Sourav Ganguly: অনেক রাতে হোটেলের রুমে চুপিচুপি...! জন্মদিনে সৌরভের ভয়ঙ্কর কীর্তি ফাঁস ক্রিকেট তারকার

Sourav Ganguly Birthday: ১৯৯৬ সালে ইংল্যান্ড সফর দিয়েই ভারতীয় টেস্ট দলে অভিষেক হয়েছিল সৌরভের। লর্ডসে অভিষেক টেস্টেই সৌরভের অসাধারণ শতরান আজও ভুলতে পারেনি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সেই থেকে ২২ গজে দাদাগিরি শুরু সৌরভের।

Sourav Ganguly Birthday: ১৯৯৬ সালে ইংল্যান্ড সফর দিয়েই ভারতীয় টেস্ট দলে অভিষেক হয়েছিল সৌরভের। লর্ডসে অভিষেক টেস্টেই সৌরভের অসাধারণ শতরান আজও ভুলতে পারেনি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সেই থেকে ২২ গজে দাদাগিরি শুরু সৌরভের।

author-image
Subhamay Mandal
New Update
Sourav Ganguly Untold Story: তিন দশক আগের গোপন কথা ফাঁস করলেন সৌরভের সতীর্থ ক্রিকেটার

Sourav Ganguly Untold Story: তিন দশক আগের গোপন কথা ফাঁস করলেন সৌরভের সতীর্থ ক্রিকেটার

Sourav Ganguly Untold Story: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) আজ, ৮ জুলাই জন্মদিন। নিজের ৫৪তম জন্মদিন পালন করলেন সৌরভ (Sourav Ganguly Birthday)। দেশ-বিদেশ থেকে তাঁর অগুনতি ভক্ত-অনুরাগী তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। টিম ইন্ডিয়ার বর্তমান এবং প্রাক্তন তারকারাও তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন এই বিশেষ দিনের। সবার শুভেচ্ছা-ভালবাসা উপচে পড়ছে বাংলার মহারাজের জন্য। সৌরভের সতীর্থরা অনেক পুরনো স্মৃতি এদিন হাতড়েছেন। তেমনই এক গোপন রহস্য ফাঁস করেছেন প্রাক্তন ক্রিকেট তারকা নভজ্যোত সিং সিধু।

Advertisment

১৯৯৬ সালে ইংল্যান্ড সফর দিয়েই ভারতীয় টেস্ট দলে অভিষেক হয়েছিল সৌরভের। লর্ডসে অভিষেক টেস্টেই সৌরভের অসাধারণ শতরান আজও ভুলতে পারেনি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সেই থেকে ২২ গজে দাদাগিরি শুরু সৌরভের। সেইসময়ে ভারতীয় দলে তাঁর সতীর্থ ছিলেন সিধু। মারকুটে ব্যাটার হিসাবে সিধুর বেশ নামডাক ছিল বিশ্ব ক্রিকেটে। তখন ওপেন করতেন সিধু। ইংল্যান্ড সফরে সৌরভের রুমমেট ছিলেন সিধু। সৌরভের জন্মদিনে ইংল্যান্ড ট্যুরের গোপন কথা ফাঁস করেছেন সিধু। যা অনেকেরই অজানা। একমাত্র জানতেন সিধু, কারণ তিনি টিম হোটেলে সৌরভের সঙ্গে রুম শেয়ার করতেন।

আরও পড়ুন লড়তে শেখান চোখে চোখ রেখে, সৌরভের জন্যই আজ বিশ্ব ক্রিকেটের ত্রাস টিম ইন্ডিয়া

Advertisment

সিধু স্টার স্পোর্টসের একটি ভিডিও-তে বলেছেন, 'মনে আছে সৌরভ সেইসময় আমি তোমার রুমমেট ছিলাম। একটা কথা অনেকেই জানে না, কিন্তু সেই ঘটনার সাক্ষী একমাত্র আমি। কারণ আমরা এক রুম শেয়ার করতাম। হোটেলের রুমে রাতে যখন আমি শুয়ে পড়তাম, সেইসময় সৌরভ চুপিচুপি কম্বল সরিয়ে উঠত বিছানা থেকে। আমি ঘুমানোর ভান করে থাকতাম, দেখার জন্য সৌরভ কী করে। আমি কম্বলের ভিতর থেকে উঁকি মেরে দেখতাম, সৌরভ নিজের ব্যাট হাতে নিয়ে রুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আয়নার সামনে দাঁড়িয়ে অত রাতে শ্যাডো প্র্যাকটিস করত সৌরভ। রুমের মেঝেতে ব্যাট ঠুকত আর শট প্র্যাকটিস করত।' 

আরও পড়ুন বাবা লন্ডনে গেলে খুশি হন না সানা! কারণটা নিজেই জানালেন সৌরভ

সিধু আরও বলেছেন, 'ইংল্যান্ড সফরে নিজেকে প্রমাণ করতে মরিয়া ছিল সৌরভ। তাই সারাদিন খেলার পরও রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ত তখন আয়নার সামনে দাঁড়িয়ে ব্যাট নিয়ে শ্যাডো প্র্যাকটিস করতে সৌরভ। কিন্তু তাঁর মনোযোগের বারোটা বাজত যখন হোটেলের নিচের ঘর থেকে চিৎকার আসত, কীসের আওয়াজ হচ্ছে এত! কে শব্দ করছে। মাটিতে ব্যাট ঠোকার শব্দে নিচের ফ্লোরের অতিথিদের সমস্যা হত। চিৎকার শুনেই দ্রুত ব্যাট রেখে, চুপিসারে আবার কম্বলের ভিতরে ঢুকে পড়ত সৌরভ। পুরো ব্যাপারটা আমি দেখতাম আর মুখ চেপে হাসতাম। এখনও সেই দিনগুলোর কথা মনে পড়ে। সৌরভের সঙ্গে একান্তে অনেক সময় কাটিয়েছি, সেগুলো ভোলার নয়।'

আরও পড়ুন জন্মদিনে কেক কেটে কাকে খাওয়ালেন সৌরভ? নেটপাড়ায় ভাইরাল সেই ছবি

A bond beyond the field ❤‍🩹 #NavjotSinghSidhu fondly wishes #SouravGanguly, recalling their cherished cricketing days and the journey from teammates to icons 🤩 #HappyBirthday #SouravGanguly

Posted by Star Sports on Tuesday, July 8, 2025

সিধুর গলায় সৌরভের জন্য প্রচুর প্রশংসা ঝরে পড়েছে। তিনি বলেছেন, 'যেভাবে সৌরভ ভারতীয় ক্রিকেট দলের ভোল পাল্টে দিয়েছিল সেটা অবিশ্বাস্য। আগে টেস্ট ড্র হলেও মনে করতাম জিতেছি। কিন্তু সৌরভ বিদেশের মাটিতে লড়াই করে জেতা শিখিয়েছিল। নাছোড়া মানসিকতা এনে দিয়েছিল সবার মধ্যে। অনেক নতুন নতুন প্রতিভাধর ক্রিকেটারকে টিম ইন্ডিয়ায় সুযোগ করে দিয়েছিল। তাঁরা পরবর্তী কালে বিশ্ব ক্রিকেট শাসন করেছে। ধোনি তারই প্রমাণ। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, প্রিয় বন্ধু সৌরভ।'

Sourav Ganguly Navjyot Singh Sidhu