From Unsold to Purple Cap Leader: Shardul Thakur’s Magical Spell Shocks Hyderabad: বাতিল বোলার শার্দুল ঠাকুরই থামিয়ে দিলেন আইপিএলের সেরা ব্যাটারদের। সানরাইজার্স হায়দরাবাদ গত ম্যাচেই আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছে। আর, এই বিপুল রান তাদের প্রাপ্য। কারণ, দলে রয়েছে একের পর এক বাঘা ব্যাটার। কিন্ত, সেই হায়দরাবাদকেই ২০ ওভারে ৯ উইকেটে ১৯০ রানে আটকে দিল লখনউ সুপার জায়ান্টস। আর, এর পিছনে মুখ্য ভূমিকা নিলেন শার্দুল ঠাকুর। তিনি একাই হায়দরাবাদের চার উইকেট তুলে নিলেন বৃহস্পতিবার।
এবার তাঁর আইপিএল খেলার কথাই না। নিলামে দু'দিন অবিক্রিত থেকে গিয়েছিলেন। কেউ তাঁকে নিতে আগ্রহও দেখাননি। বাধ্য হয়ে তিনি আইপিএলের সময়টায় কাউন্টি ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। সে নিয়ে চুক্তিও হয়ে গিয়েছিল। কিন্তু, মহসিন খান চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় শার্দুলকে সই করিয়েছিল লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)। ২ ম্যাচে ৫ উইকেট নিয়ে সেই শার্দুলই এখন দলের হিরো, জুটেছে পার্পল ক্যাপ।
তার মধ্যে সবচেয়ে বড় সাফল্য এল এদিন, বৃহস্পতিবার, ২৭ মার্চ। আইপিএলের সর্বোচ্চ দলগত স্কোরের প্রথম পাঁচটির চারটিই সানরাইজার্স হায়দরাবাদের দখলে। সেই হায়দরাবাদকে রীতিমতো ধরাশায়ী করে দিলেন এই বোলার। এদিনের ম্যাচ শুরুর আগে আলোচনা চলছিল, সানরাইজার্স আজকে কি ৩০০-র সীমা ছুঁতে পারবে? তুলতে পারলে সেটা হত রেকর্ড। কারণ, এখনও পর্যন্ত আইপিএলের কোনও দলই ওই বিপুল পরিমাণ রান তুলতে পারেনি।
সেই দলের বিরুদ্ধেই ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নিলেন শার্দুল। ফিরিয়ে দিলেন অভিষেক শর্মা, অভিনব মনোহর, মহম্মদ শামি ও গত ম্যাচে সেঞ্চুরি করা ঈশান কিষাণকে। আর, এর জেরে তিনি হলেন এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি।
আরও পড়ুন- উইকেটকিপিং ছাড়তে নারাজ ধোনি, নিজেকে অকেজো মনে হয়! জানালেন অবসর নিয়ে ভাবনার কথা
এদিন টস জিতে লখনউ প্রথমে হায়দরাবাদকে ব্যাট করতে পাঠিয়েছিল। হায়দরাবাদ শুরুটা খারাপও করেনি। পাওয়ার প্লে-তে প্রথম ৬ ওভারে ২ উইকেটে তুলে নিয়েছিল ৬২ রান। ওপেনার ট্রাভিস হেড যথারীতি দুর্দান্ত শুরু করেছিলেন। ২৮ বলে তোলেন ৪৭ রান। তাছাড়া শেষ দিকে অনিকেত বর্মা ১৩ বলে ৩৬ এবং প্যাট কামিন্স ৪ বলে ১৮ রান করায় ১৯০-এ পৌঁছয় হায়দরাবাদ। না-হলে আগেই ধসে যেত গোটা টিম।