Indiscipline in team India dressing room: বিসিসিআইয়ের সঙ্গে বৈঠকে ড্রেসিংরুমে 'শৃঙ্খলাহীনতা' নিয়ে নানা অভিযোগ করলেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের ধারাবাহিক হতাশাজনক পারফরম্যান্সের পর বৃহস্পতিবার পর্যালোচনা বৈঠক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-র এক সূত্রের খবর অনুযায়ী, ওই পর্যালোচনা বৈঠকেই ড্রেসিংরুমে শৃঙ্খলাহীনতার ভুরিভুরি অভিযোগ করেছেন টিম ইন্ডিয়ার হেড কোচ। ৪৩ বছর বয়সি ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গম্ভীরের অভিযোগ, দেড় মাসের অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়ার সদস্যরা মাত্র একবার একসঙ্গে বসে নৈশভোজ সেরেছেন।
অবশ্য খেলোয়াড়দের বিরুদ্ধে লাগাতার অভিযোগ করে গেলেও গম্ভীর নিজেও আতশকাচের তলায় রয়েছেন। টিম ইন্ডিয়ার সহকারি কোচ রায়ান টেন ডয়েশ্যাট এবং অভিষেক নায়ারের ভূমিকা নিয়েও খুশি নন নির্বাচকরা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের টিম ম্যানেজমেন্টের ধারণা, সহকারি বাছাইয়ের ক্ষেত্রে গম্ভীর বড় বেশি 'কলকাতা নাইট রাইডার্স টাচ' দিয়েছেন। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার অভিষেক নায়ার ও নেদারল্যান্ডসের প্রাক্তন তারকা রায়ান টেন ডয়েশ্যাট শ্রীলঙ্কায় সাদা বলের সফরে ভারতীয় দলের সহকারি কোচ হিসেবে টিম ইন্ডিয়ায় যোগ দিয়েছিলেন। তারপর থেকেই তাঁরা ভারতীয় দলের সহকারি কোচ হিসেবে গম্ভীরের সঙ্গে কাজ করে যাচ্ছিলেন।
এই পরিস্থিতিতে বিসিসিআই সূত্রে খবর, সৌরাষ্ট্রের প্রাক্তন ক্রিকেটার সীতাংশু কোটক শীঘ্রই গম্ভীরের সহকারি ব্যাটিং কোচ হিসেবে টিম ইন্ডিয়ায় যোগ দিতে চলেছেন। কোটক ১৩০টি প্রথম-শ্রেণির ম্যাচ এবং ২১১টি ইনিংস খেলেছেন। তিনি ৪১,৭৬ গড়ে ৮,০৬১ রান করেছেন। প্রথম-শ্রেণির ক্রিকেটে কোটকের ১৫টি সেঞ্চুরি এবং ৫৫টি হাফ সেঞ্চুরি আছে। তিনি ৮৯টি এ তালিকাভুক্ত ম্যাচও খেলেছেন। ৮৬ ইনিংসে ৪২.২৩ গড়ে ৩,০৮৩ রান করেছেন।
সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি টি২০ এবং ৩টি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেখানেই নতুন নিয়োগ কার্যকর হতে চলেছে। কলকাতায় প্রথম টি২০-র ফাঁকে গম্ভীর এবং বিসিসিআইয়ের মধ্যে একটি বৈঠকও হতে পারে। এই সব পরিবর্তনের আগে বিসিসিআই আসন্ন টি২০ সিরিজের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। যাতে মহম্মদ শামির নাম আছে। ২২ জানুয়ারি কলকাতায় শুরু হবে ৫ ম্যাচের টি২০ সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে চেন্নাই আর রাজকোটে, যথাক্রমে ২৫ আর ২৮ জানুয়ারি। সিরিজের চতুর্থ ম্যাচ হবে ৩১ জানুয়ারি, পুনেতে। ২ ফেব্রুয়ারি টি২০ সিরিজের শেষ ম্যাচ হবে মুম্বইয়ে।
টি২০ সিরিজে ভারতের স্কোয়াড: সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, নীতীশকুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল।
টি২০ সিরিজে ইংল্যান্ডের স্কোয়াড: জস বাটলার, রেহান আহমেদ, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, ফিল সল্ট, মার্ক উড।
এই সিরিজের আগে বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজ (বিজিটি ২০২৪-২৫)-এ টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ব্যবধানে হেরেছে। যার জেরে ভারতীয় দল লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার যোগ্যতা হারিয়েছে। গত কয়েকটি সিরিজের মত এই সিরিজেও ভারত অধিনায়ক রোহিত শর্মা ও কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি অত্যন্ত খারাপ পারফর্ম করেছেন। বিরাট, গোটা সিরিজে বারবার অফ-স্ট্যাম্পের বাইরের বলে আউট হয়েছেন। অজি পেসার স্কট বোল্যান্ড তাঁকে চারবার আউট করেছেন।
আরও পড়ুন- বোর্ডের নিয়মকে সরাসরি চ্যালেঞ্জ! সঞ্জু স্যামসনের ওপর ক্ষেপে লাল BCCI
শুধু ওই সিরিজই নয়। গত মরশুমটাই রোহিত ও কোহলির ব্যাট থেকে সেভাবে রান আসেনি। রোহিত ৮ ম্যাচে মাত্র ১৬৪ রান করেছেন। যার মধ্যে সর্বোচ্চ রান ৫২। আর, কোহলি ১০ ম্যাচে করেছেন ৩৮২ রান। তার মধ্যে ১টি সেঞ্চুরি আর ১টি হাফ সেঞ্চুরি ছিল।