New Update
/indian-express-bangla/media/media_files/2025/02/04/slQXr2OObXWNrxBtmF2N.jpg)
Sri Lanka Cricket Team: শ্রীলঙ্কা ক্রিকেট দল। (ছবি- টুইটার)
Sri Lanka Cricket Team: শ্রীলঙ্কা ক্রিকেট দল। (ছবি- টুইটার)
Sri Lankan batter Dimuth Karunaratne to retire: শততম টেস্ট খেলে অবসর নিচ্ছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে। গ্যালেতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন শ্রীলঙ্কার এই প্রাক্তন অধিনায়ক। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় এবং শেষ ম্যাচেই তিনি অবসর নেবেন। শ্রীলঙ্কার অন্যতম সেরা ব্যাটসম্যান ৩৬ বছর বয়সি করুনারত্নে প্রায় ১৪ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট দুনিয়ায় দাপিয়ে বেড়িয়েছেন। ৯৯ টেস্টে ১৬টি সেঞ্চুরি এবং ৩৪টি হাফ-সেঞ্চুরি-সহ ৭,১৭২ রান করেছেন। ৫০টি ওয়ানডেও খেলেছেন। ১টি সেঞ্চুরি এবং ১১টি হাফ-সেঞ্চুরি সহ ১,৩১৬ রান করেছেন।
২০১২ সালে টেস্ট অভিষেক হয়েছিল করুনারত্নের। অবসরের কারণ হিসেবে তিনি বলেছেন, 'আমার মত একজন খেলোয়াড়ের পক্ষে একবছরে ৪টি টেস্ট খেলা এবং সেখানে ফর্ম ধরে রাখা কঠিন। ডব্লিউটিসি চালু হওয়ার পর গত দুই-তিন বছরে আমাদের দ্বিপাক্ষিক সিরিজ খুব কম হয়েছে। আমি ঠিক করে নিয়েছিলাম, ১০০ টেস্ট খেলে ডব্লিউটিসি চক্রের শেষে অবসর নেব।'
করুনারত্নে ঠিক করেছেন, অবসরের পর আগামী মাসে পরিবার-সহ পাকাপাকি অস্ট্রেলিয়ায় চলে যাবেন। ২০০৮ সালে সিংহলিজ স্পোর্টস ক্লাবের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল এই ব্যাটারের। তিন দিনের (১৪-১৬ ফেব্রুয়ারি) এসএলসি মেজর ক্লাব টুর্নামেন্টে এনসিসির বিরুদ্ধে তিনি সিংহলিজ স্পোর্টস ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলবেন। দিমুখ বলেন, 'আমার নিজস্ব কিছু পরিকল্পনা আছে। অ্যাঞ্জি এবং চান্ডির মতো অন্যান্য সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে কথা বলে আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমরা তিন জন একইসঙ্গে অবসর নেওয়ার চেয়ে, একে একে নেওয়াই ভালো হবে। আমি ভেবেছিলাম আমি প্রথমে অবসর নেব। কারণ আমি জানি যে আমার পরবর্তী লক্ষ্য- ১০,০০০ রান অর্জন করতে পারব না। কারণ, টেস্ট কম খেলা হচ্ছে।'
করুনারত্নে বলেন, 'আমি এখনও পর্যন্ত যা পেয়েছি, তাতে খুশি। তাই শততম টেস্ট খেলে আনন্দের সঙ্গেই অবসর নিতে চাই।' করুনারত্নের সাম্প্রতিক ফর্ম বেশ খারাপ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে তিনি ৭ এবং ০ রান করেছেন। যার জেরে শ্রীলঙ্কাকে এক ইনিংস এবং ২৪২ রানে হেরে দুই টেস্টের সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়তে হয়েছে। এই প্রসঙ্গে লঙ্কান ব্যাটার বলেন, 'যে কোনও ক্রিকেটারের স্বপ্ন থাকে ১০০ টেস্ট খেলা এবং ১০,০০০ রান করা। এটি একটি বিরাট পাওনা। যখন কেউ ক্রিকেট খেলা শুরু করে, তখন সে লক্ষ্যের কথা ভাবে না। কিন্তু, যখন খেলা শুরু করেন, তখন আপনাআপনিই বিভিন্ন লক্ষ্য তাঁর সামনে এসে পড়ে।'
আরও পড়ুন- টিম ইন্ডিয়ার সিনিয়র সদস্যকে হোটেলের আগেই বাধা পুলিশের, বিতর্কে জেরবার ক্রিকেট দুনিয়া
তিনি বলেন, 'শ্রীলঙ্কা একবছর ধরেই কম টেস্ট খেলছে। তাই ১০,০০০ রান করা অনেক দূরের ব্যাপার। সেক্ষেত্রে ১০০ টেস্ট খেলাটাই আমার কাছে বিরাট ব্যাপার। অনেক খেলোয়াড়ই টেস্ট ক্রিকেট খেলেন। কিন্তু মাত্র কয়েকজনই ১০০ টেস্ট খেলতে পারেন। আমি ১০০ টেস্ট খেলিয়ে ক্রিকেটারদের ক্লাবের সদস্য হতে পেরে খুবই খুশি। শ্রীলঙ্কার ৭ম ক্রিকেটার হিসেবে আমি ১০০ টেস্ট খেলব।'