মঙ্গলবার জয়পুরে অনুষ্ঠিত ২০১৯ আইপিএল-এর নিলামে আট ফ্র্যাঞ্চাইজি গুছিয়ে নিয়েছে তাদের দল। প্রতিবারের মতো এবারও রয়েছে বেশ কিছু চমক। জয়দেব উনাদকাট ও বরুণ চক্রবর্তী যুগ্ম ভাবে এবারের নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন। ৮ কোটি ৪০ লক্ষ টাকায় জয়দেব রয়ে গিয়েছেন রাজস্থানে। কিংস ইলেভেন পাঞ্জাব নিয়েছে বরুণ চক্রবর্তীকে। প্রীতি জিন্টার দলেই এসেছেন স্যাম কুরান। ৭ কোটি ২০ লক্ষ টাকা দাম পেয়েছেন তিনি। কলিন ইনগ্রাম ৬ কোটি ৪০ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালসে নাম লিখিয়েছেন। শহরের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স কার্লোস ব্রাথওয়েটকে নিয়েছেন ৫ কোটি টাকায়। অন্যদিকে অক্ষর প্যাটেল পাঁচ কোটি টাকায় এসেছেন দিল্লিতে। ব্যাঙ্গালোর ৫ কোটি টাকায় নিয়েছে শিবম দুবেকে। শেষবেলায় যুবরাজ সিংকে ১ কোটি টাকায় নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
এবার দেখে নেওয়া যাক কেমন হলো আট দল:
চেন্নাই সুপার কিংস
যারা থেকে গেলেন: এমএস ধোনি, সুরেশ রায়না, দীপক চাহার, কেএম আসিফ, কর্ণ শর্মা, ধ্বরুব শোরে, ফাফ দু প্লেসিস, মুরলী বিজয়, রবীন্দ্র জাদেজা, স্যাম বিলিংস, মিচেন স্যান্টনার, ডেভিড উইলি, ডোয়েন ব্র্যাভো, শেন ওয়াটসন, লুঙ্গি নিদি, ইমরান তাহির, কেদার যাদব, আম্বাতি রায়ডু, হরভজন সিং, এন জগদিসান, শার্দূল ঠাকুর, মনু কুমার, চৈতন্য বিষ্ণই,
এলেন: মোহিত শর্মা ( ৫ কোটি টাকা), রুতুরাজ গায়কোয়াড় (২০ লক্ষ টাকা)
আরও পড়ুন: IPL Auction 2019 Live: আট কোটির উনাদকাট, মুম্বই ইন্ডিয়ান্সে যুবি
মুম্বই ইন্ডিয়ান্স
যারা থেকে গেলেন: রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, যসপ্রীত বুমরা, ক্রনাল পাণ্ডিয়া, ইশান কিষান, সূর্যকুমার যাদব, ময়ঙ্ক মারকাণ্ডে, রাহুল চাহার, অনুকূল রায়, সিধেশ লাদ, আদিত্য তারে, কুইন্টন ডি কক, এভিন লুইস, কায়রন পোলার্ড, বেন কাটিং, মিচেল ম্যাকক্লেনাঘান, অ্যাডাম মিলনে, জেসন বেহেরেনডর্ফ
আরসিবি থেকে এলেন কুইন্টন ডি কক
দিল্লি ক্যাপিটালস
যারা থেকে গেলেন: শ্রেয়াস আয়ার, ঋষভ পন্থ, পৃথ্বী শ, অমিত মিশ্র, আবেশ খান, হর্ষল প্যাটেল, রাহুল তেওয়াটিয়া, জয়ন্ত যাদব. মনজোত কালরা, কলিন মুনরো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, সন্দীপ লামিচানে, ট্রেন্ট বোল্ট।
অভিষেক শর্মা, বিজয় শঙ্কর ও শাহবাজ নাদিমের পরিবর্তে শিখর ধাওয়ান এসেছেন
কেনা হয়েছে: হনুমা বিহারী (২ কোটি টাকা), অক্ষর প্যাটেল (৫ কোটি টাকা), ইশান্ত শর্মা (১ কোটি ১০ লক্ষ টাকা), অঙ্কুশ বাইনস (২০ লক্ষ টাকা ), নাথু সিং (২০ লক্ষ টাকা ), কলিন ইনগ্রাম (৬ কোটি ৪০ লক্ষ টাকা ), শেরফানে রাদারফোর্ড (২ কোটি টাকা), কেমো পল (৫০ লক্ষ টাকা) ও জলজ সাক্সেনা (২০ লক্ষ টাকা), বানদারু আয়াপ্পা (২০ লক্ষ টাকা)
সানরাইজার্স হায়দরাবাদ
যারা থেকে গেলেন: বাসিল থাম্পি, ভুবণেশ্বর কুমার, দীপক হুডা, মণীশ পাণ্ডে, টি নটরাজন, রিকি ভুই, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কাউল, শ্রীবৎস গোসাম্বী, খালিল আহমেদ, ইউসুফ পাঠান, বিলি স্ট্যানলেকে, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, রশিদ খান, মহম্মদ নবি, শাকিব আল হাসান
