Advertisment

Gambhir about rift: অস্ট্রেলিয়া সফরে দলের গন্ডগোল ড্রেসিংরুমের দরজার বাইরে থেকে শোনা গেল কীভাবে, ধরে ফেললেন গম্ভীর

Gambhir explains about rift rumours: বর্ডার-গাভাসকর ট্রফির সময় রোহিত শর্মা, গৌতম গম্ভীর ও অজিত আগরকরের মধ্যে গন্ডগোলের খবর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Australia

India VS Australia: এই ট্রফিতে ভারত চূড়ান্তভাবে পর্যুদস্ত হয়েছে। (ফাইল ছবি)

Gambhir explains about rift rumours: অস্ট্রেলিয়া সফরে দলের মধ্যে গন্ডগোলের খবর কীভাবে জানাজানি হল, এবার তা স্পষ্ট করলেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া সফরে অজিদের কাছে চূড়ান্তভাবে পর্যুদস্ত হয়েছে। ভারত পার্থে জিতলেও ৩টি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে গো-হারা হেরেছে। এর পিছনে দলের মধ্যের দ্বন্দ্বকে অনেকে দায়ী করেছেন। সফর চলাকালীনই এই দ্বন্দ্ব নিয়ে জল্পনা সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে উঠেছিল। 

Advertisment

কিন্তু, গম্ভীর এনিয়ে এতদিন রা কাড়েননি। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টিম ইন্ডিয়া টি২০ সিরিজে ৪-১ ব্যবধানে জেতার পর তিনি এবার মুখ খুললেন। গম্ভীরের দাবি, কোনও বিবাদ হয়নি। স্রেফ টিম ইন্ডিয়ার মনোবল ভাঙার জন্য ওই গন্ডগোলের গুজব ছড়ানো হয়েছিল। আর, তাই তিনি চুপ করেছিলেন। শপথ নিয়েছিলেন, ইংল্যান্ড সফরে এই গুজব যাঁরা ছড়িয়েছেন, তাঁদের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখিয়ে প্রতিশোধ নেবেন।

মুম্বইয়ে গম্ভীর বলেছেন, 'ভারতীয় টিমের ছেলেরা দীর্ঘদিন একসঙ্গে খেলছেন। তারপরও মাসখানেক আগে গুজব ছড়িয়ে পড়েছিল (হাসি)। ভারতীয় ক্রিকেটে যখন সবকিছু ঠিকঠাক চলে না তখন ড্রেসিংরুম নিয়ে কিছু লোক গল্প ছড়ান। কিন্তু, ফলাফল একবার ভারতের পক্ষে যেতে শুরু করলেই যাঁরা গুজব ছড়ান, তাঁরা চুপ করে যান।' 

গম্ভীর জানান, টি২০ ক্রিকেটে এখন স্কোরের পরিমাণ ক্রমশ বাড়ছে। জয় নিশ্চিত করতে ২৫০ থেকে ২৬০ রান এখন দরকার হয়ে পড়ছে। আর, সেই জন্য দরকার হচ্ছে নির্ভয়ে মারকাটারি ব্যাটিংয়ের। পুনের ৪র্থ টি২০ ম্যাচে ভারত পরপর উইকেট হারালেও শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৮১ রান তুলেছিল। আর, তার দৌলতেই জয় এসেছে। রবিবার, মুম্বইয়ে ভারত টি২০ ফরম্যাটে দলের ৪র্থ সর্বোচ্চ রান, ২৪৭ করেছিল। এই প্রসঙ্গে গম্ভীর বলেন, 'এটাই হল টি২০ ক্রিকেট। আমরা এরকমই খেলতে চাই। আমরা কোনও ক্রিকেট খেলায় হারার ভয় পাই না।  আমরা ঝুঁকি নিয়ে সেরা ক্রিকেট খেলতে চাই। ছেলেরা সেই রাস্তাটা ঠিকভাবেই বেছে নিয়েছে।'

Advertisment

আরও পড়ুন- অবসরের পথে কিংবদন্তি শ্রীলঙ্কান তারকা, আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট শূন্যতা

গম্ভীর জানান, টি২০ ক্রিকেটে এখন তাঁর দলের লক্ষ্য প্রতিম্যাচে ২৫০ রান। এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা নিয়মিত ২৫০-২৬০ রান করার চেষ্টা করব। তার মধ্যেই এমন কিছু ম্যাচও আসবে যেখানে আমরা ১২০-১৩০ রানেই আউট হয়ে যাব। আর টি২০ ক্রিকেটের মূল কথা এটাই। যতক্ষণ না ঝুঁকি নিয়ে হাত খুলে পেটানো যাবে, ততক্ষণ বড় রান আসবে না। আমি মনে করি, আমরা ঠিক পথেই হাঁটছি। বড় টুর্নামেন্টগুলোতেও এভাবেই খেলতে চাই। হারানোর ভয় রেখে খেলতে চাই না।'

cricket Cricket News Indian Cricket Team Team-India Team India Border-Gavaskar Trophy
Advertisment