৪ সালে ফুটবল- বাধাহীন বর্ণবাদ।' বার্সেলোনা তথা ফ্রান্সের ডিফেন্ডার জুলেস কাউন্ডে ভিডিওটিকে সোশ্যাল মিডিয়ায় 'বিলাপ' বলে কড়া সমালোচনা করেছেন।

ফ্রান্স ফুটবল অ্যাসোসিয়েশন (এফএফএফ) প্রেসিডেন্ট ফিলিপ দিয়ালো, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও ফ্যাবিয়ান তাপিয়ার কাছে ওই ভিডিও নিয়ে বিবৃতি দাবি করেছেন। একইসঙ্গে, এফএফএফ হুঁশিয়ারি দিয়েছে যে তারা এই ভিডিওটির বিরুদ্ধে একটি অফিসিয়ালি অভিযোগ দায়ের করবে।

Football Argentina france Copa America
Advertisment