টি টোয়েন্টি সিরিজ অতীত। এবার ভারতের সামনে টেস্ট-চ্যালেঞ্জ। টি টোয়েন্টি সিরিজ জিততে ব্যর্থ হওয়ার পরে ভারতের সামনে টেস্টে নতুন করে শুরু করার হাতছানি। অক্টোবরের ২ তারিখ থেকে বিশাখাপত্তনমে শুরু হচ্ছে প্রথম টেস্ট। সেই টেস্ট শুরুর আগেই যদিও ভারত ধাক্কা খেয়েছে। পিঠে চোটের কারণে টেস্ট সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন বুমরা। ভারতের বোলিং বিভাগের ক্যাপ্টেন ছিটকে যাওয়া নিঃসন্দেহে কোহলিদের ভোগাবে। পরিবর্তে এসেছেন উমেশ যাদব।
পাশাপাশি, টেস্টে যথারীতি নজরে থাকবেন ঋষভ পন্থ। ধোনি বিহীন স্কোয়াডে পন্থের এটি দ্বিতীয় সিরিজ। ক্যারিবিয়ান সিরিজে ব্যর্থ হয়েছিলেন। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটো টিটোয়েন্টিতেও নজর কাড়তে ব্যর্থ হয়েছেন তিনি। তাই ফের একবার ফোকাসে পন্থের ফর্ম। সেই সঙ্গে টিম ম্যানেজমেন্টকে আস্থা জোগানোর দায়িত্ব থাকবে রোহিত শর্মার উপরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফের একবার টেস্টে ওপেনার হিসেবে পাওয়া যাবে হিটম্যানকে। লোকেশ রাহুল ক্যারিবিয়ান সফরে ব্য়র্থ হওয়ার পরে ওপেনার হিসেবে প্রথম একাদশে ফেরানো হচ্ছে রোহিতকে। লোকেশ রাহুলকে বাদ দিয়ে স্কোয়াডে নতুন মুখ হিসেবে নেওয়া হয়েছে শুভমান গিলকে।
টেস্ট সিরিজ সূচি:
১ম টেস্ট- ২ থেকে ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। বিশাশাপত্তনমের রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে।
২য় টেস্ট- ১০ থেকে ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে।
৩য় টেস্ট- ১৯ থেকে ২৩ টেস্ট অনুষ্ঠিত হবে। রাঁচির ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম কমপ্লেক্সে।
ভারত টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি, মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমান গিল
দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড: ফাফ ডুপ্লেসিস, তেম্বা বাভুমা, থেউনিস ডে ব্রুইন, কুইন্টন ডিকক, ডিন এলগার, হেনরিচ ক্লাসেন, কেশব মহারাজ, আইডেন মহারাজ, সেনুরান মুতুস্বামী, লুঙ্গি এনগিডি, আনরিচ নর্ৎজে, ভার্নন ফিলান্ডার, ডেন পিয়েত, কাগিসো রাবাদা, জুবেইর হামজা
Read the full article in ENGLISH