Gautam Gambhir's message to Ashwin: গাব্বা টেস্টের পরই অবসর ঘোষণা করলেন ভারতীয় দলের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। তিনি বলেন, 'আগামী প্রজন্মের কাছে অশ্বিন আদর্শ বোলার হিসেবে থেকে যাবেন।' ২০১১ সালের নভেম্বরে অশ্বিনের টেস্ট অভিষেক হয়েছিল। ম্যাচ-পরবর্তী সাংবাদিক বৈঠকে তিনি রোহিত শর্মার পাশে বসে তাঁর আন্তর্জাতিক কেরিয়ার সমাপ্তির কথা ঘোষণা করেন।
ব্রিসবেনে আবহাওয়ার জন্য গাব্বায় ভারত-অস্ট্রেলিয়া চলতি সিরিজের তৃতীয় টেস্ট ড্র হয়েছে। ৫ ম্যাচের বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজ এখন ১-১। বৃষ্টি এবং কম আলোর জন্য এই ম্যাচের বেশিরভাগ দিনেই খেলা ব্যাহত হয়েছে। ম্যাচের পর অশ্বিন তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানার কথা ঘোষণা করতেই বিরাট কোহলি ও রোহিত শর্মার মত দলের প্রথমসারির খেলোয়াড়রা তাঁকে শ্রদ্ধা জানান।
ভারতের দলের কোচ গৌতম গম্ভীরও সোশ্যাল মিডিয়া এক্স (পূর্বতন টুইটার)-এ অশ্বিনকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, 'তোমাকে একজন তরুণ বোলার থেকে আধুনিক ক্রিকেটের কিংবদন্তি হয়ে উঠতে দেখেছি। এই অভিজ্ঞতা আমি বাকি বিশ্বের সঙ্গে ভাগ করতে পারব না। আমি জানি যে আগামী প্রজন্মের বোলাররা বলবে যে আমি অশ্বিনের মত বোলার হয়ে উঠতে পেরেছি! তোমাকে খুব মিস করব।'
The privilege of seeing you grow from a young bowler to a legend of modern cricket is something that I wouldn’t trade for the world! I know that generations of bowlers to come will say that I became a bowler coz of Ashwin! U will be missed brother! ❤️ @ashwinravi99 pic.twitter.com/fuATAjE8aw
— Gautam Gambhir (@GautamGambhir) December 18, 2024
ম্যাচ-পরবর্তী সাংবাদিক বৈঠকে রোহিত শর্মার পাশে বসে অশ্বিন বলেন, 'সব ফরম্যাটেই ভারতীয় ক্রিকেটার হিসেবে এটাই হবে আমার শেষ বছর। আমি মনে করি একজন ক্রিকেটার হিসেবে আমার আর কয়েক মাস দেওয়ার মত বাকি আছে। কিন্তু, আমি ক্লাব পর্যায়ের ক্রিকেট খেলব। কিন্তু, এটাই আমার (টেস্ট ক্রিকেটে) শেষ দিন।'
আরও পড়ুন: ধোনির স্টাইলে সিরিজের মাঝপথেই কেন অবসর! অশ্বিনের বিদায়ে টিম ইন্ডিয়ার বড় রহস্য ফাঁস
অশ্বিনের এই ঘোষণার অর্থ, তাঁকে চলতি বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের বাকি দুটি টেস্টে পাবে না টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ১০৫টি টেস্টে ৫৩৭টি উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট ৩৭ বার নিয়েছেন এই কিংবদন্তি ক্রিকেটার। পাশাপাশি, ব্যাটটাও তিনি খারাপ করেন না। এখনও পর্যন্ত মোট ৩,৪৭৪ রান করেছেন। তাঁর ব্যাটিং কেরিয়ারে রয়েছে ৬টি শতরান, ১৪ অর্ধশতরান।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেটপ্রাপক অশ্বিন। ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বাধিক উইকেটের মালিকও তিনি। তাঁর আগে রয়েছেন শুধু অনিল কুম্বলে।