CAB Joint Secretary: ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি আত্মসাৎ, CAB কর্তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগে তোলপাড়
CAB Joint Secretary Debabrata Das: সিএবি প্রেসিডেন্টের কাছে জোড়া চিঠি দিয়ে দেবব্রত দাসের বিরুদ্ধে নালিশ ঠুকেছে আদিত্য গ্রুপ অফ স্পোর্টস। আবার দেবব্রত দাসের বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ তুলে দুপাতার চিঠি জমা দিয়েছে তাঁর নিজের টাউন ক্লাব।
CAB Joint Secretary Debabrata Das: সিএবি প্রেসিডেন্টের কাছে জোড়া চিঠি দিয়ে দেবব্রত দাসের বিরুদ্ধে নালিশ ঠুকেছে আদিত্য গ্রুপ অফ স্পোর্টস। আবার দেবব্রত দাসের বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ তুলে দুপাতার চিঠি জমা দিয়েছে তাঁর নিজের টাউন ক্লাব।
Debabrata Das CAB: সিএবি যুগ্মসচিব দেবব্রত দাসের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ
CAB Joint Secretary Debabrata Das Controversy: ভয়ঙ্কর অভিযোগে বিদ্ধ সিএবি (CAB) যুগ্মসচিব দেবব্রত দাস। তাঁর বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে তোলপাড় সিএবি-তে। টাকা নিয়ে কখনও বাংলার হয়ে আবার কখনও ক্লাব হিসাবে সিএবি-র টুর্নামেন্টে খেলানোর নামে প্রচুর টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দেবব্রতর বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (Cricket Association of Bengal) অন্দরে।
Advertisment
সিএবি প্রেসিডেন্টের কাছে জোড়া চিঠি দিয়ে দেবব্রত দাসের বিরুদ্ধে নালিশ ঠুকেছে আদিত্য গ্রুপ অফ স্পোর্টস। আবার দেবব্রত দাসের বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ তুলে দুপাতার চিঠি জমা দিয়েছে তাঁর নিজের টাউন ক্লাব। দুটি চিঠির প্রতিলিপি হাতে এসেছে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার। সেই চিঠিগুলির ছত্র ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ সিএবি যুগ্মসচিবের বিরুদ্ধে।
টাউন ক্লাবের প্রেসিডেন্টের সই করা চিঠিতে সিএবির ওম্বুডমানকে উদ্দেশ্য করে বেশ কিছু অভিযোগে দৃষ্টিপাত করা হয়েছে। বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে টাউন ক্লাবের সচিব দেবব্রত দাস অনেক তরুণ ক্রিকেটারকে বাংলার হয়ে খেলানোর নাম করে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। আবার বাংলার হয়ে খেলানোর নাম করে জোর করে অনেক ক্রিকেটারকে টাউন ক্লাবে খেলানো হয়েছে বলে অভিযোগ। সিএবির প্রতিনিধিত্ব দেওয়ার নাম করে অনেক ব্যক্তিদের লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ সিএবি কর্তার বিরুদ্ধে। ক্রিকেটারদের খাবারের বিল নিয়ে প্রচুর টাকা গরমিলের অভিযোগ দেবব্রত দাসের বিরুদ্ধে।
টাউন ক্লাবের ২ পাতার চিঠি
মাস দুয়েক আগেও সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের কাছে একটি চিঠি জমা পড়েছিল। আদিত্য স্কুল অফ স্পোর্টসের অভিযোগ, সিএবি কর্তা দেবব্রত দাসের কথায় বিশ্বাস করে তারা তাঁকে ৪ লক্ষ টাকা দিয়েছিল। দেবব্রত দাস তাদের প্রতিশ্রুতি দেন, আদিত্য স্কুলকে সিএবির ক্লাব ক্রিকেটে খেলার সযোগ করে দেওয়া হবে। সেসব তো হয়নি, উল্টে ফোন ধরা বা মেসেজের উত্তর দেওয়ায় বন্ধ করে দিয়েছেন সিএবি কর্তা। দেবব্রত দাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আদিত্য গ্রুপ অফ স্পোর্টস।
আদিত্য গ্রুপ অফ স্পোর্টসের চিঠি
উল্লেখ্য, জুন মাসে সিএবি ক্রিকেট লিগে মহামেডান এবং টাউন ক্লাবের ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠে। তাতে সরাসরি দেবব্রত দাসের যুক্ত থাকার অভিযোগ ওঠে। একটি তদন্ত কমিটি গঠন করেছিল সিএবি। কিন্তু সেটাও চাপা পড়ে গিয়েছে।
যাইহোক, এই একাধিক অভিযোগে সিএবির ভাবমূর্তি ধাক্কা খেয়েছে বলে মনে করছে বাংলার ক্রিকেটমহল। সিএবি তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় কি না এখন সেটাই দেখার।