কেনা হয়েছে: জনি বেয়ারস্টো (২ কোটি ২০ লক্ষ টাকা), ঋদ্ধিমান সাহা (১ কোটি ২০ লক্ষ টাকা) মার্টিন গাপটিল (১ কোটি টাকা)
রাজস্থান রয়্যাালস
যারা থেকে গেলেন: অজিঙ্ক রাহানে, কৃষ্ণাপ্পা গোথাম, সঞ্জু স্যামসন, শ্রেয়াস গোপাল, আর্যমান বিরলা, এস মিধুন, প্রশান্ত চোপড়া, স্টুয়ার্ট বিনি, রাহুল ত্রিপাঠী, বেন স্টোকস, স্টিভ স্মিথ, জোস বাটলার, জোর্ফা আর্চার, ইশ সোধী, ধাওয়াল কুলকার্নি, মাহিপাল লোমরোর
কোন হয়েছে: জয়দেব উনাদকাট (৮ কোটি ৪০ লক্ষ টাকা), বরুণ অ্যারন (২ কোটি ৪০ লক্ষ টাকা), ওশেন থমাস (১ কোটি ১০ লক্ষ টাকা), শশাঙ্ক সিং (৩০ লক্ষ টাকা), লিয়াম লিভিনস্টোন (৫০ লক্ষ টাকা), শুভম রাজানে (২০ লক্ষ টাকা) মনন বোহরা (২০ লক্ষ টাকা), অ্যাশটন টার্নার (৫০ লক্ষ টাকা) রিয়ান পরাগ (২০ লক্ষ টাকা)
কিংস ইলেভেন পাঞ্জাব
যারা রয়ে গেলেন: লোকেশ রাহুল, ক্রিস গেইল, অ্যান্ড্রিউ টাই, ময়ঙ্ক আগরওয়াল, অঙ্কিত রাজপুত, মুজিব উর রহমান, করুণ নায়ার, ডেভিড মিলার ও রবিচন্দ্রন অশ্বিন
কেনা হয়েছে: মোসেস হেনরিকেস (১ কোটি টাকা), নিকোলাস পুরান (৪ কোটি ২০ লক্ষ টাকা), বরুণ চক্রবর্তী (৮ কোটি ৪০ লক্ষ টাকা), স্যাম কুরান (৭ কোটি ২০ লক্ষ টাকা), মহম্মদ শামি (৪ কোটি ২০ লক্ষ টাকা), সরফরাজ খান (২৫ লক্ষ টাকা), হারদাস ভিলজোয়েন (৭৫ লক্ষ টাকা), অর্শদীপ সিং (২০ লক্ষ টাকা), দর্শন নলকান্ডে (৩০ লক্ষ টাকা), প্রবসিমরান সিং (৪ কোটি ৮০ লক্ষ টাকা). অগ্নিবেশ আয়াচি (২০ লক্ষ টাকা), হরপ্রীত ব্রার (২০ লক্ষ টাকা), মুরুগান অশ্বিন (২০ লক্ষ টাকা)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
যারা রয়ে গেলেন: বিরাট কোহিল, এবি ডিভিলিয়ার্স, পার্থিব প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, টিম সাউদি, উমেশ যাদব, নবদীপ সাইনি, কুলওয়ান্ত খেজরোলিয়া, ওয়াশিংটন সুন্দর, পবণ নেগী, ন্যাথান কুল্টার নাইল, মঈন আলি, মহম্মদ সিরাজ, কোলিন ডে গ্রান্ডহোম
কেনা হয়েছে: শিমরন হেটমায়ার (৪ কোটি ২০ লক্ষ টাকা), দেবদূত পাদিক্কাল (২০ লক্ষ টাকা), শিবম দুবে (৫ কোটি টাকা), হেইনরিক ক্লাসেন (৫০ লক্ষ টাকা), গুরকিরাত সিং (৫০ লক্ষ টাকা), হিম্মত সিং (৬৫ লক্ষ টাকা), প্রয়াস রয় বর্মণ (১ কোটি ৫০ লক্ষ টাকা)
মার্কাস স্টোয়নিস এসেছেন মণদীপ সিংয়ের পরিবর্তে
কলকাতা নাইট রাইডার্স
যারা রয়ে গেলেন: দীনেশ কার্তিক, রবিন উথাপ্পা, ক্রিস লিন, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শুভমান গিল, পীযূষ চাওলা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, শিবম মাভি, নীতিশ রানা, রিঙ্কু সিং, কমলেশ নাগারকোটি।
কেনা হয়েছে: কার্লোস ব্রাথওয়েট (৫ কোটি টাকা), লকি ফার্গুসন (১ কোটি ৬০ লক্ষ টাকা), অ্যানরিচ নর্টজে (২০ লক্ষ টাকা), নিখীল নায়েক (২০ লক্ষ টাকা), হ্যারি গারনে (৭৫ লক্ষ টাকা), ইয়ারা পৃথ্বীরাজ (২০ লক্ষ টাকা), জো ডেনলি (১ কোটি টাকা), শ্রীকান্ত মুনদে (২০ লক্ষ টাকা)